যে আমায় ভালোবাসতে দেয় না ।
-- হোসনে
আরা জেমী
অগ্রাহায়ণে সবুজ প্রান্তর জোড়া ধান ক্ষেত
সোনালী ধান উপহার দেবে
তাই সে মহা ব্যস্ত মঞ্জরি বিলাতে।
আজ আকাশের মন ভালো নেই
কাঁশবনে শরৎ মেঘে কাঁশফুল খুঁজে পায় না
সর্ষে ফুলের মাতাল গন্ধ আর তেমন পাগল করে না
বাঁশ বনের শণ শণ শব্দ বলেছে,
আমি মঞ্জরি ফোটাবো না
এতে দুঃখ, মহামারী বেড়ে যাবে।
পদ্ম দীঘি বলছে, ভালোবাসা হাসছে না
তাই আমি ফুটবো না।
তাল গাছটার উঁচু চূড়ায় বাবুই তার ভালোবাসা পাবার আশায়
ঘর বুনছে নতুন উদ্যমে।
গভীর রাতে ছাতিম ফুলের মৌ মৌ গন্ধে
ভালোবাসা হাসে না
স্রোতস্বিনী করতোয়া ম্রিয়মাণ হয়ে গেছে
শহুরে আগ্রাসনের বেড়াজালে।
শীর্ণকায় করতোয়াকে আর
আগের মত ভালোবাসা যায় না।
এইসব কষ্টগুলো আমাকে
ভালোবাসাহীন করে দিতে চাইছে বলে
আমি আরও বেশি বেশি করে পেতে চাই
ভালোবাসাহীনতায় ভালোবাসা।http://www.alokrekha.com
চমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা ।কাব্যিক ছন্দোবদ্ধ দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি। আপনি ভালো থাকুন আরো লিখুন.
ReplyDeleteঅশেষ ধন্যবাদ
Deleteভাল লাগলো। ভালোবাসা ও প্রকৃতি মিলেমিশে এক অনন্য কবিতায় পরিণত হয়েছে।
ReplyDelete'যে আমায় ভালবাসতে দেয়না' -এক সহজ সরল অভিব্যাক্তির প্রকাশ। প্রকৃতির অসামঞ্জস্যতা মানব মনে ভালবাসাহীন অনুভূতির জন্ম দেয় । আকাশের মন ভাল না থাকার মত আমাদেরও মন মেঘে ছেয়ে থাকে, ভালবাসতে দেয়না । সাধারণ উপমা থেকে অসাধারণ কাব্যিক প্রকাশে হোসনে আরা জেমি অনন্য! ধন্যবাদ কবিকে!
ReplyDeleteধন্যবাদ
Delete