আশনা
-সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
http://www.alokrekha.com
-সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
আসলে
আমাকে চাওয়াটা তোমার অনাদিকালের কামনা
তাইতো
তুমি আমায় খোঁজো শরীরের ভাঁজে ভাঁজে
মনের
গভীরতা বা চোখের নীলিমায়
নয় -
কিন্তু
আমার মনের ভেতর যে মনের মানুষের ভীষণ আশনা।
অসীম
ঘন হৃদয়ের গভীরতায় বা বিশাল পৃথিবীর
বুকে
কখনো সে কাছে আসে -
তাকে
পাবো বলেই ঘুরে চলেছি পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তরে
আর
এই ঘোরার নাম দিয়েছি "ভালোবাসা"--
থেমে
যেত এই পথ চলা
যদি দুজনার সাথে দেখা
হত দুজনার
কবিতায়
এত কথা লিখি তবুও তার দেখা মেলে না।
http://www.alokrekha.com
আশনা কবিতায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় তার মনের আশা ব্যক্ত করেছেন। মনের মানুষ আমরা পাই তা আমাদের মনের গহীনের আশনা হয় না প্রায়। তাইতো পৃথিবীর ঘুরে চলেছেন কবি তার কবিতায় ভালোবাসার অশনায়। এখানেই কবির কবিতার সার্থকতা। শুভেচ্ছা কবিকে। আলোকরেখাকে ধন্যবাদ আরেকজন নতুন কবিকে পরিচিত করিয়ে দেবার জন্য।
ReplyDeleteআশনা কবিতায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় তার হৃদয় নিংড়ানো অনুভূতির গভীর প্রকাশ করেছন ।গহীন জগতে মনের মানুষের চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি. এখানেই কবির কবিতার সার্থকতা। শুভেচ্ছা কবিকে। আলোকরেখাকে ধন্যবাদ আরেকজন নতুন কবিকে পরিচিত করিয়ে দেবার জন্য।
ReplyDeleteআশনা কবিতায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বাস্তব জীবনের চিত্র তুলে ধরেছেন। আমরা যাকে মনের মানুষ ভেবে মনে ধারণ করি। সেই খোঁজ রাখে না মনের। খুঁজে ফেরে দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে।কিন্তু মনের ভেতরেই রয়ে যাই মনের মানুষের খোঁজ। যে আমার মন বুঝবে আমাকে বুঝবে। চোখের নীলিমায় বিলীন হবে। বাস্তবে তা হয় না। তাইতো কবির মনের গহীনে মনের মানুষের এই আশনা। খুব ভালো লাগলো কবিতাখানি। কবিকে অনেক শুভেচ্ছা।
ReplyDeleteআশনা
ReplyDelete-সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
চমৎকার পরিছন্ন একটা কবিতা।
কবিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
আশনা
ReplyDelete-সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
" থেমে যেত এই পথ চলা যদি দুজনার সাথে দেখা হত দুজনার
কবিতায় এত কথা লিখি তবুও তার দেখা মেলে না। "
কি সুন্দর কথা ,চমৎকার ভাব।
কবিকে ধন্যবাদ