আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আমাদের প্রতিদিন ! - আশরাফ আলী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আমাদের প্রতিদিন ! - আশরাফ আলী




    আমাদের প্রতিদিন !
    - আশরাফ আলী


    আমাদের প্রতিদিন যখন দৈনন্দিন হয়ে পড়ে, তোমার সাথে আমার  নতুন উদ্যমে   "তুমি এলে  - অনেকদিনের পরে যেন বৃষ্টি এলো" র মত হয় না তখন বুঝে নিও সময় হয়েছে নতুন করে জানাজানির, নতুন করে কথা বলার।  সময় হয়েছে এক বৈশাখে দেখা হয়ে জ্যৈষ্ঠের পরিচয়ের সেই মাসগুলোতে ফিরে যাবার।  যাতে করে  আবার নতুন করে "না জানি কি হয় - না জানি কি হয় "এর বন্দরে পৌঁছে যাওয়া যায় !

    আমাদের জীবনে, আমাদের সম্পর্কে যদি লোনা  পানি এসে বেসুরো করে দেয় আমাদের দ্বৈত কিংবা সমবেত সংগীত, যদি বারান্দার বেলী ফুলের গন্ধ মাতাল আর করে না উদ্বেলিত হৃদয়কে, যদি অন্তর্হিত হয় সমুদয় সমীরণ  - তাহলে তাকে মেসেজ পাঠিও "না, না, আজ নয়, বলবো শনিবার বিকেলে, কোথায় বেড়াতে যাব রবিবার সকালে !"  জীবনের সব প্রশ্নের উত্তর পেয়ে গেলে, সব আশা পূর্ণ হলে, সব অংক মিলে গেলে কাল সকালে ঘুম থেকে জেগে "এইখানে তুমি যদি একটা চিহ্ন রেখে যেতে , বলে যেতে আবার আসবে তুমি ভালোবেসে ভালোবাসতে " এই অভিযোগের ঘোমটা মাথায় দিয়ে নতুন উদ্দমে নতুন আর একটা দিন শুরুর কিংবা নতুন একটা কবিতা লিখার অজুহাত তো খুঁজে পাওয়া যেত না ! 


    আর তাই অনেকদির পরে দেখা হওয়ার আশা, এই যে একটুখানি পাওয়া, এই যে ভালোলাগার পরশ মাখা আচ্ছন্ন হয়ে থাকা মন - তা পুজোর আরতি বা ধ্যানমগ্ন পুরুতের মন্ত্রোচ্চারণ এর মত পবিত্রতম একটি ক্ষণ ! আর সে কারণেই সকালের সবকটি মেঘেদের যে নাঁচ, আকাশ ভরা বাতাস, মুক্তোর মত ঝরে পড়া রোদ - তার সবটুকু তোমায় দিলাম!
     http://www.alokrekha.com

    13 comments:

    1. নাসির হোসেনOctober 3, 2018 at 11:07 PM

      খুব ভালো লাগলো লেখক আশরাফ আলীর লেখাটা পড়ে।

      ReplyDelete
    2. শিরিন সুলতানাOctober 3, 2018 at 11:51 PM

      এই লেখকের লেখা অনেকদিন পরে দেখলাম।
      লেখাটা খুব ছোট তবে বেশ ভালোই হয়েছে।
      উচ্চ মানের বলা যায়। অনেকবার পড়লাম।
      পড়ে ভালোই লাগলো।
      শুভেচ্ছা রইলো

      ReplyDelete
    3. জাফর ইকবালOctober 4, 2018 at 12:44 AM

      আশরাফ আলীর বরাবরই বেশ ভালোই হয়।
      এবার তাই হয়েছে।
      '"এইখানে তুমি যদি একটা চিহ্ন রেখে যেতে ,
      বলে যেতে আবার আসবে তুমি ভালোবেসে ভালোবাসতে "
      কি সুন্দর কথা।
      অনেক অভিনন্দন

      ReplyDelete
    4. শর্মিষ্ঠা দাসগুপ্তOctober 4, 2018 at 12:54 AM

      "আর সে কারণেই সকালের সবকটি মেঘেদের যে নাঁচ,
      আকাশ ভরা বাতাস, মুক্তোর মত ঝরে পড়া রোদ -
      তার সবটুকু তোমায় দিলাম!"
      চমৎকার কথা। বোরো ভালো লাগলো।
      তবে কোথায় যেন একটা বিরহের আভাস পেলাম।
      অনেক ধন্যবাদ আর অভিনন্দন

      ReplyDelete
    5. মহুয়া রায়October 4, 2018 at 4:25 PM

      যে কোন সম্পর্ককে লালন পালন করতে হয়। লেখক আশরাফ আলীর লেখায় তা অতি উত্তম রূপে ধরা দিয়েছে। সম্পর্ক শুধু বহন করলেই চলে না -যখনি আর আগের তন্ত্রীতে সুর বাজে না বুঝতে হবে তারগুলোকে নতুন করে বাঁধতে হবে। খুব সুন্দর লেখা। অনবদ্য উপমা। অনেক ভালোলাগা লেখক কে।

      ReplyDelete
    6. মোহন সিরাজীOctober 4, 2018 at 4:58 PM

      সহজ ভাবে অভিনব উপমায় লেখা। দৈন্দন্দিন টানা পড়নে সম্পর্কে লোনা জল এসে লাগে -মরিচ ধরে। তখন বুঝতে হবে ,সেই সম্পর্ককে আবার নতুন করে ঝালাই করার সময় এসেছে -এসেছে নতুন করে পরিচর্যা করার। আমাদের জীবনে, আমাদের সম্পর্কে যদি লোনা পানি এসে বেসুরো করে দেয় আমাদের দ্বৈত কিংবা সমবেত সংগীত, যদি বারান্দার বেলী ফুলের গন্ধ মাতাল আর করে না উদ্বেলিত হৃদয়কে,তখন বুঝে নিতে হবে নতুন করে জানাজানির সময় এসেছে। ছোট্ট পরিসরে দারুন অনবদ্য লেখা যা প্রাণে ধরে। শুভেচ্ছা লেখককে। ভালো থাকবেন।

      ReplyDelete
    7. জেসমিন সুলতানাOctober 4, 2018 at 9:57 PM

      আমাদের প্রতিদিন ! - আশরাফ আলী
      পড়লাম , ভালোই লাগলো ,মন্দ নয়।
      সুন্দর উপস্থাপন , গভীর ভাষা।
      অনেক শুভেচ্ছা

      ReplyDelete
    8. বিপাশা সেনOctober 4, 2018 at 10:14 PM

      খুব ভালো লিখেছেন, বেশ ভালো লাগলো।
      পড়ার মতো। অনেকবার পড়লাম।
      অনেক ধন্যবাদ

      ReplyDelete
    9. শিমুল বিল্লাহOctober 4, 2018 at 10:24 PM

      “দারুন ! এখানে মানুষের জীবনের
      মিল গল্পকে এক অন্য মাত্রা দান করেছে।
      খুবই সুন্দর উচ্চমানের লেখা।
      আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা”

      ReplyDelete
    10. ফারুক হোসাইন সিরাজীOctober 4, 2018 at 11:19 PM

      চমৎকার বিষয়বস্তু আর ভাব।
      অপরূপ প্রকাশ ভঙ্গি , পড়ে ছবির মতো
      মনে ভেসে ওঠে সবকিছু
      .লেখকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
      আরো লেখা আশা করছি
      ভালো থাকবেন

      ReplyDelete
    11. রিজওয়ানা কবিরOctober 4, 2018 at 11:31 PM

      অপূর্ব লেখাটি পড়তে পড়তে ভাবনা
      আর স্বপ্নের জোকটা হারিয়ে গিয়েছিলাম।
      খুবইমন ছোয়া একটি চমৎকার লেখা ।
      লেখককে অনেক শুভেচ্ছা। আলোকরেখাকে ধন্যবাদ
      এমন গুণী লেখকদের আনার জন্য।

      ReplyDelete
    12. ফাতে আলী চৌধুরীOctober 4, 2018 at 11:54 PM

      অসামান্য এক ব্যাঞ্জনা দান করেছেন এই লেখাটি।
      জীবন্ত হয়ে অসাধারন আবেদন তৈরী করেছে।
      ধন্যবাদ লেখককে-এমন সুখপাঠ্য লেখা উপহার দেয়ার জন্য।
      শিগগিরি লেখবেন আবার। অপেক্ষায় রইলাম।

      ReplyDelete
    13. হালের কবি আশরাফ আলী
      কবিতা লেখেন হালি হালি
      কমেন্ট যদি না পান
      মন ভেঙে তার খান খান
      তিনি হলেন এমন কবি
      বাহাবা পাবার বড্ডো লোভী
      তাই পাঠক সুধী আছেন যত
      কমেন্ট দেবেন শত শত

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ