অপ্রকাশের বন্ধ দ্বারে
অনীত রায়
চেয়ে থাকি অনিমেষ
তোমার চোখের দিকে
অপলক চেয়ে দেখি
কী যে দেখি জানি আমি
জানে সমুদ্রগভীর তোমার আকাশপট
তার তল খুঁজে পাই
সাধ্যাতীত এ সন্ধান
তোমাকে দেখেছি গতকাল
ইন্দ্রচোখ কামনায়
তুমি ছিলে মূর্তিমতী আকাঙ্ক্ষিত আফ্রোদিতি
ঠোঁটে ছিল বাসনা মদিরা
বাইরের কোন রং নেই তাতে
তবু কী অসীম স্বভাবজ রং
খেলেছিল প্রভাময়ী ঠোঁটে
সাধ হয়েছিল
চুমোয় চুমোয় আলপনা আঁকি
মেঘকড়ি ওই বিমল আশ্রয়ে
আলপনা এঁকে যাই
ও সোনার উঠোনেতে
তুলি টানি ওই চাঁদ বুকে
আজ তুমি বিরোধাভাস প্রতিমা
কেন তুমি তোমার ও মুখ
ভাসালে বিষাদ নীলে
মুখে নিলে পূরবীর ঘ্রাণ
কত কথা বলি মনে হয়
অপ্রকাশ থেকে যায়
বন্ধ দ্বারে মাথা কুটি
http://www.alokrekha.com
চমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার এক প্রেমের কবিতা। কাব্যিক ছন্দোবদ্ধ দারুন প্রেমের আকুতি ।"তুমি ছিলে মূর্তিমতী আকাঙ্ক্ষিত আফ্রোদিতি ঠোঁটে ছিল বাসনা মদিরা বাইরের কোন রং নেই তাতে তবু কী অসীম স্বভাবজ রংখেলেছিল প্রভাময়ী ঠোঁটে" ভালোবাসার কি অকিঞ্চন সাধ। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteকবি অনীত রায় প্রেমের ও জীবনবোধের কবি। অনন্য তার কবিতা। অপ্রকাশের বন্ধ দ্বারে! কবিতাটা হৃদয়ে অনুরণন ঘটায়। ভালোবাসায় পাওয়া না পাওয়া " সাধ হয়েছিলচুমোয় চুমোয় আলপনা আঁকি মেঘকড়ি ওই বিমল আশ্রয়ে আলপনা এঁকে যাই কত কথা বলি মনে হয়
ReplyDeleteঅপ্রকাশ থেকে যায় বন্ধ দ্বারে মাথা কুটি " সকলকিছু কবির জীবনের সঞ্চয় তার জীবনের ভাব বোধ। খুব ভালো লাগলো কবিতাটা পোড়ে। ভালোবাসা কবি।
তুমি ছিলে মূর্তিমতী আকাঙ্ক্ষিত আফ্রোদিতি
ReplyDeleteঠোঁটে ছিল বাসনা মদিরা
বাইরের কোন রং নেই তাতে
তবু কী অসীম স্বভাবজ রং ...অসাধারণ অভিব্যাক্তি ! ভাব, ভাষা আর ছন্দের অলংকারে অনবদ্য কবিতা। ধন্যবাদ কবিকে !