সুখ দুঃখ -শোক বিরক্ত আনন্দ নিয়েই আমার যোবনের এই সব দিন রাত্রি। কবি মেহরাব রহমানের কবিতা জীবনের কথা বলে।আমাদের সকলের ভেতর বসত করে এক ঘর এক দুঃখ নগর এবং শেষহীন এক আনন্দ শহর। কবির সার্থকতা এখানেই যে এই যে ভেতরের বসতিকে তিনি অংকিত করেছে সরল অথচ বাস্তবতায়। খুব ভালো লাগলো। দারুন কবিতা।
কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জীবনের কখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা।যন্ত্রণার অসুখ স্মৃতির ছায়া মত আঁকড়ে ধরে.কবির চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি.
উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
শেষের স্তবকের কয়েকটা পংতিতে কবি আমাদের জীবনকে প্রতিফলিত করেছেন। প্রশ্ন করেছেন প্রচন্ড ঝড়ের পর নিস্তব্ধ সন্ধ্যায় আবারকি উদিত হবে ?কে জানে ?এই প্রশ্ন কি আমাদের সার্বজনীন প্রশ্ন নয় ? অনবদ্য কবিতা বরাবরের মতই. অনেক শুভেচ্ছা কবি।
সুখ দুঃখ -শোক বিরক্ত আনন্দ নিয়েই আমার যোবনের এই সব দিন রাত্রি। কবি মেহরাব রহমানের কবিতা জীবনের কথা বলে।আমাদের সকলের ভেতর বসত করে এক ঘর এক দুঃখ নগর এবং শেষহীন এক আনন্দ শহর। কবির সার্থকতা এখানেই যে এই যে ভেতরের বসতিকে তিনি অংকিত করেছে সরল অথচ বাস্তবতায়। খুব ভালো লাগলো। দারুন কবিতা।
ReplyDeleteকবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জীবনের কখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা।যন্ত্রণার অসুখ স্মৃতির ছায়া মত আঁকড়ে ধরে.কবির চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি.
ReplyDeleteদারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!আবাহন আলোর নতুন দিনের! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDeleteউত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteশেষের স্তবকের কয়েকটা পংতিতে কবি আমাদের জীবনকে প্রতিফলিত করেছেন। প্রশ্ন করেছেন প্রচন্ড ঝড়ের পর নিস্তব্ধ সন্ধ্যায় আবারকি উদিত হবে ?কে জানে ?এই প্রশ্ন কি আমাদের সার্বজনীন প্রশ্ন নয় ? অনবদ্য কবিতা বরাবরের মতই. অনেক শুভেচ্ছা কবি।
ReplyDelete