নববর্ষের বন্দনা!
- সুনিকেত চৌধুরী
সেদিনের সেই সন্ধাবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে তুলসীতলায়
মঙ্গল বার্তা পৌঁছে তুমি দিয়েছিলে সবার অজান্তে।
মঙ্গল সূত্র গলায় আর মঙ্গল শোভাযাত্রা শেষে
তারপর গানে গানে সকাল থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা যখন হলো
উলুধ্বনি দিয়ে তখন হলো বরণ সম্পাদিত সকল কর্ম !
যদি বলি, আজ তবে আসি, ওম ভরা হৃদয়ের সবটুকু উষ্ণতা
রেখে যাবো তোমার কাছে!
বিনীত, সুনিকেত !
http://www.alokrekha.com
আলকরেখার সকল লেখক ও কর্তৃপক্ষকে নববর্ষের শুভেচ্ছা।আর বিশেষ করে আমাদের প্রানপ্রিয় কবি কবি সুনিকেতকে অন্তরের অন্তস্থল থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা।
ReplyDeleteনববর্ষের বন্দনা! চমত্কার লেখা , খুব ভালো লাগলো, কবিকে অভিনন্দন
ReplyDeleteনববর্ষের বন্দনা , এতো ছোট কবিতা তবুও মন কেড়ে নেয়, কবিকে অনেক শুভেচ্ছা
ReplyDeleteযদি বলি, আজ তবে আসি, ওম ভরা হৃদয়ের সবটুকু উষ্ণতা
ReplyDeleteরেখে যাবো তোমার কাছে! এমন করে এমন কথা বলতে পারেন শুধু কবি শুনিকেত , কবিকে অনেক ভালোবাসা
নববর্ষের বন্দনা! ছোট্ট কবিতা কিন্তু মনে আঁচড় কাটলো বিরাট। কবিকে এক রাশ ভালোবাসা
ReplyDeleteসেদিনের সেই সন্ধাবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে তুলসীতলায়
ReplyDeleteমঙ্গল বার্তা পৌঁছে তুমি দিয়েছিলে সবার অজান্তে। কবিতাটি এতো ভালো লাগলো যে ভাবছি কবিকে মঙ্গল বার্তা কখন কি ভাবে পৌঁছাবো
"তুমি বেরিয়ে পড়ো " এটি পুরুষ ও ইসলাম বিরোধী কবিতা। এতে মানুষের মনে বিদ্দেষ পয়দা হবে আর তার থেকে হবে দাঙ্গা হাঙ্গামা। তাই এমন কবিতা লেখা হারাম।
ReplyDelete