অনুর
ভিতর পরমাণু
মেহরাব
রহমান
বিকেলের শেষ রোদ
ঝুঁকে পড়া ঘষা কাঁচ
সমুখের ঝুলবারান্দায়
এখন বসন্তকাল
এইমাত্র সোনালি সন্ধ্যায়
দোদূল্যমান রকিং চেয়ার
হাতে চিনামাটি চোইনিক
ফুলেল পিয়ালায় স্বর্ণাভ চা
খুব একা ভাবনায় নিমগ্ন আমি
প্রেম হেঁটে চলে গেছে
যোজন যোজন দূরে
তুমি এখন গণমাধ্যমে
প্রচারিত স্থির চিত্র
অহমিকায় ছবি তোল
প্রকান্ড পৃথিবীর সাথে
বিস্তৃত মোহনায়
নানাবিধ ছলাকলা
আমাকে এতটা হেলা ?
অবহেলা ?
কতটা দহন দেবে
কতটা পোড়াবে পোড়াও
সেই কবে থেকে
আমিতো পোড়ামাটি ঘর
নিরন্তর ভাসমান সমূদ্দুর
১৩ জুলাই , ২০১৮
দুপুর ২টা
টরন্টোhttp://www.alokrekha.com
মেহরাব রহমানের চমৎকার কবিতাটি পড়লাম।
ReplyDeleteসুন্দর অভিমানী এক বিরল কবিতা।
কার উপর এতো অভিমান কবি ?
ঝুলন্ত বারান্দায় চায়ের পেয়ালা হাতে
ReplyDeleteকবির আবেগ ভরা এক অসাধারণ কবিতা।
দৃশ্যটা চোখের সামনে যেন ভেসে ওঠে।
কবিকে অনেদ অভিনন্দন আর ভালোবাসা
দোদূল্যমান রকিং চেয়ার হাতে চিনামাটি চোইনিক ফুলেল পিয়ালায় স্বর্ণাভ চা খুব একা ভাবনায় নিমগ্ন কবি আমাদের এক অনবদ্য কবিতা উপহার দিলেন। ভাষার কারুকার্জ ভাবের মেলবন্ধন অনন্য। বহুদিন পর আমাদের প্রিয় কবিবর মেহরাব রহমানের কবিতা পেলাম। অনেক ভালোবাসা কবি ও আন্তরিক অভিনন্দন।
ReplyDelete"কতটা দহন দেবে
ReplyDeleteকতটা পোড়াবে পোড়াও
সেই কবে থেকে
আমিতো পোড়ামাটি ঘর
নিরন্তর ভাসমান সমূদ্দুর। "
কবি মেহরাব রহমান
তার ভাবনা কি সুন্দর ভাবে
প্রকাশ করেছেন।
কবিকে অনেক ভালোবাসা
চমৎকার রচনাশৈলী ও প্রেম ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা । অনুর ভিতর পরমাণু কবিতায় কবি মেহরাব রহমান কাব্যিক ছন্দে প্রিয়ার চলে যাওয়া যোজন যোজন দূরে অঙ্কন করেছেন দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি। আপনি থাকুন আরো লিখুন। আলোকরেখাকে ধন্যবাদ
ReplyDeleteমেহরাব রহমানের অনেক দিন পর আর একটি দারুন কবিতা।
ReplyDeleteযেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব
শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা ।
বড্ডো ভালো লাগলো।
কবিকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন
সুপ্রিয় পাঠক আপনাদের চমৎকার মন্তব্যের জন্য আমার অন্তহীন কৃতজ্ঞতা
ReplyDeleteআলোকরেখার কাছেও আমি অনেক কৃতজ্ঞ