- আশরাফ আলী
আমাদের প্রতিদিন যখন দৈনন্দিন হয়ে পড়ে, তোমার সাথে আমার নতুন উদ্যমে
"তুমি এলে - অনেকদিনের পরে
যেন বৃষ্টি এলো" র মত হয় না তখন বুঝে নিও সময় হয়েছে নতুন করে জানাজানির, নতুন করে কথা বলার। সময় হয়েছে এক বৈশাখে দেখা হয়ে জ্যৈষ্ঠের
পরিচয়ের সেই মাসগুলোতে ফিরে যাবার। যাতে
করে আবার নতুন করে "না জানি কি হয় -
না জানি কি হয় "এর বন্দরে পৌঁছে যাওয়া যায় !
আমাদের জীবনে, আমাদের সম্পর্কে যদি লোনা পানি এসে বেসুরো করে দেয় আমাদের দ্বৈত কিংবা
সমবেত সংগীত, যদি বারান্দার বেলী ফুলের গন্ধ মাতাল আর করে না উদ্বেলিত হৃদয়কে, যদি অন্তর্হিত হয় সমুদয় সমীরণ - তাহলে তাকে মেসেজ পাঠিও "না, না, আজ নয়, বলবো শনিবার বিকেলে, কোথায় বেড়াতে যাব রবিবার সকালে
!" জীবনের সব প্রশ্নের উত্তর পেয়ে
গেলে, সব আশা পূর্ণ হলে,
সব অংক মিলে গেলে কাল সকালে ঘুম থেকে জেগে "এইখানে
তুমি যদি একটা চিহ্ন রেখে যেতে , বলে যেতে আবার আসবে তুমি ভালোবেসে ভালোবাসতে " এই
অভিযোগের ঘোমটা মাথায় দিয়ে নতুন উদ্দমে নতুন আর একটা দিন শুরুর কিংবা নতুন একটা
কবিতা লিখার অজুহাত তো খুঁজে পাওয়া যেত না !
আর তাই অনেকদির পরে দেখা হওয়ার আশা, এই যে একটুখানি পাওয়া, এই যে ভালোলাগার পরশ মাখা আচ্ছন্ন
হয়ে থাকা মন - তা পুজোর আরতি বা ধ্যানমগ্ন পুরুতের মন্ত্রোচ্চারণ এর মত পবিত্রতম
একটি ক্ষণ ! আর সে কারণেই সকালের সবকটি মেঘেদের যে নাঁচ, আকাশ ভরা বাতাস, মুক্তোর মত ঝরে পড়া রোদ - তার
সবটুকু তোমায় দিলাম!
http://www.alokrekha.com
খুব ভালো লাগলো লেখক আশরাফ আলীর লেখাটা পড়ে।
ReplyDeleteএই লেখকের লেখা অনেকদিন পরে দেখলাম।
ReplyDeleteলেখাটা খুব ছোট তবে বেশ ভালোই হয়েছে।
উচ্চ মানের বলা যায়। অনেকবার পড়লাম।
পড়ে ভালোই লাগলো।
শুভেচ্ছা রইলো
আশরাফ আলীর বরাবরই বেশ ভালোই হয়।
ReplyDeleteএবার তাই হয়েছে।
'"এইখানে তুমি যদি একটা চিহ্ন রেখে যেতে ,
বলে যেতে আবার আসবে তুমি ভালোবেসে ভালোবাসতে "
কি সুন্দর কথা।
অনেক অভিনন্দন
"আর সে কারণেই সকালের সবকটি মেঘেদের যে নাঁচ,
ReplyDeleteআকাশ ভরা বাতাস, মুক্তোর মত ঝরে পড়া রোদ -
তার সবটুকু তোমায় দিলাম!"
চমৎকার কথা। বোরো ভালো লাগলো।
তবে কোথায় যেন একটা বিরহের আভাস পেলাম।
অনেক ধন্যবাদ আর অভিনন্দন
যে কোন সম্পর্ককে লালন পালন করতে হয়। লেখক আশরাফ আলীর লেখায় তা অতি উত্তম রূপে ধরা দিয়েছে। সম্পর্ক শুধু বহন করলেই চলে না -যখনি আর আগের তন্ত্রীতে সুর বাজে না বুঝতে হবে তারগুলোকে নতুন করে বাঁধতে হবে। খুব সুন্দর লেখা। অনবদ্য উপমা। অনেক ভালোলাগা লেখক কে।
ReplyDeleteসহজ ভাবে অভিনব উপমায় লেখা। দৈন্দন্দিন টানা পড়নে সম্পর্কে লোনা জল এসে লাগে -মরিচ ধরে। তখন বুঝতে হবে ,সেই সম্পর্ককে আবার নতুন করে ঝালাই করার সময় এসেছে -এসেছে নতুন করে পরিচর্যা করার। আমাদের জীবনে, আমাদের সম্পর্কে যদি লোনা পানি এসে বেসুরো করে দেয় আমাদের দ্বৈত কিংবা সমবেত সংগীত, যদি বারান্দার বেলী ফুলের গন্ধ মাতাল আর করে না উদ্বেলিত হৃদয়কে,তখন বুঝে নিতে হবে নতুন করে জানাজানির সময় এসেছে। ছোট্ট পরিসরে দারুন অনবদ্য লেখা যা প্রাণে ধরে। শুভেচ্ছা লেখককে। ভালো থাকবেন।
ReplyDeleteআমাদের প্রতিদিন ! - আশরাফ আলী
ReplyDeleteপড়লাম , ভালোই লাগলো ,মন্দ নয়।
সুন্দর উপস্থাপন , গভীর ভাষা।
অনেক শুভেচ্ছা
খুব ভালো লিখেছেন, বেশ ভালো লাগলো।
ReplyDeleteপড়ার মতো। অনেকবার পড়লাম।
অনেক ধন্যবাদ
“দারুন ! এখানে মানুষের জীবনের
ReplyDeleteমিল গল্পকে এক অন্য মাত্রা দান করেছে।
খুবই সুন্দর উচ্চমানের লেখা।
আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা”
চমৎকার বিষয়বস্তু আর ভাব।
ReplyDeleteঅপরূপ প্রকাশ ভঙ্গি , পড়ে ছবির মতো
মনে ভেসে ওঠে সবকিছু
.লেখকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
আরো লেখা আশা করছি
ভালো থাকবেন
অপূর্ব লেখাটি পড়তে পড়তে ভাবনা
ReplyDeleteআর স্বপ্নের জোকটা হারিয়ে গিয়েছিলাম।
খুবইমন ছোয়া একটি চমৎকার লেখা ।
লেখককে অনেক শুভেচ্ছা। আলোকরেখাকে ধন্যবাদ
এমন গুণী লেখকদের আনার জন্য।
অসামান্য এক ব্যাঞ্জনা দান করেছেন এই লেখাটি।
ReplyDeleteজীবন্ত হয়ে অসাধারন আবেদন তৈরী করেছে।
ধন্যবাদ লেখককে-এমন সুখপাঠ্য লেখা উপহার দেয়ার জন্য।
শিগগিরি লেখবেন আবার। অপেক্ষায় রইলাম।
হালের কবি আশরাফ আলী
ReplyDeleteকবিতা লেখেন হালি হালি
কমেন্ট যদি না পান
মন ভেঙে তার খান খান
তিনি হলেন এমন কবি
বাহাবা পাবার বড্ডো লোভী
তাই পাঠক সুধী আছেন যত
কমেন্ট দেবেন শত শত