আবার আমি
তোমার হাতে
রাখবো বলে
হাত
গুছিয়ে নিয়ে জীবনখানি উজান ডিঙি বেয়ে
এসেছি সেই উঠোনটিতে গভীর করে রাত
দেখছ না কি চাঁদের নীচে দাঁড়িয়ে কাঁদি দুঃখবতী মেয়ে!
আঙুলগুলো কাঁপছে দেখ, হাত বাড়াবে কখন?
কুয়াশা ভিজে শরীরখানা পাথর হয়ে গেলে?
হাত ছাড়িয়ে নিয়েছিলাম বর্ষা ছিল তখন,
তখন তুমি ছিঁড়ে খেতে আস্ত কোনও নারী নাগাল পেলে।
শীতের ভারে ন্যুব্জ বাহু স্পর্শ করে দেখি
ভালবাসার মন মরেছে, শরীর জবুথবু,
যেদিকে যাই, সেদিকে এত ভীষণ লাগে মেকি।
এখনও তুমি তেমন আছ। বয়স গেল, বছর গেল, তবু।
নিজের কাঁধে নিজের হাত নিজেই রেখে বলি :
এসেছিলাম পাশের বাড়ি, এবার তবে চলি।
http://www.alokrekha.comগুছিয়ে নিয়ে জীবনখানি উজান ডিঙি বেয়ে
এসেছি সেই উঠোনটিতে গভীর করে রাত
দেখছ না কি চাঁদের নীচে দাঁড়িয়ে কাঁদি দুঃখবতী মেয়ে!
আঙুলগুলো কাঁপছে দেখ, হাত বাড়াবে কখন?
কুয়াশা ভিজে শরীরখানা পাথর হয়ে গেলে?
হাত ছাড়িয়ে নিয়েছিলাম বর্ষা ছিল তখন,
তখন তুমি ছিঁড়ে খেতে আস্ত কোনও নারী নাগাল পেলে।
শীতের ভারে ন্যুব্জ বাহু স্পর্শ করে দেখি
ভালবাসার মন মরেছে, শরীর জবুথবু,
যেদিকে যাই, সেদিকে এত ভীষণ লাগে মেকি।
এখনও তুমি তেমন আছ। বয়স গেল, বছর গেল, তবু।
নিজের কাঁধে নিজের হাত নিজেই রেখে বলি :
এসেছিলাম পাশের বাড়ি, এবার তবে চলি।
নারীবাদী লেখক কবি তাসলিমা নাসরিনের " হাত " কবিতায় নারীর মনের কথা বিবৃত হয়েছে। জীবন ডিঙি বেয়ে সে তার সম্পুর্নকে বিলীন করে দিতে চাঁদের নীচে দাঁড়িয়ে দুঃখবতী মেয়ে! হাত বাড়িয়ে দিয়েও তার ছাড়িয়ে নেয় নিজেকে বাঁচাতে এই মেকি ভালোবাসা ও ছায়ার সাধনে। নারী মনের চিন্তন ও অনন্য ভাবের প্রকাশ এই কবিতায়। অনেক ভালোবাসা তাসলিমা নাসরিন।ভালো থেকো।
ReplyDeleteনারীবাদী লেখক কবি তাসলিমা নাসরিন আমার খুব প্রিয় একজন ব্যক্তিতব। তিনি মেয়েদের কথা বলেন তাদের বঞ্ছনা ।পুরুষ শাসিত সমাজে নারীদের মাথা উঁচু করে দাঁড়াবার কথা বলেন। মেয়েদের অধিকারের জন্য লড়াই করে আসছেন। আমি তাকে স্যালুট জানাই।
ReplyDelete“তাসলিমা নাসরিনের অসাধারণ কবিতা পেয়ে মনটা ভোরে গেল -এখানেই লেখিকার সার্থকতা। কি ভাষায় প্রকাশ- শব্দ ও ভাবের সাথে মনকাড়া এক কবিতা।
ReplyDeleteঅনেক অনেক শুভ কামনা আপনার জন্য।”
কবিতার মান খুব সুন্দর শব্দ ও ভাব যেভাবে
ReplyDeleteঅনুব্যক্ত হয়েছে তা সত্যি প্রশংসনীয়।
অনেক শুভেচ্ছা কবিকে। অলোকরাখাকে ধন্যবাদ
কবিতাটি প্রকাশ করার জন্য।
তাসলিমা নাসরিনকে আমার শুভেচ্ছা ,
যেখানেই থাকুন ভালো থাকুন।
আশা করি আবারো আমরা আপনাকে
বাংলাদেশে ফেরে পাবো।
নারীদের জন্ন লিখে যাবেন
Beautiful poem.Touched my heart.
ReplyDeleteWonderful to read Taslima Nasrin in Alokrekha.
My best wishes and support for her.
Expecting more poems from you.
You are a bright star for women'lib.
Hats off to you.
"শীতের ভারে ন্যুব্জ বাহু স্পর্শ করে দেখি
ReplyDeleteভালবাসার মন মরেছে, শরীর জবুথবু,
যেদিকে যাই, সেদিকে এত ভীষণ লাগে মেকি।
এখনও তুমি তেমন আছ। বয়স গেল, বছর গেল, তবু।
নিজের কাঁধে নিজের হাত নিজেই রেখে বলি :
এসেছিলাম পাশের বাড়ি, এবার তবে চলি।"
এমন সুন্দর গভীর কথা শুধু তাসলিমা নাসরিনই
এনং অসাধারণ ভাবে বলতে পারেন।
খুব ভালো লাগলো। আরো লেখা ও কবিতা আশা করি।
নারীবাদের জন্নো লিখে যাবেন।
ভাবনার সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করি।
অনেক অভিনন্দন আর শুভ কামনা।
ভালো থাকবেন
তসলিমা নাসরিন -হাত।
ReplyDeleteঅসাধারণ ,উত্কৃষ্ট, চমৎকার বোধের প্রকাশ।
অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও
রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।
আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
আরো কবিতা আশা করি।
ভালো থাকুন ,দীর্ঘায়ু হন ,
এই কামনা করি
"হাত" কবিতায় নারীবাদী তাসলিমা নাসরিন দারুন কবিতা ও গভীর ভাব অভিব্যক্তিময়। উত্কৃষ্ট চমৎকার বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। সব মিলিয়ে দারুন।
ReplyDeleteআলোকরেখায় আরো লিখবেন please . অপেক্ষায়ে রইলাম।
আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।”
অসাধারণ কবিতা।
ReplyDeleteঅনেকবার পড়লাম ,কান্না পেলো ,
চোখে হাত দিয়ে দেখি জল।
মনে হলো , আমার কথা বলছেন।
আমাদের কথা আপনার মতো করে আর কেউ বলে না।
কাছে পেলে আপনার কোলে মাথা রেখে আর একটু কাঁদতাম।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
" যেদিকে যাই, সেদিকে এত ভীষণ লাগে মেকি।"
ReplyDeleteঅপূর্ব ,অসাধারণ ,চমৎকার এক মন ছোঁয়া কবিতা।
সত্তি তো , মেকিদের মাঝেই জীবনটা কাটিয়ে গেলাম।
বলতে পারেন দিদি ? কোথায় গেলে আসল মানুষ পাবো ?
অনেক অভিনন্দন আর প্রানঢালা ভালোবাসা আপনার জন্য।
নিজের যত্ন নেবেন , যেখানেই থাকুন ভালো থাকুন , এই কামনা করি।
"হাত গুছিয়ে নিয়ে জীবনখানি উজান ডিঙি বেয়ে
ReplyDeleteএসেছি সেই উঠোনটিতে গভীর করে রাত"
দারুন, অতুলনীয় একটি বিরল কবিতা.
গভীর ভাবে মন ছুঁয়ে যায়। বহুবার পড়লাম।
আমার মতো কত নারী সাড়াটা জীবন শুধু
উজান বেয়ে গেল , পেলোনা তার স্বপ্নের ঘাট।
কবিকে অনেক ভালোবাসা।
নারীবাদী লেখিকা তাসলিমা নাসরিনের কবিতায় নারীর মনের কথা উঠে এসেছে। চাঁদের নিচে দাঁড়িয়ে দুঃখিনী মেয়ে। মনে হয় কত শত নারীর কণ্ঠ থেকে ভেসে আসছে এই কথা। আর কত কাল উজান বাইবে জগতের নারীরা ?চমৎকার ,কাল উপযোগী অসাধারণ এক বিপ্লবী কবিতা। তাই তাসলিমাকে জানাই বিপ্লবী সালাম। আপiনার সংগ্রামে আমরাও আছি আপনার সাথে। অনেক অভিনন্দন আর শুভেচ্ছা আপনাকে।
ReplyDeleteকবিতাটি পড়ে বেশ লাগলো।একেবারে রিদয়ের গভীরে যেয়ে দাগ কাটে।
ReplyDeleteপ্রতিটি শব্দ অতি সচেতনতার সাথে ব্যবহৃত।
বিষয়বস্তু চয়ন অনবদ্য। নামকরণ কবিতার সাথে সামঞ্জ্যষপূর্ন।
অতি সুন্দর মন ছোয়া কবিতা। আরো লিখবেন কবি ,আশায় থাকলাম।
তাসলিমা নাসরিনকে অনেক সাধুবাদ।