সুবর্ণ রেখা।
-হাফিজ ইফতেখার
পূর্ণিমার আলো মাখা
রাতের শেষে
পৌষের নুতন ধানের গন্ধ মাখা
সোনালী সকালে
নুতন পুরোনো, জীবনের
সব গুলো প্রত্যাশা
আর স্বপ্ন নিয়ে
যখন ঘুম ভাঙলো
তখন দোয়েলের ডাক
কোকিলের কুহু ধ্বনি
ফুলের সাথে প্রজাপতির
লুকো চুরি খেলা
দমকা বাতাসে ঝাউবনে ঢেউ
সবটাতেই তোমার হাতছানি।
বার বার মনে পড়ে
সেদিনের বৈশাখী বাতাসে
তোমার চুল
তারি মাঝে তোমার
কখনো লাজুক, কখনও তীব্র,
কখনো উষ্ণ প্রেমের চাহুনি
কি ব্যাকুল, কি প্রচন্ড
তোমার সান্নিদ্ধের
আকাঙ্খা
তাই আজও, শুধু তোমারি মধু প্রেমেতে আমার
রক্ত দোলে।
গভীর আঁধারের মাঝেও, প্রেমের আলোর মিছিলে
খুঁজে পাই শুধু তোমাকেই
হৃদয়ের সব ব্যাথা, সব আঁচড়ের মাঝে
তুমিই আমার একমাত্র সুবর্ণ রেখা ।
http://www.alokrekha.com
"সুবর্ণ রেখা " কবিতায় কবি হাফিজ ইফতেখার শব্দ দিয়ে চিত্র অঙ্কন করেছেন।.পূর্ণিমা রাতের মধুময় বর্ণনা পৌষের নুতন ধানের গন্ধ মাখা সোনালী সকালে দোয়েলের ডাক কোকিলের কুহু ধ্বনি ফুলের সাথে প্রজাপতির লুকো চুরি খেলা সবই আমাদের চিরন্তন রূপ তারই মাঝে কবির প্রেয়সীকে মনে করে। সে যেন সুবর্ণ রেখা।
ReplyDelete"সুবর্ণ রেখা " কবিতায় কবি হাফিজ ইফতেখার কি দারুন গভীরতা ,ভাব মনের ভেতর অতল তলে অনুরণ সৃষ্টি করে। কবি যেন আমার মনের কথাই বলছেন।পড়ে মনটা ভোরে গেল -এখানেই কবির সার্থকতা। কি ভাষায় প্রকাশ- শব্দ ও ভাবের সাথে মনকাড়া এক কবিতা কি করে লেখেন কবি এমন কবিতা ? অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। অনেক ভালোবাসা কবিকে। আলোকরেখা অনেক ধন্যবাদ এমন একজন কবিকে পরিচিত করিয়ে দেবার জন্য।
ReplyDeleteকবি হাফিজ ইফতেখার-এর "সুবর্ণ রেখা " কবিতায় মন ও মননের সুগভীর অনুচিন্তন, সাথে প্রেমের প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা
ReplyDeleteকবি হাফিজ ইফতেখার-এর "সুবর্ণ রেখা " কবিতাটা পড়ে দারুন ভালো লাগলো।
ReplyDeleteকবিতায় প্রেমের সুগভীর চাওয়া , সাথে প্রেমের প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । দারুন কাব্যিক ছন্দ - চমৎকার উপমা।
কবি তার কবিতায় যে উপমা ব্যবহার করেছেন সত্যি প্রশংসার দাবিদার। .যেমন "শুধু তোমারি মধু প্রেমেতে আমার রক্ত দোলে।গভীর আঁধারের মাঝেও, প্রেমের আলোর মিছিলে
ReplyDeleteখুঁজে পাই শুধু তোমাকেই হৃদয়ের সব ব্যাথা, সব আঁচড়ের মাঝে" এই অংশটা বিশেষভাবে উল্লেখযোগ্য।
হাফিজ ইফতেখারের "সুবর্ণরেখা" কবিতার উপমা ও অভিব্যক্তি অপরূপ ও আলঙ্কারিক । খুব ভাল লাগলো ভিন্ন মাত্রার কবিতা পড়ে। আশা করবো কবির আরো নতুন নতুন কবিতা দিয়ে আমাদের ভালো লাগার পরিধি বাড়াবেন। অনেক অনেক শুভ কামনা কবি। ভালো থাকবেন.
ReplyDelete