আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও একবার ভালোবেসে দেখো – ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    একবার ভালোবেসে দেখো –

    একবার ভালোবেসে দেখো

    মহাদেব সাহা

    তুমি যদি আমাকে না ভালোবাসো আর
    এই মুখে কবিতা ফুটবে না,
    এই কণ্ঠ আবৃতি করবে না কোনো প্রিয় পঙ্ক্তিমালা
    তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী।
    আমি আর পারবো না লিখতে তাহলে
    অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত,
    তুমি যদি আমাকে না ভালোবাসো তবে
    কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা।
    তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু
    উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে,
    সন্ধ্যাতারা মনে হবে মৃত নিষ্পলক চোখ
    যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা।
    তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা
    মরা গাঙে জাগবে না ঢেউ, দুই তীরে প্রাণের স্পন্দন,
    হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ
    হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা, বাজবে না গান।
    তুমি যদি আমাকে না ভালোবাসো আর
    প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে কবিতা
    আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক,
    এই শাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুঁই আর চাঁপা।
    একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো
    আবার আগের মতো কীভাবে ফুটাই এক লক্ষ একটি গোলাপ
    অনায়াসে কীভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত,

    একবার ভালোসেবে দেখো আবার কীভাবে লিখি দুহাতে কবিতা।

     http://www.alokrekha.com

    2 comments:

    1. তপন সেনApril 1, 2018 at 4:08 PM

      ভালোবাসা এমন যা বানজার জমিতে ফুল ফোটায় ,অন্ধকার রাতে আলোর বন্যায় প্লাবিত করে। মহাদেব সাহার " একবার ভালোবেসে দেখো" ভালোবাসার দারুন অনবদ্য কবিতা ! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা! আবাহন ভালবাসার ! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!

      ReplyDelete
    2. কেরামত মাওলাApril 1, 2018 at 4:31 PM

      মহাদেব সাহার " একবার ভালোবেসে দেখো" দারুন অনবদ্য কবিতা ! অপূর্ব ভাব ! ভালবাসার অনন্য উপমা! কবি বলেছেন "তুমি যদি আমাকে না ভালোবাসো আর এই মুখে কবিতা ফুটবে না,এই কণ্ঠ আবৃতি করবে না কোনো প্রিয় পঙ্‌ক্তিমালা তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী।আমি আর পারবো না লিখতে তাহলে অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত,তুমি যদি আমাকে না ভালোবাসো তবে কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা।" এই কটা চরণে ভালোবাসার অসীম শক্তি উপমায়িত হয়েছে ,হয়েছে ভালবাসার প্রয়োজনীয়তা যা গৃহিত হয়েছে হৃদয়ে। অনেক ভাল লাগার কবিতাখানি। শুভেচ্ছা কবি।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ