ভালোলাগালাগির সংক্রামণ !
- সুনিকেত চৌধুরী।
আকণ্ঠ ভালোলাগা পান করে মদির স্বপ্নে মাতাল হয়ে থাকে
এই প্রদেশের প্রত্যেক নগরবাসী।
নিরানন্দ বানান পর্যন্ত জানেনা জনগণ !
এখানেই সেই গোপন তল্লাট-
গোপন কারখানা যেখানে তৈরী হয় আকাঙ্খা
সমুদ্রের ওই ওপাড়ে রপ্তানী হয় কারখানার তাবৎ উৎপাদন !
নতুন এসেছি এই প্রদেশে চেনা নেই পথ-ঘাট, নেই পরিচিত মুখ
সম্পন্ন পরিবার কিংবা দরিদ্র পথের মানুষ সংগোপনে শুধু যেন
গান গায় সারাদিন চেয়ে আকাশের দিকে।
এখানে কন্যা দায়গ্রস্থ কোনো পিতা নেই
নেই কোনো বার বনিতা,
আছে শুধু ভালোলাগালাগির সংক্রামণ !http://www.alokrekha.com
কবি- সুনিকেত চৌধুরী ! আমরা অপেক্ষায় থাকি আপনার কবিতার জন্য। "ভালোলাগালাগির সংক্রামণ ! "-এ জন্য আলোকরেখাকে সাধুবাদ উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও জানাই। বরাবর-ই কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন, ভাব, আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteভালোলাগালাগির সংক্রামণ !কবিতায় কবি সুনিকেত চৌধুরী সাত সমুদ্র পরবাস জীবনের এক অনন্য রূপ তুলে ধরেছেন। এদেশে ব্যথা নেই কষ্ট নেই। নেই কন্যা দায়গ্রস্ত পিতা তবুও ভালো নেই এত ভালো লাগার পরিবাসী স্থানে। খুবই আন্তরিক লেখা কবিতা যে ভাবতে শেখায়। দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরী "ভালোলাগালাগির সংক্রামণ !" কবিতায় "নতুন এসেছি এই প্রদেশে চেনা নেই পথ-ঘাট, নেই পরিচিত মুখ সম্পন্ন পরিবার কিংবা দরিদ্র পথের মানুষ সংগোপনে শুধু যেন গান গায় সারাদিন চেয়ে আকাশের দিকে। এখানে কন্যা দায়গ্রস্থ কোনো পিতা নেই নেই কোনো বার বনিতা, আছে শুধু ভালোলাগালাগির সংক্রামণ !" এই অন্তরের কথাগুলো জীবন্ত অপার প্রবাসী প্রদেশে।কি দারুন উপমা উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ওঅনিন্দ্য এক কবিতা।
ReplyDeleteভাললাগালাগির সংক্রামণ কবিতায় প্রবাসের চলমান এক অচেনা বাস্তবতার দিক সুন্দর ভাবে ফুটে উঠেছে । কবির দৃষ্টিতে- এখানে নগরবাসী সবাই যেন আকণ্ঠ ভাললাগা পান করে মদির স্বপ্নে মাতাল। 'নিরানন্দ বানান পর্যন্ত জানেনা জনগণ '- অসাধারণ এই পর্যবেক্ষণ ! গোপন কারখানায় তৈরি হয় আকাঙ্খা- অনবদ্য, সাবলীল এই বর্ণনা। ভাললাগালাগির এই জীবনের অন্তরালে লুকিয়ে থাকে অনুচ্চারিত কিছু ভালো না লাগা শব্দাবলী । কবির দৃষ্টির তীক্ষ্ণতায় তা যেন এক ভিন্ন সচেতনতায় উচ্চারিত এখানে- যেন নেই কোন বার বনিতা, নেই কন্যা দায়গ্রস্থ পিতা! ধন্যবাদ কবিকে! শুভকামনা নিরন্তর!
ReplyDeleteভালোলাগালাগির সংক্রামণ ! চমত্কার লাগলো। কবিকে সাধুবাদ।
ReplyDeleteএখানে কন্যা দায়গ্রস্থ কোনো পিতা নেই
ReplyDeleteনেই কোনো বার বনিতা,
আছে শুধু ভালোলাগালাগির সংক্রামণ !
কি সুন্দর কথা।
কবিকে অভনন্দন
এখানেই সেই গোপন তল্লাট-
ReplyDeleteগোপন কারখানা যেখানে তৈরী হয় আকাঙ্খা
সমুদ্রের ওই ওপাড়ে রপ্তানী হয় কারখানার তাবৎ উৎপাদন !
এমন করে এমন কথা শুধু শুনিকেত চৌধুরী বলতে পারেন।
কবিকে অনেক ভালোবাসা
নতুন এসেছি এই প্রদেশে চেনা নেই পথ-ঘাট, নেই পরিচিত মুখ
ReplyDeleteসম্পন্ন পরিবার কিংবা দরিদ্র পথের মানুষ সংগোপনে শুধু যেন
গান গায় সারাদিন চেয়ে আকাশের দিকে।
আ হা মন জুড়িয়ে গেল।
কবিকে অনেক অনেক অভিনন্দন ,সাধুবাদ আর আন্তরিক ভালোবাসা
ভালোলাগালাগির সংক্রামণ ! কবিতাটি ছোট ,কিন্তু ভীষণ ভাবে মনকে নাড়া দেয়।
ReplyDeleteক্ৰিকে অনেক আন্তরিক শুভেচ্ছা
নতুন এসেছি এই প্রদেশে চেনা নেই পথ-ঘাট, নেই পরিচিত মুখ
ReplyDeleteসম্পন্ন পরিবার কিংবা দরিদ্র পথের মানুষ সংগোপনে শুধু যেন
গান গায় সারাদিন চেয়ে আকাশের দিকে।
আমরাও তাকিয়ে থাকি কবে আসবে শুনিকেত চৌধুরির মনো মুঘ্ধকর কবিতা।
কবিকে প্রানঢালা স্বেচ্ছা