আবার এসো তুমি
হাফিজ ইফতেখার
আবার এসো তুমি
বহু যুগ পর --
যেমনটি এসেছিলে সেদিন
আধো আলো-আধেক আঁধারে
সেই তিথিতে -
তুমিই ছিলে একমাত্র অতিথি,
বাতাসে তোমার হৃদয়ের উষ্ণতা
আর রজনীগন্ধার সুবাস মাখা
শ্রাবনের সেই বৃষ্টি ভেজা সন্ধায়
সেদিন তুমি ছিলে পাশে।
আর ছিল
ধু ধু মাঠ-ধানক্ষেত-কাশফুল-বুনোহাস-
বালুকার চর জোনাকির ঝাঁক।
সেদিন তোমার সমস্ত প্রাণ ভরা ছিল
চাতকের মত প্রচন্ড আবেগে।
তোমাকে নিয়ে
আমার ভাবনা গুলো
শালিকের ছানার মতো
বুকের উপর
কোমল ডানা মেলে
নেচে বেড়ায়।
ঘড়ির সময়ে, অথবা মহাকালে
যেখানেই রাখি এ হৃদয়,
আজও তোমার
এঁকে দেয়া চিহ্ন
রয়েছে উজ্জল , সুস্পষ্ট ।http://www.alokrekha.com
"আবার এসো তুমি" কবিতায় কবি হাফিজ ইফতেখার প্রিয়ার আগমনের বার্তার সাথে সাথে অপেক্ষার প্রহর অংকিত করেছে। অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!আবাহন নতুন দিনের! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDeleteকবি হাফিজ ইফতেখার "আবার এসো তুমি" কবিতায় প্রেমের অপূর্ব ভাববোধ ! অনন্য উপমা সহকারে দারুন অনুভবের কবিতা - অনেক সুন্দর কবিতা! ভালোবাসা ও শুভেচ্ছা রইল!
ReplyDeleteকবি হাফিজ ইফতেখার "আবার এসো তুমি" কবিতায় কবি বর্ণনা করেছেন প্রিয়ার আগমন
ReplyDeleteআধো আলো-আধেক আঁধারে সেই তিথিতে - ছিল একমাত্র অতিথি,বাতাসে তোমার হৃদয়ের উষ্ণতাআর রজনীগন্ধার সুবাস মাখা শ্রাবনের সেই বৃষ্টি ভেজা সন্ধায় সেদিন ছিল পাশে। খুব ভাল লাগলো কবিতাটা পড়ে ।শুভেচ্ছা
অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteউত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য
কবি হাফিজ ইফতেখার "আবার এসো তুমি" কবিতায় কবি স্মৃতি রোমন্থন করেছেন তাঁর প্রেয়সী যেদিন ছিল। বাতাসে হৃদয়ের উষ্ণতা আর রজনীগন্ধার সুবাস মাখা শ্রাবনের সেই বৃষ্টি ভেজা সন্ধায় সেদিন ছিল পাশে। ভালোবাসা কবি
ReplyDeleteকবি হাফিজ ইফতেখার "আবার এসো তুমি" কবিতায় কি দারুন সব উপমা অলংকরণ করেছেন। প্রেমের ভাবাবেগ ও প্রতীক্ষায় কবিতা আরো অনবদ্য হয়েছে।
ReplyDeleteকবি হাফিজ ইফতেখার "আবার এসো তুমি" কবিতায় যেদিন ছিল পাশে।সেদিন ছিল
ReplyDeleteধু ধু মাঠ-ধানক্ষেত-কাশফুল-বুনোহাস- ঝাঁক বেঁধে বালুকার চর জোনাকি।সেদিন সমস্ত প্রাণ ভরা ছিল চাতকের মত প্রচন্ড আবেগে।তাকেই নিয়ে ছিল কবির ভাবনা গুলো শালিকের ছানার মতো বুকের উপর কোমল ডানা মেলে নেচে বেড়ায়। কি দারুন সব উপমা অলংকরণ করেছেন। প্রেমের ভাবাবেগ ও প্রতীক্ষায় কবিতা আরো অনবদ্য হয়েছে।