অনুর ভিতর পরমাণু
মেহরাব রহমান
অন্ধকার......................
মন্দ বাতাস.........................
বন্ধ খিড়কিতে কে কড়া নাড়ে?
কী করুণ ভিজছি ভেজা বর্ষায়; চিমনির
কালো ধোঁয়ায়
ভাঙাভাঙা ভঙ্গুর গান বাজে l
ভোরের যমুনায়
ছেঁড়াপাল বিপন্ন নৌকো; ডুবন্ত
মাঝির শেষ ক্রন্দন l
এরপর পূর্ণিমার পূর্ণ প্লাবনে
হয়তো আনন্দ ঝঙ্কার; সুখং সুন্দরম
বাজনা বাজে l
রহেনা------ থাকেনা কিছুই এইসব l
উত্তর রমণীর জমার খাতায়,
উত্তর পুরুষের বুক পকেটে
থেকে যায় কিছুকিছু
জলরং জলছবি lhttp://www.alokrekha.com
কবি-মেহরাব রহমান আমরা অপেক্ষায় থাকি আপনার কবিতার জন্য। অনুর ভিতর পরমাণু কবিতার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও আলোকরেখাকে সাধুবাদ জানাই এমন উচ্চ মার্গের কবির কবিতা পড়ার সুযোগ করে দেবার জন্য। বরাবর-ই কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব,আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteউত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।
ReplyDeleteঅনুর ভিতর পরমাণু, মেহরাব রহমান ,চমত্কার ভাবনা,দারুন ভাষা ,সুন্দর কবিতা ,খুব ভালো লাগলো। কবিকে অনেক অভনন্দন ,সাধুবাদ ,শুভেচ্ছা আর ভালোবাসা। আলোকরেখাকেও জানাই অনেক ধন্নবাদ এমন গুণী কবিকে আমাদের মাঝে আনার জন্য
ReplyDeleteঅনুর ভিতর পরমাণু, অপূর্ব লাগলো কবিতাটি , কবি মেহরাব রহমানকে এক রাশ আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। অনেক ভাল থাকবেন আরো ভাল ভাল লেখা লিখে আমাদের পড়ার সুযোগ দেবেন এই কামনা করি। ”
ReplyDeleteঅনুর ভিতর পরমাণু। লেখাটি মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি , বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবি মেহরাব রোকমানকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
ReplyDeleteঅনুর ভিতর পরমাণু, মেহরাব রহমান। অসাধারণ এক কবিতা। সুন্দর আমেজে মন ছুঁয়ে গেল। দারুন ভাবনার প্রতিফলন। অপরূপ ভাষা। অনিন্দ্য এক কবিতা। ভালো লাগলো । অনেক ভালোবাসা কবি।”
ReplyDeleteঅনুর ভিতর পরমাণু। অপূর্ব শব্দশৈলী চমত্কার অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমত্কার সৃষ্ট কাব্ব । কবিকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সামনে আরো এমন কবিতার আশায় রইলাম
ReplyDelete'ভাঙাভাঙা ভঙ্গুর গান বাজে
ReplyDeleteভোরের যমুনায়
ছেঁড়াপাল বিপন্ন নৌকো; ডুবন্ত
মাঝির শেষ ক্রন্দন' - কবিতার ভাব, ভাষা ছন্দ অনবদ্য । বিপন্ন মন, চেতনা, সময়ও এখন বিপন্নতার দুয়ারে । সুখ, আনন্দ ফুরায়, শুধু রেখে যায় সুখানুভুতির জলছবি। ভাবনার প্রতিফলনে বিষণ্ণতা আর বিদায়ের দীর্ঘশ্বাস ! ধন্যবাদ কবিকে!