আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও তারাদের সাথে আলাপন।- সুনিকেত চৌধুরী। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    তারাদের সাথে আলাপন।- সুনিকেত চৌধুরী।

    তারাদের সাথে আলাপন।
    - সুনিকেত চৌধুরী। 

    গতরাত সারারাত কথা হলো তারাদের সাথে
    মিটিমিটি তারাগুলো হেসে কুটিকুটি
    সবিতার তরে মন পোড়ে শুনে !
    এই বুঝি ভালোবাসা তোমাদের পৃথিবীতে -
    পোড়ে যদি হৃদয়ের তন্ত্রী ভালোবাসা তবে করেনি মহান
    অবারিত বারিধারা সম প্রবাহিত না হয় যদি ভালোবাসা তোমার
    পাওয়া নিয়ে হিসেবের হালখাতা কর তবে এইক্ষণে
    কলমের আঁচড়ের শেষ বিন্দুতে এসে এঁকে দাও যতি চিহ্ন।
     
    ভালোবাসা ছেড়ে গিয়ে ওঠ ভালো একটা বাসায়
    সাজাও লিভিং রুম অতিকায় টিভি
    আর ক্রিস্টাল সদৃশ প্লাস্টিক এর ঝালর দিয়ে
    বাজাও উচ্চগ্রামে চটকা গান মুখে দিয়ে পান অথবা চুইং গাম। 
    ভালোবেসে যদি খুলে দিতে পারো নাই হৃদয়ের সবক'টি দ্বার
    স্বত্বভোগীর লালসার ছিটে-ফোঁটা এখনো মনের গহীনে
    তবে আজ রাতেই শেষ বার তোমার-তোমাদের সাথে
    আমাদের তারাদের এই আলাপন!

     http://www.alokrekha.com

    7 comments:

    1. শিরিন মুস্তাফাMay 26, 2018 at 10:01 PM

      তারাদের সাথে আলাপন। " ভালোবেসে যদি খুলে দিতে পারো নাই হৃদয়ের সবক'টি দ্বার
      স্বত্বভোগীর লালসার ছিটে-ফোঁটা এখনো মনের গহীনে
      তবে আজ রাতেই শেষ বার তোমার-তোমাদের সাথে
      আমাদের তারাদের এই আলাপন"
      কি সুন্দর কথা। কবি সুনিকেতের কাছে কেবল পাই এমন কথা।
      কবিকে অনেক ভালোবাসা

      ReplyDelete
    2. নাবিলা হকMay 26, 2018 at 10:12 PM

      অধীর অপেক্ষায়ে বসে ছিলাম কবি সুনিকেতের কবিতার জন্ন। তারপর এলো "তারাদের সাথে আলাপন" ,পড়ে মনটা ভোরে গেল। কবিকে অনেক শুভেচ্ছা আর ধন্নবাদ।

      ReplyDelete
    3. শেফালী মজুমদারMay 26, 2018 at 10:28 PM

      তারাদের সাথে আলাপন।
      "গতরাত সারারাত কথা হলো তারাদের সাথে
      মিটিমিটি তারাগুলো হেসে কুটিকুটি
      সবিতার তরে মন পোড়ে শুনে "
      আমারও ইচ্ছে হয় তারাদের সাথে কথা বলি।
      খুব ভালো লাগ্লো পড়ে।
      অনিন্দ্য এক কবিতা। ভালো লাগলো ।
      অনেক ভালোবাসা কবি।””

      ReplyDelete
    4. মেহেরাফরোজMay 26, 2018 at 10:36 PM

      তারাদের সাথে আলাপন।
      - সুনিকেত চৌধুরী।
      অপূর্ব শব্দশৈলী চমত্কার অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ।
      উত্কৃষ্ট ও চমত্কার সৃষ্ট কাব্ব।
      শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। ”
      ধন্যবাদ কবি! ধন্যবাদ আলকরেখা! ”

      ReplyDelete
    5. এনামুর রহমানMay 26, 2018 at 10:52 PM

      “তারাদের সাথে আলাপন।- সুনিকেত চৌধুরী
      অবাক বিস্ময়ে আর মুঘ্ধ হয়ে অপরূপ
      অসাধার কবিতাটি পড়লাম।
      ইচ্ছে হয় বার বার পড়ি।
      কি গভীর সুন্দর ভাবনা
      আর তার অপরূপ প্রকাশ।
      কবি সুনিকেতকে জানাই অনেক অনেক
      ভালোবাসা আর শুভেচ্ছা

      ReplyDelete
    6. শাহরিয়ার কবিরMay 27, 2018 at 3:53 PM

      " তারাদের সাথে আলাপন। "
      দারুন অনুভূতি বার বার পড়তে ইচ্ছে করে।
      অসাধারণ ভাবনার প্রতিফলন। অপরূপ ভাষা।
      অধীর অপেক্ষায় বসে ছিলাম কবি সুনিকেতের কবিতার জন্ন।
      কবিকে অনেক শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন।
      আলোকরেখার কাছে আমাদের বিনীত নিবেদন
      এই রকমের আরো লেখা প্রকাশ করার জন্য। ”

      ReplyDelete
    7. ঋতু মীরMay 27, 2018 at 11:46 PM

      তারাদের সাথে কবির আলাপনের সংলাপ অসাধারণ এক ভাললাগার অনুভুতি তৈরি করে। সুখপাঠ্য এই কবিতার প্রতি ছন্দে, পংতিতেই ভালবাসার প্রতি কবির নিঃশ্বাস- বিশ্বাসের গভীর অনুরণন । তারাদের সাথে সাবলীল কথোপকথন এবং সেই সাথে ‘ভালবাসা’ শব্দের গভীরতর অর্থে পৌঁছে পাঠককে আপ্লূত করে রাখা- সুনিকেত চৌধুরীর কবিতার এমন অনবদ্যতা এই সার্থকতা চিরন্তন। শুভকামনা কবি!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ