এখনও অবয়বে বিদ্যুৎ চমক
চলমান জলসা জৌলুস
তাইকি প্রগল্ভ নারীর তড়িৎ মগ্নতা
?
তবুও আমার বাতিঘর
স্থায়ী বন্দর
আমার নিজস্ব নারী
ভালোবাসার প্রধান কার্যালয়
নিজবাসভূম নিজস্ব বাড়ি
পাখা মেলে আজও উড়ি
অচেনা আকাশে
হয়তো কিছুটা রোমাঞ্চ জাগে
কিছুটা পালক ঝরে
বেলা শেষের সোনালী রোদ্দুর
বলো এর চেয়ে বেশি যাবো আর কদ্দুর ?
চমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা ।কাব্যিক ছন্দোবদ্ধ দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDelete