আমাদের
মালা বদলের দিন।
- সুনিকেত
চৌধুরী।
মিতা
আমার! কোন ফুলের মালা নেবে তুমি মালাবদলের দিনে ?
সেদিন
কি বর্ষাকাল? নাকি গ্রীষ্মের আলোআঁধারী সন্ধ্যার পার্ক?
সাজানো
মঞ্চ? নাকি পিকনিক টেবিলের বেদী?
অবাক
বিস্ময়ে তাকিয়ে থাকা নাকি এই প্রথম স্বর্গ
সুখ
এমনি
করে এই আমার প্রথম
পাওয়া!
তারপরে
গত যদি হয় অনন্তকাল ওই
কাল ওই ক্ষণ
স্থির
মহাকালে মহা মহিমায়!
আমাদের
সেই স্বর্গসুখের সন্ধ্যা,
http://www.alokrekha.com
বহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর লেখা পেলাম। আমাদের অধীর উন্মুখ অপেক্ষার অবসান হল। খুবই ভালো লাগলো কবিতাটা। বিশেষ করে তার মালা বদলের দিনটি আমাদের সাথে ভাগ করার জন্য। .অনেক ভালো থাকবেন কবি। অনেক ধন্যবাদ আলোকরেখা।
ReplyDeleteবহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর লেখা পেলাম তও কবির মালা বদলের দিনে। "তারপরে গত যদি হয় অনন্তকাল ওই কাল ওই ক্ষণস্থির মহাকালে মহা মহিমায় আমাদের সেই স্বর্গসুখের সন্ধ্যা,আমাদের সেই মালা বদলের দিন!" ওরম অব্যয় অক্ষয় হোক গুরু তোমার মালা বদলের দিন। অনেক শুভ কামনা আজকের এই দিনে।
ReplyDeleteআমাদের মালা বদলের দিন, অনেকদিন পর কবি সুনিকেতের কবিতা পড়লাম।
ReplyDeleteচমত্কার লাগলো। কবিকে সাধুবাদ ও অভিনন্দন
আমাদের সেই স্বর্গসুখের সন্ধ্যা,
ReplyDeleteআমাদের সেই মালা বদলের দিন!
কি সুন্দর কথা ,
অনেক ভালো লাগলো
কবিকে অনেক ভালোবাসা আর অভিনন্দন
অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা নাকি এই প্রথম স্বর্গ সুখ
ReplyDeleteএমনি করে এই আমার প্রথম পাওয়া!
এমন করে এমন কথা শুধু কবি সুনিকেত বলতে পারেন ,
কবিকে অনেক ভালবাসা
"আমাদের মালা বদলের দিন।"
ReplyDeleteদারুন অনুভূতি বার বার পড়তে ইচ্ছে করে।
অধীর অপেক্ষায় বসে ছিলাম কবি সুনিকেতের কবিতার জন্ন।
কবিকে অনেক শুভেচ্ছা
আমাদের মালা বদলের দিন।
ছোট কবিতা। কিন্তু সুন্দর সাবলীল ভাষা।
উপভোগ্য , খুব ভালো লাগলো পড়ে।
কবি আর আলোকরেখাকে অনেক
ধন্নবাদ আর শুভেচ্ছা
মিষ্টি আমেজে মন ছুঁয়ে গেল 'আমাদের মালা বদলের দিন'! এক অদ্ভুত ভাল লাগায় আচ্ছন্ন হয়ে যাওয়া মন! তীব্র আকর্ষণী এক অসাধারন ক্ষমতা কবিতার ছন্দে, ভাবে। সেই সাথে আরও একটু পড়ার জন্য এক তৃষ্ণা! ধন্যবাদ কবি! ধন্যবাদ আলকরেখা!
ReplyDelete