আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও যাত্রা শুভ হোক ! - সুনিকেত চৌধুরী। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    যাত্রা শুভ হোক ! - সুনিকেত চৌধুরী।

    যাত্রা শুভ হোক !  
    - সুনিকেত চৌধুরী।  

    তুমি আসবে জেনেও নিরুত্তাপ, নিরুত্তর, নিরাসক্ত কেন মন আমার
    বলতে পারিনা কেন কানে কানে  "এসো, এবার তোমায় ভালোবেসে ভালোবাসি !"
    জ্বরাজীর্ণ জাজিম জুবুথুবু, জমে যাওয়া বেদনার নীল গভীরতর
    চব্বিশের চৌহদ্দি ছাড়িয়েছে সীমানা পথ হারিয়েছে দিগন্তে
    কোথায় পাবো সেদিনের সেই সোনাঝরা সন্ধ্যা?
    তার চেয়ে এইভালো স্মৃতিতে উজ্জ্বল তারা ভরা আকাশের সেই নীরবতা
    তারপরে হেঁটে হেঁটে পথ ভুলে যাওয়া !
    স্পন্দিত ইথারে কমনীয় কামনার কারুকাজে
    সাবলীল সাযুজ্যে সম্প্রসারিত হৃদয়ের সবগুলো কোষে
    একদার উজ্জীবিত অনুরণন এখনো ভেসে আসে
    দূরের  কোন বন্দর হতে।  শুভ হোক যাত্রা তোমার !


     http://www.alokrekha.com

    4 comments:

    1. কামরুজ্জামান হীরাSeptember 17, 2018 at 5:36 PM

      ভালোলাগার কবিতা মানে কবি সুনিকেতের কবিতা। আজ বেশ কিছুদিন পর তার কবিতা পেলাম। এবারের কবিতা অন্য রকমের হোক না সে প্রেমের কবিতা। কবি সুনিকেতের সার্থকতা এখানেই যে তিনি প্রতি কবিতা ভিন্নভাবে পরিবেশন করেন যদিও বিষয় বস্তু এক হোক না কেন। সে আসবে জেনেও নিরুত্তাপ, নিরুত্তর, নিরাসক্ত কেন মন কবির
      বলতে পারিনা কেন কানে কানে "এসো, এবার তোমায় ভালোবেসে ভালোবাসি !" দারুন ভাবে মনের নিগূঢ় কথা দুটো পংতিতে তুলে ধরেছেন.অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    2. সুনিকেত চৌধুরী'র - যাত্রা শুভ হোক ! কবিতায় কবির স্মৃতিতে উজ্জ্বল কথোপথন প্রতিফলিত হয়েছে।জমে যাওয়া বেদনার নীল গভীরতর সীমানা পথ হারিয়েছে দিগন্তে
      কোথায় পাবো সেদিনের সেই সোনাঝরা সন্ধ্যা? স্মৃতিতে উজ্জ্বল তারা ভরা আকাশের সেই নীরবতা তারপরে হেঁটে হেঁটে পথ ভুলে যাওয়া !কবির নিরন্তন ব্যথার প্রকাশ। তাই দূর থেকে বলেছেন যাত্রা শুভ হোক। শুভেচ্ছা কবি আরো লিখুন। আপনার অভিজ্ঞতায় আমরা আলোকিত হই।

      ReplyDelete
    3. মোহন সিরাজীSeptember 17, 2018 at 6:22 PM

      রাতে যখন ঘুম আসে না তখন নেটে বসে খুটিখাটি করি। তখন প্রিয় কাজ আলোকরেখা পড়া খুঁটিয়ে খুঁটিয়ে আগের লেখা পরের লেখাগুলো পড়া। আর নতুন কিছু পেলেতো কোথায় নেই। আজ কবি সুনিকেতের যাত্রা শুভ হোক কবিতাটা পরে ভালো লাগলো।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির গভীর প্রকাশ।আঁকড়ে ধরা .কবির অভিমানী চেতনার অভিব্যক্তি এই কবিতা।তাইতো তিনি বলেছেন "সাবলীল সাযুজ্যে সম্প্রসারিত হৃদয়ের সবগুলো কোষে একদার উজ্জীবিত অনুরণন এখনো ভেসে আসে দূরের কোন বন্দর হতে। শুভ হোক যাত্রা তোমার !" নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি। শুভ হোক আলোকরেখার পথ। আমরা আলোকরেখার সাথেই আছি। এখানে আমরা নিত্যনতুন জ্ঞানের অন্বষণে পাই।

      ReplyDelete
    4. 'যাত্রা শুভ হোক' কবিতা এবং কবি সুনিকেত চৌধুরীর উপস্থিতিতে আলোকরেখা প্রানবন্ত, সজীব। এখানে কবির অভিব্যাক্তি পাঠক হৃদয় করে তুলে ভারাক্রান্ত। "এসো, এবার তোমায় ভালোবেসে ভালোবাসি!"--ভালবাসার এমন গভীর প্রকাশ এবং একই সাথে 'জ্বরাজীর্ণ জাজিম জুবুথুবু, জমে যাওয়া বেদনার নীল গভীরতর...' যেন বেদনায় নিমজ্জিত কবির অন্তঃস্থলের করুণ আকুতি। সুনিকেত চৌধুরীর সহজ সরল প্রকাশ প্রছন্ন আবেদন তৈরি করে মনকে অজানা এক কষ্টবোধের গভীর অনুভুতিতে আচ্ছন্ন করে । কবিতার ভেলায় কবির যাত্রা শুভ হোক! শুভকামনা নিরন্তর!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ