নীল জোস্নার নীলাভ গাংচিল
-মেহরাব রহমান
গহীন অভ্যন্তরে
আমার অমিয় জগৎ l
সেখানে জোয়ার ভাটার দেশ l
শান্ত নদী বহে নিরবধি l
ক্ষুধার্ত বাজ পাখি খামচে ধরে বুকের পাঁজর;
কাল বোশেখি ঝড় বহে;
কড়কড় মড়মড় ভাঙে বিস্তীর্ণ বনভূমি l
গাঢ় ঘন মেঘ
ছেয়ে ফেলে প্রফুল্ল আকাশ l
অভিমানি মেঘ দ্রবীভূত হয়;
গলে গলে
অঝর বৃষ্টি হয়ে নামে I
তখন সুনসান মধ্য রাত্রি l
সে তার সোনালী কেশর
নম্র হাত রাখে আমার
বুকের হীরক খাঁচায় l
মুহূর্তে বদলে যায়
আমার সৌরমণ্ডল l
তখন ইস্কুলের রুটিনবাঁধা
গতানুগতিক চুম্বন চাইনা ;
চাইনা খুব মামুলি,
পটে আঁকা পিকাসোর তৈলরং,
ফ্রেমে আঁটা অভিজাত ভালোবাসা l
আমি তখন পৃথিবী সমান
সম্রাট—পাখি এলবাট্রস
পাখা ঝাপ্টাই ;
নানা কারিশমায়
উড়ে চলি অন্তর্লোকের
অপূর্ব আকাশে I
আমি তখন শ্বেত শুভ্র তাজমহল I
আমার বিবর্ণ বেদনায়,
বাঁধভাঙা ক্রন্দনে,
তীব্র অমানিশা আঁধারে,
কিংবা বিধ্বংশী ঝড়ো হাওয়ায়
সে যদি দৃষ্টি ফেরায়
চোখে চোখ রাখে ;
আতরের গন্ধেমাখা
গোলাবি ভালোবাসা জেগে ওঠে l
এরকম জৈবিক আনন্দ মাহফিলে
আমরা নীল জোস্নার
নীলাভ গাংচিল ;
ঝড় বুকে ধরে
উড়ে যাই,
নোঙর করি
দূরগামী জাহাজের মাস্তুলে I
পাড়ি দেই ঝকমারি ঝাড়বাতি
এক অবাক আলোর ভুবন l
৩ জুন ২০১৮
টরন্টোhttp://www.alokrekha.com
কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা যদি ক্ষুদার্থ বাজে পাখির মত আঁকড়ে ধরে.কবির অভিমানী চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি.
ReplyDeleteঅনিন্দ্য এক কবিতা "নীল জোস্নার নীলাভ গাংচিল "---- কি -মেহরাব রহমান দ্বারা রচিত। আমরা অপেক্ষায় থাকি কবি মেহরাব রহমানের কবিতার জন্য। মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবি মেহরাবকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDelete"আমার বিবর্ণ বেদনায়,
ReplyDeleteবাঁধভাঙা ক্রন্দনে,
তীব্র অমানিশা আঁধারে,
কিংবা বিধ্বংশী ঝড়ো হাওয়ায়
সে যদি দৃষ্টি ফেরায়
চোখে চোখ রাখে ;
আতরের গন্ধেমাখা
গোলাবি ভালোবাসা জেগে ওঠে "নীল জোস্নার নীলাভ গাংচিল কবিতায় কবি -মেহরাব রহমান নিজের হৃদয়ের রক্ত আঁচড়ে অংকিত করেছেন পংতিগুলো। আমরা অপেক্ষায় থাকি তাঁর লেখা পাবার জন্য। অনেক ভালো লাগলো। অভিনন্দন কবি।
"নীল জোস্নার নীলাভ গাংচিল দারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!নতুন আলোর আবাহন ! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDeleteকবি -মেহরাব রহমানের "নীল জোস্নার নীলাভ গাংচিল দারুন অনবদ্য কবিতা। তাঁর লেখা প্রতিটি কবিতায় রয়েছে ঐশ্বরিক বর্ষণ। প্রতিটা পংতি প্রতি উপমা বিমোহিত করে পাঠকে। পাঠকের অধীর আগ্রহ কবি মেহরাব রহমানের কবিতা। অনেক ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।
ReplyDelete