বেহাগ
- সুনিকেত চৌধুরী
হৃদয়ের কন্দরে কন্দরে বেহাগ এর যে সুর বাজে
নিশিদিন ইদানিং খুঁজে কেন পাইনা,
নাকি পাই উৎস কোথায় তার -
বীণার সে তার বাঁধা জানি বুকে আমার
ভুক্তভোগী এক হৃদয়ের স্পন্দনে
কেঁপে ওঠা বীণার সে তার অনিমেষ
জাগায় কাঁপন সাত সুমুদ্দুর তেরো নদী দূরে
http://www.alokrekha.com
কবির হৃদয়ের তন্ত্রে তন্ত্রে বেজে উঠছে বেহাগের সুর বাজছে।মনের গভীরে জাগায় কাঁপন সাত সুমুদ্দুর তেরো নদী দূর থেকেও। কি নিদারুন ভাবের প্রয়াস পাঠক মনকে আন্দোলিত করে। ...অনেক শুভেচ্ছা আমাদের প্রিয় কবি সুনিকেত চৌধুরীকে আর অনেক অনেক ভালোবাসা।
ReplyDeleteকবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন প্রানে বাজছে বেহাগ সুর।কোথা হতে বাজে সে সুর বোঝা ভাই দায়। কখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা নদীর মত কাঁপন জাগায় মনের গভীরে সাত সুমুদ্র তেরো নদী দূর থেকে । খুব ভাল লাগার কবিতাখানি। শুভেচ্ছা কবিকে
ReplyDeleteদারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!আবাহন আলোর নতুন দিনের! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!বিনীতভাবে বলে চাই হৃদয়ের কন্দ্রে বলে কোন শব্দ নেই কন্দরে হবে হয়তো। কবি কি একটু দেখে দেবেন
ReplyDeleteবেহাগ বিদায়ের করুন সুরের রাগ! বেহাগ কবিতায় কবির অব্যক্ত কোন বিষণ্ণ অনুভুতি মনকে গভীর আদ্রতায় ছুঁয়ে গেল! অনেকদিন পর সুনিকেত চৌধুরীর কবিতা পেলাম আলকরেখার পাতায়। বিষণ্ণতায়, শূন্যতায়, বিরহে, মিলনে, ভালবাসায় এবং কবিতায়- আমাদের সাথেই থাকুন কবি! শুভকামনা নিরন্তর!
ReplyDelete