আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও অপ্রকাশের বন্ধ দ্বারে ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    অপ্রকাশের বন্ধ দ্বারে












    অপ্রকাশের বন্ধ দ্বারে
       
    অনীত রায়

    চেয়ে থাকি অনিমেষ
    তোমার চোখের দিকে
    অপলক চেয়ে দেখি
    কী যে দেখি জানি আমি
    আরো বেশি জানো তুমি গভীর হৃদয়
    জানে সমুদ্রগভীর তোমার আকাশপট
    তার তল খুঁজে পাই
    সাধ্যাতীত সন্ধান

    তোমাকে দেখেছি গতকাল
    ইন্দ্রচোখ কামনায়
    তুমি ছিলে মূর্তিমতী আকাঙ্ক্ষিত আফ্রোদিতি
    ঠোঁটে ছিল বাসনা মদিরা
    বাইরের কোন রং নেই তাতে
    তবু কী অসীম স্বভাবজ রং
    খেলেছিল প্রভাময়ী ঠোঁটে
    সাধ হয়েছিল
    চুমোয় চুমোয় আলপনা আঁকি
    মেঘকড়ি ওই বিমল আশ্রয়ে
    আলপনা এঁকে যাই
    সোনার উঠোনেতে
    তুলি টানি ওই চাঁদ বুকে
    আজ তুমি বিরোধাভাস প্রতিমা
    কেন তুমি তোমার মুখ
    ভাসালে বিষাদ নীলে
    মুখে নিলে পূরবীর ঘ্রাণ
    কত কথা বলি মনে হয়
    অপ্রকাশ থেকে যায়
    বন্ধ দ্বারে মাথা কুটি

     http://www.alokrekha.com

    3 comments:

    1. কেরামত মাওলাApril 7, 2018 at 2:40 PM

      চমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার এক প্রেমের কবিতা। কাব্যিক ছন্দোবদ্ধ দারুন প্রেমের আকুতি ।"তুমি ছিলে মূর্তিমতী আকাঙ্ক্ষিত আফ্রোদিতি ঠোঁটে ছিল বাসনা মদিরা বাইরের কোন রং নেই তাতে তবু কী অসীম স্বভাবজ রংখেলেছিল প্রভাময়ী ঠোঁটে" ভালোবাসার কি অকিঞ্চন সাধ। অনেক শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    2. কামরুজ্জামান হীরাApril 7, 2018 at 3:41 PM

      কবি অনীত রায় প্রেমের ও জীবনবোধের কবি। অনন্য তার কবিতা। অপ্রকাশের বন্ধ দ্বারে! কবিতাটা হৃদয়ে অনুরণন ঘটায়। ভালোবাসায় পাওয়া না পাওয়া " সাধ হয়েছিলচুমোয় চুমোয় আলপনা আঁকি মেঘকড়ি ওই বিমল আশ্রয়ে আলপনা এঁকে যাই কত কথা বলি মনে হয়
      অপ্রকাশ থেকে যায় বন্ধ দ্বারে মাথা কুটি " সকলকিছু কবির জীবনের সঞ্চয় তার জীবনের ভাব বোধ। খুব ভালো লাগলো কবিতাটা পোড়ে। ভালোবাসা কবি।

      ReplyDelete
    3. ঋতু মীরApril 8, 2018 at 3:12 PM

      তুমি ছিলে মূর্তিমতী আকাঙ্ক্ষিত আফ্রোদিতি
      ঠোঁটে ছিল বাসনা মদিরা
      বাইরের কোন রং নেই তাতে
      তবু কী অসীম স্বভাবজ রং ...অসাধারণ অভিব্যাক্তি ! ভাব, ভাষা আর ছন্দের অলংকারে অনবদ্য কবিতা। ধন্যবাদ কবিকে !

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ