আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আমাদের মালা বদলের দিন ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আমাদের মালা বদলের দিন

    আমাদের মালা বদলের দিন।
    - সুনিকেত চৌধুরী।

    মিতা আমার! কোন ফুলের মালা নেবে তুমি মালাবদলের দিনে ?
    সেদিন কি বর্ষাকাল? নাকি গ্রীষ্মের আলোআঁধারী সন্ধ্যার পার্ক?
    সাজানো মঞ্চ? নাকি পিকনিক টেবিলের বেদী?
    অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা নাকি এই প্রথম স্বর্গ সুখ
    এমনি করে এই আমার প্রথম পাওয়া!

    তারপরে গত যদি হয় অনন্তকাল ওই কাল ওই ক্ষণ
    স্থির মহাকালে মহা মহিমায়!
    আমাদের সেই স্বর্গসুখের সন্ধ্যা,
    আমাদের সেই মালা বদলের দিন!


     http://www.alokrekha.com

    8 comments:

    1. কামরুজ্জামান হীরাMay 17, 2018 at 6:52 PM

      বহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর লেখা পেলাম। আমাদের অধীর উন্মুখ অপেক্ষার অবসান হল। খুবই ভালো লাগলো কবিতাটা। বিশেষ করে তার মালা বদলের দিনটি আমাদের সাথে ভাগ করার জন্য। .অনেক ভালো থাকবেন কবি। অনেক ধন্যবাদ আলোকরেখা।

      ReplyDelete
    2. মৃন্ময়ীMay 17, 2018 at 7:03 PM

      বহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর লেখা পেলাম তও কবির মালা বদলের দিনে। "তারপরে গত যদি হয় অনন্তকাল ওই কাল ওই ক্ষণস্থির মহাকালে মহা মহিমায় আমাদের সেই স্বর্গসুখের সন্ধ্যা,আমাদের সেই মালা বদলের দিন!" ওরম অব্যয় অক্ষয় হোক গুরু তোমার মালা বদলের দিন। অনেক শুভ কামনা আজকের এই দিনে।

      ReplyDelete
    3. দীননাথ বসু , মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজMay 17, 2018 at 7:48 PM

      আমাদের মালা বদলের দিন, অনেকদিন পর কবি সুনিকেতের কবিতা পড়লাম।
      চমত্কার লাগলো। কবিকে সাধুবাদ ও অভিনন্দন

      ReplyDelete
    4. নিলুফার হুদাMay 17, 2018 at 9:36 PM

      আমাদের সেই স্বর্গসুখের সন্ধ্যা,
      আমাদের সেই মালা বদলের দিন!
      কি সুন্দর কথা ,
      অনেক ভালো লাগলো
      কবিকে অনেক ভালোবাসা আর অভিনন্দন

      ReplyDelete
    5. রাজিয়া মজিদMay 17, 2018 at 9:43 PM

      অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা নাকি এই প্রথম স্বর্গ সুখ
      এমনি করে এই আমার প্রথম পাওয়া!
      এমন করে এমন কথা শুধু কবি সুনিকেত বলতে পারেন ,
      কবিকে অনেক ভালবাসা

      ReplyDelete
    6. মেহ্জাবীন রাশিদMay 17, 2018 at 9:53 PM

      "আমাদের মালা বদলের দিন।"
      দারুন অনুভূতি বার বার পড়তে ইচ্ছে করে।
      অধীর অপেক্ষায় বসে ছিলাম কবি সুনিকেতের কবিতার জন্ন।
      কবিকে অনেক শুভেচ্ছা

      ReplyDelete
    7. আশরাফ হোসাইন সিরাজী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্দালয়May 17, 2018 at 10:08 PM


      আমাদের মালা বদলের দিন।
      ছোট কবিতা। কিন্তু সুন্দর সাবলীল ভাষা।
      উপভোগ্য , খুব ভালো লাগলো পড়ে।
      কবি আর আলোকরেখাকে অনেক
      ধন্নবাদ আর শুভেচ্ছা

      ReplyDelete
    8. ঋতু মীরMay 18, 2018 at 12:17 AM

      মিষ্টি আমেজে মন ছুঁয়ে গেল 'আমাদের মালা বদলের দিন'! এক অদ্ভুত ভাল লাগায় আচ্ছন্ন হয়ে যাওয়া মন! তীব্র আকর্ষণী এক অসাধারন ক্ষমতা কবিতার ছন্দে, ভাবে। সেই সাথে আরও একটু পড়ার জন্য এক তৃষ্ণা! ধন্যবাদ কবি! ধন্যবাদ আলকরেখা!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ