যখন তুমি আছো
- সুনিকেত চৌধুরী।
আসে যদি ঝড় আসুক, তুমি তো আছো পাশে
নিনাদের করিনা ভয়, ভয় নেই নিন্দার
নিবিড় বাঁধনে বেঁধে রাখো যদি চিরটাকাল !
সমুদ্র সমান ভালোবাসা আমার
জড়িয়ে রাখে তোমার হৃদয়ের পৃথিবীটাকে।
চাঁদের আকর্ষণে যে জোয়ার সেতো মেকি
জ্যোতিবিহীন বিকেলের সূর্য বিমর্ষ বদন
তুমি চলে গেছো বলে সেদিনের সেই সকালে।
সকল অস্তিত্বের সংজ্ঞা জেনেছি
জেনেছি নিঃশব্দের নিথরতা
যখন জেনেছি যখন তুমি আছো
আর যখন তুমি নেই ! http://www.alokrekha.com
• কবি সুনিকেতের লেখা আমাদের মোহিত করে। তাইতো অপেক্ষার প্রহর গুনি। ভালোবাসার কবি। কবি সুনিকেত এই কবিতায়ও তিনি ব্যক্ত করেছেন হৃদয়ের ভালোবাসা উভয়ই যখন ভালবাসা ছিল আর যখন ছিল না। অনেক ভালো বাসা কবি।
ReplyDeleteছন্দে শব্দে কাব্যে ভাষায় কবি সুনিকেত তুমি দাও যে প্রাণেতে দোলা। কবিতার রঙে রাঙ্গালে তুমি একি তব হরি খেলা।তুমি যে রসেরও ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোদের দিশাহারা।মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি ।আমাদের পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর কবিতা আমার কাছে ফটিক জল। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকি কখন আলোক রেখায় তাঁর কবিতা পাবো।"যখন তুমি আছো "- কবিতায় প্রেমের কবি বুঝিয়ে দিয়েছেন ভালো মানুষ যখন কাছে থাকে ভয় নেই নিন্দার নিবিড় বাঁধনে বেঁধে রাখে চিরটাকাল !হৃদয়টা পরিপূর্ন ভালবাসায়। আর ভালোবাসা যখন দূরে চলে গেছে গোটা পৃথিবীটা
ReplyDeleteনিঃশব্দ নিথরত।দারুন অনবদ্য কবিতা। অনেক ভালোবাসা আমাদের প্রিয় কবিকে।
কবি সুনিকেত চৌধুরীর কবিতা "যখন তুমি আছো" পড়ে খুব ভাল লাগলো বরাবরের মতই। .কবি সুনিকেত চৌধুরীর প্রেমের বিষয়ক কবিতা শোন সময় চমৎকার। সে মিলনের হোক বা বিচ্ছেদের। খুব ভালো লাগলো।
ReplyDelete'যখন তুমি আছো’-ভালোবাসা, বিরহ, বিচ্ছেদের মন ছোঁয়া বর্ণনায় কবির অনুভূতির প্রকাশ অতুলনীয়। প্রিয় মানুষ চলে যাওয়া, অস্তিত্বের, নিঃশব্দের নিথরতা উপলব্ধি এবং গোপন দীর্ঘশ্বাস- সবটাই গভীর এক আবেদন তৈরি করে। কবিতার ভাব এবং উপলব্ধির এমন প্রকাশে সুনিকেত চৌধুরীর কবিতা বিমুগ্ধ পাঠককে ছুঁয়ে গেছে বারবার! কবিতায় ফিরে আসায় একরাশ শুভেচ্ছা ! শুভকামনা কবি!
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর কবিতা "যখন তুমি আছো" পড়ে খুব ভাল লাগলো। শুভকামনা কবি!
ReplyDelete