স্বপ্ন
হাফিজ ইফতেখার
একটু আগে শেষ বাসটা ছেড়ে গেল
আমি একা বাস স্টান্ডে দাঁড়িয়ে ।
ফিরে যাওয়ার কথা ভাবছি না
ফিরে যাওয়ার পথটাও অন্ধকার।
ক্ষণেক আগে এলে কি দেখা হতো তোমার সাথে ?
ওই বাসে!! ওই পথে।
এ যে স্বপ্ন, আর শুধু স্বপ্নই সত্য হয়
শেষ পর্যন্ত স্বপ্নই আমার সঙ্গী হয়ে রয়।
তাই এখন স্বপ্নের সাথে পাখা মেলে
উড়ে বেড়াবার পালা
এক সপ্ন থেকে আর এক সপ্নে ।
http://www.alokrekha.com
সাবলীল সুন্দর একটা চমৎকার কবিতা ! জীবনের ছোট্ট ভাবনা ও তার ।, প্রতিফলন অনিন্দ্য এক কবিতা। ভালো লাগলো । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteছোট্ট মার্জিত অনবদ্য এক খানা কবিতা । পড়তে ভাল লাগলো ।
ReplyDelete