স্বপ্নের পাখী
-গীতালি চক্রবর্তী
মোর স্বপ্নের পাখীরা ধায় বহুদুরে ,
যেথায় মিশেছে দিগন্ত
সীমা
নির্জনতার সাথে।
ভরা জোয়ারের জল,
ছুঁয়েছে নদীর বুকের সীমানা,
ভেজে না সেথা পাখীর
নরম পালক।
অব্দমিত ইচ্ছেগুলো চাইছে না
নির্জন আর ঘন অরন্য সন্ধ্যা।
আবেগ তাড়িত স্বপ্নের পাখীরা চায়
হৃদয় সমুদ্র মন্থন থেকে উঠে আসা
অমৃত ভালবাসা’ ।
যার মাঝে রয়েছে, নিষ্কলুষ আর
অক্ষয় পূর্ণতা।
http://www.alokrekha.com
পাখির নরম পালকের মত শব্দ বিন্যাস ও মমস্পর্শী ভাব কবিতাকে এক অন্য মাত্রা দান করেছে। কবি গীতালি চক্রবর্তী কবিতায় তার স্বপ্নের পাখীরা ধায় বহুদুরে ,যেথায় মিশেছে দিগন্ত সীমা। ভরা জোয়ারের জল,ছুঁয়েছে নদীর বুকের সীমানা, তবুও ভেজে না সেথা পাখীর নরম পালক। অনবদ্য কবিতা। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।
ReplyDeleteদারুন অনবদ্য কবিতা কবি গীতালি চক্রবর্তীর "স্বপ্নের পাখী" ! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!! কবিতায় তার স্বপ্নের পাখীরা ধায় বহুদুরে ,যেথায় মিশেছে দিগন্ত সীমা। ভরা জোয়ারের জল,ছুঁয়েছে নদীর বুকের সীমানা, তবুও ভেজে না সেথা পাখীর নরম পালক।অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDeleteকবি গীতালি চক্রবর্তীকে আলকরেখায় সু -স্বাগতম। "স্বপ্নের পাখী" দারুন অনবদ্য কবিতা।অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালায় কবি তার সবপ্নের ইচ্ছে গেঁথেছেন আপন মহিমায় । খুব ভাল লাগল ।আশা করি আমাদের সাথেই থাকবেন ।অনেক শুভেচ্ছা ।
ReplyDeleteআমরা অপেক্ষায় থাকি নতুন নতুন কবিদের কবিতা ও লেখকদের লেখার কবিতার জন্য। -এ জন্য আলোকরেখাকে সাধুবাদ জানাই। "স্বপ্নের পাখী" -গীতালি চক্রবর্তী কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব, অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য।
ReplyDeleteস্বপ্নের পাখী
ReplyDelete-গীতালি চক্রবর্তী
"যার মাঝে রয়েছে, নিষ্কলুষ আর
ReplyDeleteঅক্ষয় পূর্ণটা।"
কি সুন্দর কথা। চমৎকার ,অস্বাক্ষরণ।
কবিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
অপরূপনেক কবিতা। চমৎকার ভাব।
ReplyDeleteসুন্দর ভাষা।
অনেক ভালো লাগলো আলোকরেখাকে ও
কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।”
অপূর্ব শব্দচয়ন ও রচনা শৈলী
ReplyDeleteমিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা ।
বড্ডো ভালো লাগলো। কবিকে
অনেক শুভেচ্ছা আর অভিনন্দন”