মৃত্যু-৫
অসীম সাহা
কেউ তো আসেনি কাছে, কেউ তো দেয়নি মুখে একবিন্দু জল,
কেউ তো বলেনি ডেকে, ‘এখন কেমন আছো?’ শুধু অবিরল
চোখ বেয়ে নেমে গেছে ফোঁটা ফোঁটা অশ্রুকণা, আর চোখে ঘুম,
শূন্য থেকে নেমে এসে আমাকে দিয়েছে শাস্তি, দিয়েছে হুকুম :
আর কটা দিন থাকো, তারপর আমি এসে নিয়ে যাবো যেখানে নেবার,
এখনো হয়নি কিছু, শুধু কিছু বাকি আছে সাক্ষ্য দেবার।
তারপর তোকে আমি শান্তি দেবো, চিরজীবনের মতো শান্তি পাবি তুই,
এবার ঘুমিয়ে পড়্, আমিও দু’চোখ বুজে তোর কাছে শুই।
তারপর শেষরাতে একদিন চার কাঁধে আমরাই নিয়ে যাবো তোকে,
কাঁদবে মানুষ,আর কাঁদবে প্রেয়সী তোর,সন্তানেরা কাঁদবে খুব শোকে।
তবুও যেতেই হবে, মানুষের এই তো নিয়তি আর এই তো সে-গান,
সময় হলেই তবে দেহ থেকে উড়ে যাবে পাখির পরান।
http://www.alokrekha.com
মৃত্যু-৫
ReplyDeleteঅসীম সাহা, অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। অনেক ভালো লাগলো
কবিতাটা পড়ে। আলোকরেখাকে অনেক ধন্যবাদ নুতুন একজন কবির সাথে পরিচয় করাইবার জন্য
মৃত্যু-৫
ReplyDeleteঅসীম সাহা।"তবুও যেতেই হবে, মানুষের এই তো নিয়তি আর এই তো সে-গান,
সময় হলেই তবে দেহ থেকে উড়ে যাবে পাখির পরান।" কি গভীর ভাব , চমত্কার প্রকাশ।
কবিকে অনেক অভিনন্দন আর সাধুবাদ
'কেউ তো আসেনি কাছে, কেউ তো দেয়নি মুখে একবিন্দু জল,
ReplyDeleteকেউ তো বলেনি ডেকে, ‘এখন কেমন আছো?’
এমনটাই হয়। জীবনের চরম পরিণতি নিয়ে
অপূর্ব এক কবিতা।
কবিকে অনেক ভালোবাসা
খুব ভাল একটা কবিতা। মৃত্যু আমাদের জীবনের অমোঘ সত্য। সত্য তার রূপ। কবি এখানে "কাঁদবে মানুষ,আর কাঁদবে প্রেয়সী তোর,সন্তানেরা কাঁদবে খুব শোকে।তবুও যেতেই হবে, মানুষের এই তো নিয়তি আর এই তো সে-গান,সময় হলেই তবে দেহ থেকে উড়ে যাবে পাখির পরান।সেই" কথারই নিদারুন প্রতিফলিত করেছেন। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteমৃত্যু-৫
ReplyDeleteকবি অসীম সাহার অসীম এক কবিতা।
ইচ্ছে হয় বার বার কবিতাটা পড়ি।
চমৎকার ভাষা ,অপরূপ ভঙ্গি ,
গভীর চিন্তা
খুব ভালো লাগ্লো পড়ে। অনিন্দ্য এক কবিতা।
অনেক ভালোবাসা কবি।””
আলোকরেখাকে অনেক ধন্যবাদ
এমন এক গুণী কবির কিবিতা
প্রকাশের জন্য
মৃত্যু-৫ ,অসীম সাহা।
ReplyDeleteদারুন কবিতা ও অভিব্যক্তি।
উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।
অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন
ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।
কবিকে অনেক অভনন্দন আর শুভেচ্ছা
মৃত্যু-৫
ReplyDeleteঅপূর্ব প্রকাশ ভঙ্গি দারুন অভিব্যক্তি।
বিশেশ করে শেষ পংতি " সময় হলেই তবে দেহ থেকে উড়ে যাবে পাখির পরান '',
কবিতার বিশেষণ। ”
কবিকে জানাই হাজার অভিনন্দন
আর প্রানঢালা শুভেচ্ছা ,
আলোকরেখাকে ধন্যবাদ
"চোখ বেয়ে নেমে গেছে ফোঁটা ফোঁটা অশ্রুকণা, আর চোখে ঘুম,
ReplyDeleteশূন্য থেকে নেমে এসে আমাকে দিয়েছে শাস্তি, দিয়েছে হুকুম :"
“দারুন অভিব্যক্তি। উত্কৃষ্ট জীবন বোধের প্রকাশ।
কবিতার এমন অনবদ্যতা ,তার সার্থকতা চিরন্তন।
শুভকামনা কবি! ”
প্রকাশের জন্য
আলোকরেখাকে ধন্যবাদ
কবি অসীম সাহার কবিতা
ReplyDelete"আর কটা দিন থাকো, তারপর আমি এসে নিয়ে যাবো যেখানে নেবার,
এখনো হয়নি কিছু, শুধু কিছু বাকি আছে সাক্ষ্য দেবার।"
মানেই মনের ভেতর অনুরণ সৃষ্টি করে। বহুবার কবিতাটা পড়ালাম।
কবি যেন আমাদের হৃদয়ের কথাই বলছেন।
অনেক ভালোবাসা কবিকে
রোজার মাসে মৃত্যুর কথা
ReplyDeleteএমনিতেই মনে হয় ,
কবি অসীম সাহা আরো বেশি
করে মনে করিয়ে দিলেন
এমন করে চলে যাবেন কবি কবি অসীম সাহা মেনে নিতে পারছি না । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি ।
ReplyDelete