ছায়া
হাফিজ ইফতেখার
ছায়ার ও কি মন আছে, আছে প্রাণ
ছায়াও কি ভালোবাসে , ব্যাথা পায়
দূরে কোনো সরোবরে ছায়া পড়ে
আর ঝোড়ো হাওয়ায় তরঙ্গে তরঙ্গে
কেঁপে উঠে ছায়া ।
যেমন কেঁপে ওঠে উর্বশী প্রেমিকার হৃদয়
আচমকা প্রেমিকের ছোঁয়া- এ ।
ছায়ার আজন্ম লালিত আক্ষেপ
সে আপন অস্তিত্বহীন অন্যের প্রতিছবি।
http://www.alokrekha.com
উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য। ছায়ার আমাদের নিত্যক্ষনের সঙ্গী কিন্তু তার প্রান তার চাওয়া পাওয়া নিয়ে কি আমারা কখন ভাবি।কবি দারুন ভাবে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন ।কবিকে অনেক শুভেচ্ছা ।
ReplyDeleteদারুন কবিতা ও অভিব্যক্তি। উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।
ReplyDeleteছায়ার নিজস্ব চিন্তা চেতনা নিয়ে লেখা হৃদয় আন্দলিত করেছ।উর্বশী প্রেমিকার হৃদয়
ReplyDeleteআচমকা মনে হয় প্রেমিকার ছোঁয়া-ছায়ার আজন্ম লালিত আক্ষেপ সে আপন অস্তিত্বহীন অন্যের প্রতিছবি কবিতার অনুপ্রান ।
কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন, ভাবা,জ্ঞান, আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা
ReplyDelete