মগ্ন চৈতন্য
http://www.alokrekha.com
-
সুনিকেত চৌধুরী
অন্যপূর্ণার অর্পিত বিশ্বাসকে
সম্বল করে
হয়েছিলো যাত্রা শুরু - সেই থেকে
পথচলা !
শীতের বিকেল, হেমন্তের
সন্ধ্যা আর শরতের দুপুরে
উদ্বেলিত হৃদয়ের উথাল-পাথাল
ক্ষণে, আপদে-বিপদে!
এখন কোথায় যাবে ভাবনাহীন
অন্তরাত্মা আমার
স্বকীয়তার সাযুজ্যে সমুজ্জ্বল
আলোকবর্তিকা
প্রশান্তির প্রলেপ দেয় প্রতিদিন, পৌঁছে দেয়
বারতা
ভয় নেই - আমি আছি সাথে তোমার!
http://www.alokrekha.com
কবি সুনিকেতের উদ্বেলিত হৃদয়ের উথাল-পাথাল ক্ষণে, আপদে-বিপদে! অন্যপূর্নার আশীর্বাদে প্রশান্তির প্রলেপ দেয় প্রতিদিন, পৌঁছে দেয় বারতা ভয় নেই - আমি আছি সাথে তোমার! কি দারুন বিশ্বাস আর আশাবাদের আবাহন। চমৎকার রচনা ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা ।কাব্যিক ছন্দোবদ্ধ দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteকবি সুনিকেতের মগ্ন চৈতন্য দারুন কবিতা ও অভিব্যক্তি। অন্যপূর্ণার বিশ্বাসকে সম্বল করে কবির পথ চলা ।উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ "ভাবনাহীন অন্তরাত্মা আমার স্বকীয়তার সাযুজ্যে সমুজ্জ্বল আলোকবর্তিকা প্রশান্তির প্রলেপ দেয় প্রতিদিন, পৌঁছে দেয় বারতা ভয় নেই - আমি আছি সাথে তোমার!"অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। আলোকরেখাকে ও কবি সুনিকেত চৌধরী অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteকবি- সুনিকেত চৌধুরী ! আমরা অপেক্ষায় থাকি আপনার কবিতার জন্য।কবি সুনিকেতের চৌধুরীর মগ্ন চৈতন্য " -এ জন্য আলোকরেখাকে সাধুবাদ জানাই। বরাবর-ই কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব,আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকবি সুনিকেতের চৌধুরীর মগ্ন চৈতন্য নতুন দিনের কবিতা ।অপূর্ব ভাব ও দারুন অনবদ্য কবিতা বরাবরের মতই!আবাহন অন্যপূর্ণার অর্পিত বিশ্বাস !প্রশান্তির প্রলেপ দেয় প্রতিদিন, পৌঁছে দেয় বারতা ভয় নেই - আমি আছি সাথে তোমার! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDelete