সবুজ সবুজ ভালোলাগা
- সুনিকেত চৌধুরী
সবুজ সবুজ ভালোলাগা সাথে নিয়ে একটা কর্মক্লান্ত দিন ছুটির ঘন্টা বাজায় যখন
মনের অজান্তে তুমি এসে দাঁড়াও তখন আগল খুলে আমার ঘরের দরোজায়
"আজ এত ফুল হাতে কেন তোমার ? আমার জন্যে বুঝি?"
আমি তখন বুঝিনা তুমি অবুঝ কেন এতো !
আমার হৃদয়ের উথাল-পাথাল, সকালের ঘাসের শিশির
আকাশের রংধনু আর রং বদলানো ম্যাপেলের সব নিবেদন
তোমার ওই ভালোলাগায় নিমিলিত চোখ
আর ফুলে ওঠা নাকের লতির জন্যে যে!
http://www.alokrekha.com
এতদিন পর আমাদের প্রিয় কবি সুনিকেতের কবিতা পেয়ে যেন হাতে চাঁদ পেলাম । এখন কবিতা কয়েকবার পড়ে মন্তব্য করবো। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteসবুজ সবুজ ভালোলাগা
ReplyDelete- সুনিকেত চৌধুরী
অনেকদিন পর কবির আর একটি
চমত্কার কবিতা পেলাম। অসাধারণ।
কবিকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
অনেক অপেক্ষার পর অবশেষে এলো
ReplyDeleteকবি সুনিকেতের কবিতা।
অপূর্ব শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে
অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা ।
বড্ডো ভালো লাগলো। কবিকে অনেক
শুভেচ্ছা আর অভিনন্দন
আমরা আলোকরেখা পড়তে ভালোবাসি কারণ এখানে আমরা মন ও মননের ক্ষুধা মেটাতে পারি। খুব ভালো লাগে যখন প্রিয় কবি সুনিকেত ,ঋতু মীর মেহরাব রহমান সানজিদা রুমি প্রমুখের লেখা পাই। আজ অনেক দিন হল আমরা সে সুযোগ থেকে বঞ্চিত। যাই হোক দেরিতে হলেও আজ কবি সুনিকেতের লেখা পেয়ে আনন্দিত।
ReplyDeleteএত অপেক্ষায় থাকার পর পেলাম সবুজ সবুজ ভালোলাগা- সুনিকেত চৌধুরীর কবিতা। কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।প্রেমের রং নীল হলেও ভালোলাগার রং সবুজ কবি তা অনবদ্য ভাবে অংকিত করেছেন। কর্মক্লান্ত দিন ছুটির ঘন্টা বজায় যখন
ReplyDeleteমনের অজান্তে প্রেম এসে দাঁড়াও তখন আগল খুলে ঘরের দরোজায়--ওই ভালোলাগায় নিমিলিত চোখে। দারুন! আত্মার কোঠরে আগলে রাখার মোট। ভালো বাসা কবি। আলোকরেখাকে ধন্যবাদ
অনিন্দ্য এক কবিতা সবুজ সবুজ ভালোলাগা কবি - সুনিকেত চৌধুরী' র দ্বারা রচিত। আমরা অপেক্ষায় থাকি আমাদের প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। মনটা ভরিয়ে দিল। দারুন ভালোলাগার সবুজ সবুজ অনুভূতি কবিতা বার বার পড়লাম। অনেক ভালো লাগলো আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDelete