যেতে
চাই তোমার সাথে।
http://www.alokrekha.com
- সুনিকেত
চৌধুরী
গুঞ্জরিত
গহনে তাল-বেতালের লহরা দিয়ে
সপ্তর্ষি
যখন মধ্যগগনে
নিকষ
কালো আনন্দ গ্রাস করে নেয়
সকলের
সামন-পেছন
এদিক-সেদিক চারিদিক !
গম্বুজ
কিংবা মিনারের উচ্চতার মাপ
মাত্রাহীন
তখন !
নিবেদনের
একান্ততা
অজানা
কোন তারের প্রলম্বিত কম্পন
সেই
সাথে আর্তি " হেথা নয়, অন্য কোথাও
অন্য
কোনখানে" নিয়ে যাবে আমাদের
অনন্ত
পরিভ্রমণের আরেক মহাদেশে
আরেক
কোন একটা কিছুতে l
যেখানে
শুধুই অনন্ত অস্তিত্ব !
যাওয়া
নেই - আসা
নেই
নেই
হ্যালো অথবা গুডবাই !
আমি
চাই সেই খানে যেতে
তোমার
হাত ধরে
অস্তিত্ত্বহীন
সেই অস্তিত্বে !
http://www.alokrekha.com
আজ বহুদিন পর কবি সুনিকেতের লেখা পেলাম। আমাদের প্রিয় কবির লেখা না পেলে কেমন শূন্য লাগে। আলোকরেখা পড়ার আনন্দ তেমনটি উপলব্ধ হয় না। আজকের কবিতা কোন মন্তব্যের মুখাপেক্ষী নয় বরং নিজ গুনে উদ্ভাসিত।
ReplyDeleteঅনেক দিন পর কবি সুনিকেতের কবিতা পেলেম।এই কবিতায় কবি আমাদের নিয়ে গেছেন অন্যলোকে অনন্ত পরিভ্রমণের। কবি বলেছেন "আমি চাই সেই খানে যেতে তোমার হাত ধরে
ReplyDeleteঅস্তিত্ত্বহীন সেই অস্তিত্বে !" এ চাওয়া আমাদের সবার। অনন্য সাধারণ এক লেখা। অনেক ভালো বাসা কবি।
দারুন কবিতা ও অভিব্যক্তি। উত্কৃষ্ট চমৎকার উচ্চ মার্গের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। আলোকরেখাকে ও কবি সুনিকেত চৌধরী অনেক ধন্যবাদ ও শুভেছা।
ReplyDeleteএত দিন পর প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতা পেয়ে মনটা ভোরে গেল -এখানেই কবির সার্থকতা। কি ভাষায় প্রকাশ- শব্দ ও ভাবের সাথে মনকাড়া এক কবিতা। সুফিবাদের সাথে অনেক মিল খুঁজে পাওয়া যায়। অনবদ্য। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
ReplyDeleteস্বচ্ছন্দগতি ও অনবদ্য শব্দে কবিতায় প্রকাশিত হয়েছে এক উচ্চ মার্গের ভাব ধারা। কবিতার অন্তস্থলে রয়েছে গভীর ভাব যা কবিতাকে কবি নিয়ে গেছেন এক অন্য জগতে। তাই তো তিনি বলতে পেরেছেন "হেথা নয়, অন্য কোথাও
ReplyDeleteঅন্য কোনখানে" নিয়ে যাবে আমাদের
অনন্ত পরিভ্রমণের আরেক মহাদেশে
আরেক কোন একটা কিছুতে l
যেখানে শুধুই অনন্ত অস্তিত্ব !" অনেক ভালোবাসা আমাদের কবি।
অনন্তলোকের পরিভ্রমণে মানুষের সঙ্গী থাকেনা, সে আরেক মহাদেশ, অন্য কোন কিছু!
ReplyDelete‘আমি চাই সেই খানে যেতে
তোমার হাত ধরে
অস্তিত্ত্বহীন সেই অস্তিত্বে! প্রিয় হাত ধরে সেই অস্তিত্ত্বহীন অস্তিত্বের অজানালোকে যাওয়ার আকুতি এক অসাধারণ আবেদন তৈরি করেছে। মানুষ মানুষীর অনন্ত প্রেমের গভীর আধ্যাত্মিক অভিব্যাক্তি প্রকাশে সুনিকেত চৌধুরী অনবদ্য । কবির কলম তাঁর নিজ স্বচ্ছন্দ গতিতে বয়ে যাক নিরবধি! শুভকামনা নিরন্তর!