আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও সবুজ সবুজ ভালোলাগা --- - সুনিকেত চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    সবুজ সবুজ ভালোলাগা --- - সুনিকেত চৌধুরী

    সবুজ সবুজ ভালোলাগা
    - সুনিকেত চৌধুরী

    সবুজ সবুজ ভালোলাগা সাথে নিয়ে একটা কর্মক্লান্ত দিন ছুটির ঘন্টা বাজায় যখন
    মনের অজান্তে তুমি এসে দাঁড়াও তখন আগল খুলে আমার ঘরের দরোজায়
    "আজ এত ফুল হাতে কেন তোমার ? আমার জন্যে বুঝি?"
    আমি তখন বুঝিনা তুমি অবুঝ কেন এতো !
    আমার হৃদয়ের উথাল-পাথাল, সকালের ঘাসের শিশির
    আকাশের রংধনু আর রং বদলানো ম্যাপেলের সব নিবেদন
    তোমার ওই ভালোলাগায় নিমিলিত চোখ
    আর ফুলে ওঠা নাকের লতির জন্যে যে!

     http://www.alokrekha.com

    6 comments:

    1. দীপক সেন গুপ্তAugust 13, 2018 at 5:40 PM

      এতদিন পর আমাদের প্রিয় কবি সুনিকেতের কবিতা পেয়ে যেন হাতে চাঁদ পেলাম । এখন কবিতা কয়েকবার পড়ে মন্তব্য করবো। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ।

      ReplyDelete
    2. দিলরুবা খানমAugust 13, 2018 at 6:02 PM

      সবুজ সবুজ ভালোলাগা
      - সুনিকেত চৌধুরী
      অনেকদিন পর কবির আর একটি
      চমত্কার কবিতা পেলাম। অসাধারণ।
      কবিকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

      ReplyDelete
    3. অপ্সরা নাগপালAugust 13, 2018 at 6:14 PM

      অনেক অপেক্ষার পর অবশেষে এলো
      কবি সুনিকেতের কবিতা।
      অপূর্ব শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে
      অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা ।
      বড্ডো ভালো লাগলো। কবিকে অনেক
      শুভেচ্ছা আর অভিনন্দন

      ReplyDelete
    4. মোহন সিরাজীAugust 13, 2018 at 6:20 PM

      আমরা আলোকরেখা পড়তে ভালোবাসি কারণ এখানে আমরা মন ও মননের ক্ষুধা মেটাতে পারি। খুব ভালো লাগে যখন প্রিয় কবি সুনিকেত ,ঋতু মীর মেহরাব রহমান সানজিদা রুমি প্রমুখের লেখা পাই। আজ অনেক দিন হল আমরা সে সুযোগ থেকে বঞ্চিত। যাই হোক দেরিতে হলেও আজ কবি সুনিকেতের লেখা পেয়ে আনন্দিত।

      ReplyDelete
    5. কামরুজ্জামান হীরাAugust 13, 2018 at 6:48 PM

      এত অপেক্ষায় থাকার পর পেলাম সবুজ সবুজ ভালোলাগা- সুনিকেত চৌধুরীর কবিতা। কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।প্রেমের রং নীল হলেও ভালোলাগার রং সবুজ কবি তা অনবদ্য ভাবে অংকিত করেছেন। কর্মক্লান্ত দিন ছুটির ঘন্টা বজায় যখন
      মনের অজান্তে প্রেম এসে দাঁড়াও তখন আগল খুলে ঘরের দরোজায়--ওই ভালোলাগায় নিমিলিত চোখে। দারুন! আত্মার কোঠরে আগলে রাখার মোট। ভালো বাসা কবি। আলোকরেখাকে ধন্যবাদ

      ReplyDelete
    6. তপতী আহমেদAugust 13, 2018 at 7:21 PM

      অনিন্দ্য এক কবিতা সবুজ সবুজ ভালোলাগা কবি - সুনিকেত চৌধুরী' র দ্বারা রচিত। আমরা অপেক্ষায় থাকি আমাদের প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। মনটা ভরিয়ে দিল। দারুন ভালোলাগার সবুজ সবুজ অনুভূতি কবিতা বার বার পড়লাম। অনেক ভালো লাগলো আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ