বালিশ বদল
মেহরাব রহমান
তুমি যেদিন আসলে প্রথম আমার ঘরে
পাশবালিশের জায়গা দখল হাওয়া বদল
সঙ্গে তারই বালিশ-বদল।
এমনি ধারায় চলছিল তো চলছিল ;
হঠাৎ কখন বুকের ভেতর বন্ধ ঘরে
অন্ধ জ্বালা তিরতিরিয়ে দুরুদুরু
মান-অভিমান চলছিল তো চলছিল ;
তখন আবার বালিশ-বদল জায়গা দখল
মাথার নিচের বালিশ এখন কোল-বালিশ।
তোমার সঙ্গে আড়ি আমার, কাড়ি কাড়ি
নালিশ শুধুই নালিশ।
কী যে জ্বালা
মহাজ্বালা
বালিশ নিয়ে বিড়ম্বনা
কী যন্ত্রণা!
বালিশের কি মুখ আছে?
আদর দেয়ার ঠোঁট আছে?
কুসুম-কোমল বুক কাঁপে?
তোমার যেমন?
বালিশের কি ওম আছে?
অন্যরকম ঝাঁজ আছে?
তোমার যেমন?
বালিশের কি মধ্যিরাতের ঢুলঢুল
মাতাল-করা চোখ আছে?
তোমার যেমন?
বালিশের কি পা আছে?
ঘুমের ভেতর যখন-তখন
গায়ের ওপর তুলে দেবে
নানান ঢঙে নানান ভাঁজে
বালিশের কি জাপটে ধরার পেলব
দুটো হাত আছে,
তোমার যেমন?
ঊরুর ভারে গুরু গুরু কাঁপবে
আমার ক্ষীণ দেহ
বালিশের কি তেমন কোনো ভার আছে,
তোমার যেমন?
আদর করে শেষপ্রহরে মান ভাঙাবে
বালিশের কি মন আছে,
তোমার যেমন?
বালিশ নিয়ে কী যন্ত্রণা
আড়িটাড়ি বাতিল এখন
এই অকেজো শিমুল তুলোর বালিশে
আর কাজ হবে না।
আবার আমার পালাবদল
বালিশ-বদল, হাওয়া-বদল।
উষ্ণ বালিশ, পেলব বালিশ
প্রাণের ছোঁয়ায় তপ্ত বালিশ
মনের মাঝে আমার জন্যে
একশো নালিশ
তেমনি বালিশ থাকুক আমার
বুকের ভেতরে সারাজীবন।
http://www.alokrekha.com
কবি মেহরাব রহমান” বালিশ বদল" কবিতায় জীবনের গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ করেছেন।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteআহসান হাবিব ভাই আপনার ভাললাগা আমার কাছে অনেক পাওয়া
ReplyDeleteঅশেষ কৃতজ্ঞতা