আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও মৃত্যু-৫ .... অসীম সাহা ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    মৃত্যু-৫ .... অসীম সাহা















    মৃত্যু-
    অসীম সাহা

    কেউ তো আসেনি কাছে, কেউ তো দেয়নি মুখে একবিন্দু জল,
    কেউ তো বলেনি ডেকে, ‘এখন কেমন আছো?’ শুধু অবিরল
    চোখ বেয়ে নেমে গেছে ফোঁটা ফোঁটা অশ্রুকণা, আর চোখে ঘুম,
    শূন্য থেকে নেমে এসে আমাকে দিয়েছে শাস্তি, দিয়েছে হুকুম :
    আর কটা দিন থাকো, তারপর আমি এসে নিয়ে যাবো যেখানে নেবার,
    এখনো হয়নি কিছু, শুধু কিছু বাকি আছে সাক্ষ্য দেবার।

    তারপর তোকে আমি শান্তি দেবো, চিরজীবনের মতো শান্তি পাবি তুই,
    এবার ঘুমিয়ে পড়্, আমিও দুচোখ বুজে তোর কাছে শুই।
    তারপর শেষরাতে একদিন চার কাঁধে আমরাই নিয়ে যাবো তোকে,
    কাঁদবে মানুষ,আর কাঁদবে প্রেয়সী তোর,সন্তানেরা কাঁদবে খুব শোকে।
    তবুও যেতেই হবে, মানুষের এই তো নিয়তি আর এই তো সে-গান,
    সময় হলেই তবে দেহ থেকে উড়ে যাবে পাখির পরান।

    http://www.alokrekha.com

    11 comments:

    1. নীলিমা সেনJune 6, 2018 at 6:46 PM

      মৃত্যু-৫
      অসীম সাহা, অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। অনেক ভালো লাগলো
      কবিতাটা পড়ে। আলোকরেখাকে অনেক ধন্যবাদ নুতুন একজন কবির সাথে পরিচয় করাইবার জন্য

      ReplyDelete
    2. শর্মিষ্ঠা দাসJune 6, 2018 at 6:56 PM

      মৃত্যু-৫
      অসীম সাহা।"তবুও যেতেই হবে, মানুষের এই তো নিয়তি আর এই তো সে-গান,
      সময় হলেই তবে দেহ থেকে উড়ে যাবে পাখির পরান।" কি গভীর ভাব , চমত্কার প্রকাশ।
      কবিকে অনেক অভিনন্দন আর সাধুবাদ

      ReplyDelete
    3. Mehjabeen Shigufta ChowdhuryJune 6, 2018 at 7:07 PM

      'কেউ তো আসেনি কাছে, কেউ তো দেয়নি মুখে একবিন্দু জল,
      কেউ তো বলেনি ডেকে, ‘এখন কেমন আছো?’
      এমনটাই হয়। জীবনের চরম পরিণতি নিয়ে
      অপূর্ব এক কবিতা।
      কবিকে অনেক ভালোবাসা

      ReplyDelete
    4. কামরুজ্জামান হীরাJune 6, 2018 at 7:13 PM

      খুব ভাল একটা কবিতা। মৃত্যু আমাদের জীবনের অমোঘ সত্য। সত্য তার রূপ। কবি এখানে "কাঁদবে মানুষ,আর কাঁদবে প্রেয়সী তোর,সন্তানেরা কাঁদবে খুব শোকে।তবুও যেতেই হবে, মানুষের এই তো নিয়তি আর এই তো সে-গান,সময় হলেই তবে দেহ থেকে উড়ে যাবে পাখির পরান।সেই" কথারই নিদারুন প্রতিফলিত করেছেন। অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    5. বিলকিস আহমেদJune 6, 2018 at 7:20 PM

      মৃত্যু-৫
      কবি অসীম সাহার অসীম এক কবিতা।
      ইচ্ছে হয় বার বার কবিতাটা পড়ি।
      চমৎকার ভাষা ,অপরূপ ভঙ্গি ,
      গভীর চিন্তা
      খুব ভালো লাগ্লো পড়ে। অনিন্দ্য এক কবিতা।
      অনেক ভালোবাসা কবি।””
      আলোকরেখাকে অনেক ধন্যবাদ
      এমন এক গুণী কবির কিবিতা
      প্রকাশের জন্য

      ReplyDelete
    6. ইসমাইল হোসেন সিরাজী বাংলা বিভাগ রাজশাহী সরকারি কলেজJune 6, 2018 at 7:33 PM

      মৃত্যু-৫ ,অসীম সাহা।
      দারুন কবিতা ও অভিব্যক্তি।
      উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।
      অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন
      ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।
      কবিকে অনেক অভনন্দন আর শুভেচ্ছা

      ReplyDelete
    7. Ashutosh Sen, Birbhum, West BengalJune 6, 2018 at 7:43 PM

      মৃত্যু-৫
      অপূর্ব প্রকাশ ভঙ্গি দারুন অভিব্যক্তি।
      বিশেশ করে শেষ পংতি " সময় হলেই তবে দেহ থেকে উড়ে যাবে পাখির পরান '',
      কবিতার বিশেষণ। ”
      কবিকে জানাই হাজার অভিনন্দন
      আর প্রানঢালা শুভেচ্ছা ,
      আলোকরেখাকে ধন্যবাদ

      ReplyDelete
    8. কাফিলুদ্দিন তালুকদারJune 6, 2018 at 7:54 PM

      "চোখ বেয়ে নেমে গেছে ফোঁটা ফোঁটা অশ্রুকণা, আর চোখে ঘুম,
      শূন্য থেকে নেমে এসে আমাকে দিয়েছে শাস্তি, দিয়েছে হুকুম :"
      “দারুন অভিব্যক্তি। উত্কৃষ্ট জীবন বোধের প্রকাশ।
      কবিতার এমন অনবদ্যতা ,তার সার্থকতা চিরন্তন।
      শুভকামনা কবি! ”
      প্রকাশের জন্য
      আলোকরেখাকে ধন্যবাদ

      ReplyDelete
    9. রিজওয়ানা কবিরJune 6, 2018 at 8:06 PM

      কবি অসীম সাহার কবিতা
      "আর কটা দিন থাকো, তারপর আমি এসে নিয়ে যাবো যেখানে নেবার,
      এখনো হয়নি কিছু, শুধু কিছু বাকি আছে সাক্ষ্য দেবার।"
      মানেই মনের ভেতর অনুরণ সৃষ্টি করে। বহুবার কবিতাটা পড়ালাম।
      কবি যেন আমাদের হৃদয়ের কথাই বলছেন।
      অনেক ভালোবাসা কবিকে

      ReplyDelete
    10. মওলানা আবুল কালাম আজাদ। ফুরফুরা শরীফJune 6, 2018 at 8:22 PM

      রোজার মাসে মৃত্যুর কথা
      এমনিতেই মনে হয় ,
      কবি অসীম সাহা আরো বেশি
      করে মনে করিয়ে দিলেন

      ReplyDelete
    11. এমন করে চলে যাবেন কবি কবি অসীম সাহা মেনে নিতে পারছি না । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ