অনুভবে তোমাকে
গীতালি চক্রবর্তী
শিশির ভেজা ঘাসে যখন পা রাখি
তোমার পরশ আমি অনুভব করি।
উষশীর রোদের উষ্ণতা আমাকে দেয়
তোমার বুকের উত্তাপের ছোঁয়া
যার আবেশে "আমি " জেগে উঠি।
সূর্যাস্তের রক্তিম আভা যখন
তোমার কপোলে চুম্বন আঁকে
অনুভবে আমি তোমাকে পাই
আপ্লুত হই তোমার মাঝে ।
ঝিরঝির বৃষ্টি দিয়ে
তুমি আমাকে স্পর্শ কর
ঠি--ক বিকেলের মিঠে রোদের মত
আমি ডুবে যায় নিজের গভীরে।
বসন্তের নির্মল বাতাস যখন
আমার খোলা চুল উড়িয়ে নেয়
মনে ভাবি তোমার অঙ্গুলির খেলা
সে খেলা আমায় শিহরিত করে।
যখন সবুজ কিশলয় আমার
ঠোট ছুঁয়ে যায়
তোমার নিঃশ্বাসের অস্তিত্ব
আমায় বিহবল করে
আমি একাকার হয় তোমার মাঝে।
তোমার আবেশ ও অনুভব নিয়ে
আমার দিন কাটে ,কাটে নিদ্রাহীন রাত।
উর্ণভের মত জাল বুনে চলেছি প্রতি মুহূর্তে
এ আমার অতীত বর্তমান আর ভবিষ্যৎ
তোমারও কি তাই ?
http://www.alokrekha.com
"অনুভবে তোমাকে" কবিতায় গীতালি চক্রবর্তী অনুভবের কথা বলেছেন।অনুভব তাজে পাবার অনুভবে তাকে ছোঁয়ার।সূর্যাস্তের রক্তিম আভা যখন কপোলে চুম্বন আঁকে অনুভবে তাকে খুঁজে পাই আপ্লুত হয় তারই মাঝে । প্রেমের স্পর্শে বিলীন হওয়া তবুও কবির প্রশ্ন তোমারও কি তাই ? এই যে পাওয়া না পাওয়ার -ছোঁয়া না ছোঁয়ার দ্বন্দ অনবদ্য করেছে এই কবিতাকে।কবিকে অফুরন্ত শুভেচ্ছা ও আরো নিয়মিত লেখা পাবার আশায় অপেক্ষায় রইলাম।
ReplyDelete"অনুভবে তোমাকে" কবিতায় গীতালি চক্রবর্তী'র একটা চমৎকার প্রেমের কবিতা! প্রেমের অনুভব তার ভাবনা ও নিঃশ্বাসে অস্তিত্বে তাকে পাবার প্রতিফলন অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।
ReplyDelete"অনুভবে তোমাকে" কবিতায় গীতালি চক্রবর্তী'র দারুন কবিতা ও প্রেমের অভিব্যক্তিময়। উত্কৃষ্ট চমৎকার প্রেম বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteকবি আপনার অনুভবগুলো মনের গভীরের চেতনা ও বীজমন্ত্র হওয়াটা একান্তভাবে কাম্য ও উচিৎ আজকের এই চরম নৈতিক অবক্ষয়ের সময়। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কবি গীতালি চক্রবর্তীকে। আলোকরেখাকে ধন্যবাদ জানাই এমন একজন গুণী কবির লেখায় আমাদের সমৃদ্ধ করার জন্য।
ReplyDelete