আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও সুবর্ণ রেখা। ..... -হাফিজ ইফতেখার ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    সুবর্ণ রেখা। ..... -হাফিজ ইফতেখার









    সুবর্ণ রেখা।
    -হাফিজ ইফতেখার
    পূর্ণিমার আলো মাখা
    রাতের শেষে
    পৌষের নুতন ধানের গন্ধ মাখা
    সোনালী সকালে
    নুতন পুরোনো, জীবনের
    সব গুলো প্রত্যাশা
    আর স্বপ্ন নিয়ে
    যখন ঘুম ভাঙলো
    তখন দোয়েলের ডাক
    কোকিলের কুহু ধ্বনি
    ফুলের সাথে প্রজাপতির
    লুকো চুরি খেলা
    দমকা বাতাসে ঝাউবনে ঢেউ
    সবটাতেই তোমার হাতছানি।

    বার বার মনে পড়ে
    সেদিনের বৈশাখী বাতাসে
    তোমার  চুল
    তারি মাঝে তোমার
    কখনো লাজুক, কখনও তীব্র,
    কখনো উষ্ণ প্রেমের চাহুনি
    কি ব্যাকুল, কি প্রচন্ড
    তোমার  সান্নিদ্ধের আকাঙ্খা
    তাই আজও, শুধু তোমারি মধু প্রেমেতে আমার রক্ত দোলে।
    গভীর আঁধারের মাঝেও, প্রেমের আলোর মিছিলে
    খুঁজে পাই শুধু তোমাকেই
    হৃদয়ের সব ব্যাথা, সব আঁচড়ের মাঝে

    তুমিই আমার একমাত্র সুবর্ণ রেখা ।

     http://www.alokrekha.com

    6 comments:

    1. মোহন্ত কুমার দেJune 18, 2018 at 2:14 PM

      "সুবর্ণ রেখা " কবিতায় কবি হাফিজ ইফতেখার শব্দ দিয়ে চিত্র অঙ্কন করেছেন।.পূর্ণিমা রাতের মধুময় বর্ণনা পৌষের নুতন ধানের গন্ধ মাখা সোনালী সকালে দোয়েলের ডাক কোকিলের কুহু ধ্বনি ফুলের সাথে প্রজাপতির লুকো চুরি খেলা সবই আমাদের চিরন্তন রূপ তারই মাঝে কবির প্রেয়সীকে মনে করে। সে যেন সুবর্ণ রেখা।

      ReplyDelete
    2. কামরুজ্জামান হীরাJune 18, 2018 at 2:21 PM

      "সুবর্ণ রেখা " কবিতায় কবি হাফিজ ইফতেখার কি দারুন গভীরতা ,ভাব মনের ভেতর অতল তলে অনুরণ সৃষ্টি করে। কবি যেন আমার মনের কথাই বলছেন।পড়ে মনটা ভোরে গেল -এখানেই কবির সার্থকতা। কি ভাষায় প্রকাশ- শব্দ ও ভাবের সাথে মনকাড়া এক কবিতা কি করে লেখেন কবি এমন কবিতা ? অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। অনেক ভালোবাসা কবিকে। আলোকরেখা অনেক ধন্যবাদ এমন একজন কবিকে পরিচিত করিয়ে দেবার জন্য।

      ReplyDelete
    3. মোহন সিরাজীJune 18, 2018 at 3:45 PM

      কবি হাফিজ ইফতেখার-এর "সুবর্ণ রেখা " কবিতায় মন ও মননের সুগভীর অনুচিন্তন, সাথে প্রেমের প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা

      ReplyDelete
    4. লেখক কুঞ্জ,শাহাবাগJune 18, 2018 at 4:28 PM

      কবি হাফিজ ইফতেখার-এর "সুবর্ণ রেখা " কবিতাটা পড়ে দারুন ভালো লাগলো।
      কবিতায় প্রেমের সুগভীর চাওয়া , সাথে প্রেমের প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । দারুন কাব্যিক ছন্দ - চমৎকার উপমা।

      ReplyDelete
    5. আবদুল্লাহ আল নূরJune 19, 2018 at 7:00 PM

      কবি তার কবিতায় যে উপমা ব্যবহার করেছেন সত্যি প্রশংসার দাবিদার। .যেমন "শুধু তোমারি মধু প্রেমেতে আমার রক্ত দোলে।গভীর আঁধারের মাঝেও, প্রেমের আলোর মিছিলে
      খুঁজে পাই শুধু তোমাকেই হৃদয়ের সব ব্যাথা, সব আঁচড়ের মাঝে" এই অংশটা বিশেষভাবে উল্লেখযোগ্য।

      ReplyDelete
    6. নন্দিতা রায়June 20, 2018 at 10:25 PM

      হাফিজ ইফতেখারের "সুবর্ণরেখা" কবিতার উপমা ও অভিব্যক্তি অপরূপ ও আলঙ্কারিক । খুব ভাল লাগলো ভিন্ন মাত্রার কবিতা পড়ে। আশা করবো কবির আরো নতুন নতুন কবিতা দিয়ে আমাদের ভালো লাগার পরিধি বাড়াবেন। অনেক অনেক শুভ কামনা কবি। ভালো থাকবেন.

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ