যাত্রা
-হাফিজ ইফতেখার
আমার ভালোবাসা ছিল তীব্র প্রখর
আমার উষ্ণ প্রেমে
থেমে গিয়েছিলো
পৃথিবীর সবকটা ব্যস্ত ঘড়ির কাটা ।
তাই আজও মনের প্রান্তে
দীর্ঘ নিঃশাস হয়ে আছো তুমি,
আজও দেখি প্রতি পলকে
তোমায় প্রথম দেখা প্রতিচ্ছবি ।
আজও রয়ে গেছো
রক্তে রক্তে আঁকা
আমার হৃদয়ের প্রচ্ছদপটে
তাই আজ লক্ষ দীর্ঘ নিঃশাষকে পেছনে ফেলে
ভালোবাসার জোয়ারের জলে
আমার শেষ যাত্রা
কোনো এক অজানা নক্ষত্রের আওহ্বানে ।
http://www.alokrekha.com
খুব ভাল লাগলো কবি হাফিজ ইফতেখার- এর যাত্রা -কবিতাটা পড়ে। আলোকরেখাকে অনেক ধন্যবাদ নুতুন একজন কবির সাথে পরিচয় করাইবার জন্য।
ReplyDeleteকবি হাফিজ ইফতেখারের "যাত্রা "কবিতাটা পড়ে খুব ভাল লাগলো। দারুন কবিতা ও তার অভিব্যক্তি। উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ ও অপূর্ব বিষয় বস্তু, অনিন্দ্য এক কবিতা।
ReplyDeleteকবি হাফিজ ইফতেখারের "যাত্রা "অনিন্দ্য এক কবিতা। অপূর্ব প্রকাশ ভঙ্গি দারুন অভিব্যক্তি। বিশেশ করে শেষ পংতি "আমার শেষ যাত্রা কোনো এক অজানা নক্ষত্রের আওভানে ।" কবিতার বিশেষণ।
ReplyDeleteমন ও মননের সুগভীর অনুচিন্তন, ভাবা,জ্ঞান, আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ।
ReplyDeleteআওভান বানানটি ভুল
ReplyDeleteআশা করি কবি শুধরে নেবেন
শুধরে দেওয়ার জন্য ধন্যবাদ
Delete