কবিতারা হারায় ।
- হোসনে আরা জেমী
আমার কখনো কবিতা পড়া হয়নি
একটি ভালো কবিতা লিখতে গিয়ে
আমার কবিতা পড়তে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসে
আমার কবিতার অক্ষরগুলো হারিয়ে যায়
আমি তখন অক্ষর খুঁজতে থাকি
দর্শক সারির দিকে তাঁকিয়ে আমি
কবিতা খুঁজি,
প্রতিটি চোঁখের দৃষ্টি থেকে
আমি কবিতার শব্দ খুঁজে নিয়ে শব্দমালা তৈরী করে
তোমকে আমার শ্রেষ্ঠ কবিতা উপহার দিতে চাই!
তুমি যদি তা গ্রহন করে বলো বাহ্
http://www.alokrekha.com
খুব সুন্দর একটা ছিমছাম কবিতা। কবির আত্মস্বীকৃত কবিতা।কবির ভালো একখানা কবিতা পড়তে বিড়ম্বনা। লিখতে গিয়ে শব্দের না পাওয়া -ভালো কবিতার অন্বেষণে ঝাপসা হয়ে যাওয়া চোখ। সবই প্রাণবন্ত হয়ে ওঠে সে যদি একবার গ্রহণ করে বলে ওঠে "বাহ্ " .ভালো লাগলো কবিতাটি পড়ে। শুভেচ্ছা কবিকে।
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।
Deleteঅনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Delete- হোসনে আরা জেমী'র "কবিতারা হারায় ।" কবি অনন্ত এক বার্তা দিয়েছেন কবিতা লেখার ব্যাপারে। কবিতা লিখতে গিয়ে শব্দগুলি ও কবিতার অক্ষরগুলো হারিয়ে যায়। কবিতা পড়তে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসে। দর্শক সারির দিকে তাঁকিয়ে কবিতা খুঁজি আর তখনি কবিতা প্রাণ পে সে যদি একবার গ্রহণ করে বলে ওঠে "বাহ্ ".এটা বাস্তব চিত্র। .ভালো লাগলো কবিতাটি পড়ে। শুভেচ্ছা কবিকে।
ReplyDeleteধন্যবাদ আপু কবিতাটা পড়ার জন্য সেই সাথে সুন্দর মন্তব্য করার জন্য।
Deleteধন্যবদ আপু কবিতাটি ড়ার জন্য সেই সাথে সুন্দর মন্তব্য করার জন্য।
ReplyDelete