নীলিমার প্রার্থনা !
http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী।
আকাশের মেঘেদের সভাস্থলে সপ্রতিভ সুকুমার
চেয়ে চেয়ে দেখে সর্বস্ব হারানো নীলের অসীমতা,
আর মেঘেদের জানালার ফাঁকে ফাঁকে
তার চেয়ে থাকা সারাদিন ক্লান্তিহীন !
আবেদন এক সাগর বৃষ্টির - নাকি চোখের জল?
বেদনার রং তাই বুঝি নীল!
শূন্য বিরোধীতায় সম্মতি সব মেঘেদের -
আমরা সবাই মিলে করে দেব কালো
আকাশের সব ক'টা কোণ,
আঁতাত হবে বাতাসের সাথে
সরবরাহ হবে বৈশাখী ঝড়!
তারপরে লঙ্কাকান্ড ঘটিয়ে দেয়া হবে
ভাঙিয়ে দেয়া হবে ঘুম
নিলাদ্রীর সুকোমল হৃদয়ে ব্যাথা দেয়া সেই কুম্ভকর্ণের !
http://www.alokrekha.com
কি দারুন গভীরতা ,ভাব মনের ভেতর অতল তলে অনুরণ সৃষ্টি করে। কত বার যে কবিতাটা পড়ালাম। কবি সুনিকেত চৌধুরী যেন আমার মনের কথাই বলছেন। অনেক ভালোবাসা কবিকে। আলোকরেখা অনেক ধন্যবাদ এমন একজন কবিকে উপহার দেবার জন্য।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর কবিতা মানেই মনের ভেতর অনুরণ সৃষ্টি করে। বহুবার কবিতাটা পড়ালাম। কবি সুনিকেত চৌধুরী যেন আমাদের প্রেমিক হৃদয়ের কথাই বলছেন। অনেক ভালোবাসা কবিকে।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন, ভাবা,জ্ঞান, আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা।
ReplyDeleteমেঘ, আকাশ, নীলিমা , বেদনার রঙ এই সব নিয়ে কাল্পনিকতা এবং মেটাফরের ব্যাবহার সব মিলিয়ে অসাধারণ এক আবেগময় প্রকাশ ‘নীলিমার প্রাথনা'। শব্দ, বাক্যে মনকাড়া ছন্দ। কবিতার ভাবে নীলের অসীমতা, বিষণ্ণতা, নীলাদ্রির কোমল হৃদয়, আহত অভিমান এবং ভালবাসার সেই কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গানো সবটাই এক প্রাণ ছোঁয়া গল্প । শেষের পরও যার রেশ থেকে যায়। কবির কাছে বিমুগ্ধ পাঠকের প্রত্যাশা- কবিতা চাই এভাবেই! নিরন্তর শুভকামনা কবি ! !
ReplyDelete