আমরা সকলে মিলে !
http://www.alokrekha.com
- আশরাফ আলী।
আমরা সকলে মিলে চলো যাই চলে যাই দিগন্তের ওই পাড়ে
দেখে আসি আলোদের বাড়ী-ঘর ! বসে থাকি নয়ন মেলে
চক্ষু যারে দেখিবারে নাহি পায় ! খুলে দেই জানালা যত
জং ধরা কবাট সকল! কতকাল হয়নি হাঁটা রেখে হাতে হাত
ভুলে গেছি যেন মায়ের আঁচল আর কপালে মায়ের চুমু।
আজিকার দিন শেষে হোমাগ্নি জ্বেলে
দীপ্ত হোক অন্তরাত্মা, আপ্লুত করুক ভালোলাগা
উবে যাক অমানিশা ! সূর্য্যস্নান শেষে ঘরে ঘরে ফিরে
শুরু হোক অভিষেক উৎসবের !
শুরু হোক নতুন করে পথ চলা!
http://www.alokrekha.com
কবি আশরাফ আলী' ধীরে ধীরে আমাদের প্রাণের কাছাকাছি এসেছেন তার কবিতার মাধ্যমে। বিশেষ করে " আমরা সকলে মিলে !" এক ভিন্ন মাত্রা দান করেছে। অতি সাধারণের মাধ্যমে অসাধারণ করে তার লেখায়। আমাদের প্রিয় কবিদের তালিকায় কবি আশরাফ আলী পরিগণিত। অনেক অনেক শুভেচ্ছা কবি ও আলোকরেখা অনেক ধন্যবাদ এমন একজন কবিকে উপহার দেবার জন্য।
ReplyDeleteকি বিষয় বস্তু, কি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য।আলোকরেখাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি আশরাফ আলীর কবিতা প্রকাশ করে পড়ার সুযোগ করে দেবার জন্য ! কবিতা অপূর্ব কবিতা ! প্রশংসাবাদী কবিতা ! অপূর্ব। । সুন্দর ! একটা চমৎকার কবিতা ।তার সব কবিতাই দারুন ! জীবনের এমন ভাবনা, প্রতিফলন ও তার ।যেমন ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteআলোকরেখা একটি নির্ধর্মীয় নির্বিচ্ছিন্ন পরিষ্কার সাহিত্য ওয়েব সাইট। দোয়া করে একটাকে ধর্মীয় ও রাজনৌতিক বেড়াজালে কলুষিত করবেন না।
ReplyDeleteআমরা সকলে মিলে চলো যাই চলে যাই দিগন্তের ওই পাড়ে, দেখে আসি আলোদের বাড়ী-ঘর ! বসে থাকি নয়ন মেলে !---কবিতার শুরুতে এই আহাবান স্বতঃস্ফূর্ত, সুন্দর। আশরাফ আলির এই কবিতার ভাব ভাষা চমৎকার, সাবলীল এবং ছন্দোবদ্ধ । নতুন করে পথ চলার এই অঙ্গীকার সূর্যস্নানে দীপ্ত, আলোকিত ! ধন্যবাদ কবিকে! আলকরেখা আলোকময় হোক, নিষ্কলুষ থাকুক!
ReplyDeleteসাধারণ সহজ ভাষায় লেখা অসাধারণ কবিতাই একজন দক্ষ কবির প্রকাশ। কবি আশরাফ আলী'র " আমরা সকলে মিলে !" আশাবাদের কাঙ্ক্ষিত লেখা। কবিকে অনেক অনেক শুভেচ্ছা.
ReplyDeleteকবি আশরাফ আলী'র " আমরা সকলে মিলে !" আশাবাদের কবিতা।" আজিকার দিন শেষে হোমাগ্নি জ্বেলে দীপ্ত হোক অন্তরাত্মা, আপ্লুত করুক ভালোলাগা উবে যাক অমানিশা ! সূর্য্যস্নান শেষে ঘরে ঘরে ফিরে শুরু হোক অভিষেক উৎসবের !শুরু হোক নতুন করে পথ চলা!" এই কথাগুলির মাঝে পাই আশা বোধের মৌলিক উপাদান। অনেকঅনেক ভালো লাগার কবিতা।
ReplyDelete