নক্ষত্র থেকে নক্ষত্রে
হাফিজ ইফতেখার
ওই রাত্রির আকাশ ছিল নক্ষত্রে নক্ষত্রে ভরা
আর ছিল চারি পাশে ভীষণ স্তব্ধতা
দূরে ,অনেক দূরে ডাক হরকরার একাকী বধূর ঘরে
প্রদীপ জ্বলছিল নিভু নিভু আলোয়
তখন আমি শিশির ভেজা কুয়াশাচ্ছন্ন ভোরের অপেক্ষায়।
ঠিক তখন ,নৈঃশব্দ্যের জোয়ার ভেঙে
তোমায় একটি বার দেখার জন্যে
ধূমকেতুর মতো আকাশের বুক চিরে
ব্যাস্ত পৃথিবীকে পেছনে ফেলে
এক নক্ষত্র থেকে আর এক নক্ষত্রে
তুমি তখন অচেতন গভীর নিদ্রায়
স্বপ্ন রাজ্যে , রাজকুমারের অপেক্ষায়।
সমুদ্র সৈকতে যেমন আছড়ে পড়ে
ঢেউয়ের পরে ঢেউ অবিরাম ,
আজও বার বার হৃদয় আমার
খুঁজে বেড়ায় শুধু তোমায়
আর অন্য সবার প্রতি উদাসীন।http://www.alokrekha.com
কবির প্রেম প্রতি নিষ্ঠা ও ছুটে চলা হৃদয়ের প্রসারিত প্রকাশ এই কবিতায়। বলিষ্ঠ ভাব ও সঠিক শব্দ চয়ন কবিতাকে করেছে অনন্য।খুব ভালো লাগলো পোড়ে। কবিকে অনেক শুভেচ্ছা।
ReplyDeleteকবি হাফিজ ইফতেখার নক্ষত্র থেকে নক্ষত্রে.......প্রেমের গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছেন । বিষয় বস্তু, চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকবি হাফিজ ইফতেখার-এর নক্ষত্র থেকে নক্ষত্রে........ পড়ে মনটা ভোরে গেল -এখানেই কবির সার্থকতা। কি ভাষায় প্রকাশ- শব্দ ও ভাবের সাথে মনকাড়া এক কবিতা কি করে লেখেন কবি এমন কবিতা ? অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
ReplyDeleteকবি হাফিজ ইফতেখার-এর নক্ষত্র থেকে নক্ষত্রে...চমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা ।কাব্যিক ছন্দোবদ্ধ দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি।.
ReplyDelete