আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও অনুর ভিতর পরমাণু--------- মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    অনুর ভিতর পরমাণু--------- মেহরাব রহমান













    অনুর ভিতর পরমাণু
    মেহরাব রহমান

    হেমন্তের নবীন কুয়াশা মাড়িয়ে হাঁটি
    অচেনা বৈদেশ মাটি I
    হঠাৎ চমকে উঠি
    ভোরের কাক ডাকে ;
    কা-কা-কা কা-কা-কা
    সানি ধাপা মাগা রেসা
    বিষাদ কণ্ঠস্বর অনেকটা খাদে ;
    বুকের কিনারে জাগে ভূমিকম্প-বিস্ময় ;
    ঝোড়ো হাওয়া বয় ; আগ্নেয়গিরি-কম্পন I
    বিমূর্ত কালো কাকটা মূর্ত হয় মুহূর্তে
    কা-কা-কা কা-কা-কা l
    উড়ে যায় এক গাছ থেকে অন্য গাছে 
    পরদেশ থেকে
    যাপিত জীবনের জাহাজ ভিড়ে
    স্বদেশের বন্দরে l
    আহা সেই শীতের সকাল,
    ভোরের আনন্দকাক আমার পরম বন্ধু
    আমার শৈশব, কৈশোর. যৌবন
    সেই নন্দিত হাওয়া উড়ে উজানে l
    সোনারং ধুলো উড়ে ;
    তরুণ ঢাকার বুকের
    উপর দিয়ে দৌড়ে চলে ঘোড়ার গাড়ি l
    ঘোড়ার খুরের শব্দ
    খটাং খটাং খট 
    খটাং খটাং খট 
    আজও যেকোনও নিভৃত সন্ধ্যায়
    কিংবা একান্ত দিবালোকে  
    রোমাঞ্চ জাগায় অন্তর্মহলে l
    নগরায়ন, বিশ্বায়ন কেড়ে নিয়ে গেছে সব
    ঘষা কাচের ওপারে; দূরে বহু দূরে l
    আমাদের পায়ে পায়ে বেড়ি l
    শৃঙ্খলিত সবাই নিয়মের,
    ধর্মীয় অনুশাসনের কাছে l
    কতবার কারাগার ভেঙে
    উড়তে চেয়েছি মুক্ত আকাশে ;
    ডানা ভেঙে বারবার পড়ে গেছি ভূমিতে I
    একদিন নিশ্চয়ই ভরা পূর্ণিমায়
    নীলজোসনায় নীলাভ রাত্রিতে
    অথবা উজ্জ্বল সূর্যদিনে
    রূপবতী রুপালি আলোর ঝর্ণায়
    ফিরে যাবো নতজানু হয়ে
    চির চেনা উৎসে আমার ;
    শূন্যে-শূন্যে-শূন্যে-মহাশূন্যে I    

    ২১ সেপ্টেম্বর, ২০১৮

    টরন্টো
     http://www.alokrekha.com

    20 comments:

    1. নন্দিতা রায়October 5, 2018 at 5:12 PM

      কবি মেহরাব রহমানের "অনুর ভিতর পরমাণু"র প্রতিটি কবিতা নিজ গুনে অনন্য। প্রতিটির আবেদন ভিন্ন আপন মহিমায় অনবদ্য।" বিদেশের মাটিতে স্বদেশের স্বাদের আকাঙ্খা পরদেশ থেকে যাপিত জীবনের জাহাজ ভিড়ে স্বদেশের বন্দরে " এখানেই কবির সমস্ত কবিতাকে অনন্য করে তুলেছে। অভিনন্দন কবি।

      ReplyDelete
    2. বাহারউদ্দীনOctober 5, 2018 at 8:22 PM

      অসাধারণ এক কথায় ! পরবাসে দেশের বিমূর্ত মূর্ত্তি মুৰ্ত হয়েছে ! অনন্য উপমা কবিতাকে করেছ উচ্চ মানের ! পৃথ্থিবীর ঘনঘটা করেছে কবি হৃদয়কে করেছে উদ্বেলিত ! খুব ভাল লাগল ! অনেক অনেক ভালবাসা !

      ReplyDelete
    3. অমিত রায়October 5, 2018 at 8:45 PM

      " নগরায়ন, বিশ্বায়ন কেড়ে নিয়ে গেছে সব
      ঘষা কাচের ওপারে; দূরে বহু দূরে l
      আমাদের পায়ে পায়ে বেড়ি l
      শৃঙ্খলিত সবাই নিয়মের,
      ধর্মীয় অনুশাসনের কাছে l
      কতবার কারাগার ভেঙে
      উড়তে চেয়েছি মুক্ত আকাশে ;
      ডানা ভেঙে বারবার পড়ে গেছি ভূমিতে I " কবি আজকের প্রিথীবীর চলনান বা্রতা তুলে ধরেছেন

      ReplyDelete
    4. গিয়াসুদ্দিন তালুকদারOctober 6, 2018 at 2:11 PM

      চমৎকার। মানুষের জীবনের মিল কবিতাকে এক অন্য ও নুতন মাত্রা দান করেছে। খুবই সুন্দর উচ্চমানের কবিতা । আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা””

      ReplyDelete
    5. নাজনীন সুলতানাOctober 6, 2018 at 2:17 PM

      দারুন কবিতাটি পড়তে পড়তে ভাবনা আর স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিলাম। খুবইমন ছোয়া একটি অসাধারণ কবিতা । কবিকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা

      ReplyDelete
    6. শাগুফতা মেহজাবিনOctober 6, 2018 at 4:56 PM

      দারুন বিষয়বস্তু আর ভাব।
      অপরূপ প্রকাশ ভঙ্গি ,
      পড়ে পড়ে মনটা ভোরে গেল।
      লেখকে অনেক ধন্যবাদ আর
      শুভেচ্ছা আরো এমন কবিতা আশা করছি।
      অনেক শুভেচ্ছা রইলো।

      ReplyDelete
    7. বিপাশা সেনOctober 6, 2018 at 5:14 PM

      একের পর দারুন কবিতা লিখে চলেছেন
      কবি মেহরাব রহমান। কবিতাটি নিজ গুনে অনন্য।
      ভিন্ন আপন মহিমায় অনবদ্য।
      " কানাডায় বসে স্বদেশের স্বাদের
      আকাঙ্খা পরদেশ থেকে যাপিত জীবনের
      ভিড়ে স্বদেশের বন্দরে " এখানেই কবির সমস্ত
      কবিতাকে অনন্য করে তুলেছে।
      অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।

      ReplyDelete
    8. শাহনাজ করিমOctober 6, 2018 at 5:21 PM

      "একদিন নিশ্চয়ই ভরা পূর্ণিমায়
      নীলজোসনায় নীলাভ রাত্রিতে
      অথবা উজ্জ্বল সূর্যদিনে
      রূপবতী রুপালি আলোর ঝর্ণায়
      ফিরে যাবো নতজানু হয়ে
      চির চেনা উৎসে আমার ;
      শূন্যে-শূন্যে-শূন্যে-মহাশূন্যে"
      কি দারুন কথা। মন কেড়ে নেয়।
      কবি মেহরাবই পারেন এমন কথা বলতে।
      অনেক ভালোবাসা আর অভিনন্দন

      ReplyDelete
    9. চিত্রা সিনহাOctober 6, 2018 at 5:32 PM

      হেমন্তের নবীন কুয়াশা মাড়িয়ে হাঁটি
      অচেনা বৈদেশ মাটি "
      কবি মেহরাব রহমানের এ কথা পড়ে
      আমাদেরও মনটা কবির মতো কোথায়
      যেন হারিয়ে যায়। কিন্তু আমাদের তো
      কবির মতো এমন ভাষা নেই,
      তাই অমন করে বলতে পারি না।
      তাই কবিরা আমাদের মনের কথা বলে দেন।
      কবিকে অনেক অভিনন্দন

      ReplyDelete
    10. রেবেকা ইসলামOctober 6, 2018 at 5:50 PM

      আকাশে অনেক তারার মাঝে কবি মেহরা উজ্জল ধ্রুবো তারা।
      উনার অসাধারণ কবিতা গুলো পরে বার বার এ কথাই মনে হয়।
      যতই প্রশংসা করি ,কম মনে হয়।
      আরো কবিতার অপেক্ষায় রইলাম।
      অনেক ভালোবাসা নেবেন।

      ReplyDelete
    11. আহসান হাবিবOctober 6, 2018 at 6:11 PM

      অসাধারণ আরেকটি কবিতা।
      মেহরাব রহমানের কবিতাগুলো
      আমার চলার পথের সাথী হয়ে
      গিয়েছে। তাই তো অধীর অপেক্ষায়ে
      থাকি উনার কবিতার জন্নো।
      তাই আগামী কবিতা বেশি দেরি
      করবেন না যেন।
      ভালো থাকবেন, অনেক শুভ
      কামনা কবির জন্ন

      ReplyDelete
    12. মুফাফজাল হায়দার চৌধুরীOctober 6, 2018 at 6:37 PM

      অপরূপ কবিতা ,অনেকবার পড়লাম।
      "শৃঙ্খলিত সবাই নিয়মের,
      ধর্মীয় অনুশাসনের কাছে l
      কতবার কারাগার ভেঙে
      উড়তে চেয়েছি মুক্ত আকাশে ;
      ডানা ভেঙে বারবার পড়ে গেছি ভূমিতে"
      দারুন কথা , কিন্তু কবি , আমার তো
      মনে হয় না আপনি নিয়ম বা ধর্মীয় অনুশাসনের
      কাছে হার মেনেছেন।
      ভালো থাকবেন ,শুভেচ্ছা রইলো

      ReplyDelete
    13. দিলরুবা দেওয়ানOctober 6, 2018 at 7:02 PM

      "সোনারং ধুলো উড়ে ;
      তরুণ ঢাকার বুকের
      উপর দিয়ে দৌড়ে চলে ঘোড়ার গাড়ি "
      চমৎকার কবিতা ,দারুন ,অসাধারণ।
      প্রবাসে বসে এমন কথা পড়ে
      আমারও মোটা উদাস হয়ে যায় ,
      ঢাকার সোনালী ধুলোর জন্ন
      মনটা কেঁদে ওঠে। মনে হয়
      নির্বাসনে আছি। কবি মেহরাব
      রহমানের কবিতা পড়ে যেমন
      তৃপ্তি পাই তেমন মন উতলা
      হয়ে ওঠে। ভালো থাকবেন।
      অনেক ভালোবাসা

      ReplyDelete
    14. লায়লা করিমOctober 8, 2018 at 10:52 PM

      অনুর ভিতর পরমাণু : মেহরাব রহমান
      অপরূপ ভাবনা ,অসাধারণ ভাষা , চমৎকার উপস্থাপন।
      যতই বলি ,কম হবে।
      আগামী লেখার আশায় থাকবো
      অনেক শুভ কামনা

      ReplyDelete
    15. রাহাত খানOctober 8, 2018 at 11:02 PM

      কবিতাটির মাঝে যেন একটা চলমান গতি খুঁজে পেলাম।
      এখানেই বোধহয় উচ্চ মানের কবিদের সার্থকতা।
      ভাল থাকবেন এই কামনা করি

      ReplyDelete
    16. সুব্রত মজুমদারOctober 8, 2018 at 11:13 PM

      "আমাদের পায়ে পায়ে বেড়ি l
      শৃঙ্খলিত সবাই নিয়মের,
      ধর্মীয় অনুশাসনের কাছে "
      দারুন কবিতা।
      কবে আমাদের এ বেড়ি খুলবে ?
      ধর্মীয় অনুশাসনের কাছ থেকে
      আমরা কবে মুক্ত হতে পারবো ?
      বলতে পারেন , কবি????

      ReplyDelete
      Replies
      1. সুব্রত দা
        আমি সেই চেষ্টাই করে যাচ্ছি
        আমি হতাশ নই
        সেইদিন যেদিন আমরা আমাদের ভেতর থেকে সব আরোপিত ধর্মের উপরে উঠে প্রকৃত অর্থে মানবিক হয়ে উঠবো

        Delete
    17. গিয়াস কামাল চৌধুরীOctober 8, 2018 at 11:25 PM

      "একদিন নিশ্চয়ই ভরা পূর্ণিমায়
      নীলজোসনায় নীলাভ রাত্রিতে
      অথবা উজ্জ্বল সূর্যদিনে
      রূপবতী রুপালি আলোর ঝর্ণায়
      ফিরে যাবো নতজানু হয়ে
      চির চেনা উৎসে আমার ;
      শূন্যে-শূন্যে-শূন্যে-মহাশূন্যে "

      এটা পড়লেই মনে কেমন সপ্ন জাগে ,
      কবির ভাবনার সাথে আমরাও যেন
      উড়ে যাই মহাশূন্যে।
      অনেক আন্তরিক অভিনন্দন

      ReplyDelete
    18. ওসমান ফারুকOctober 10, 2018 at 6:42 PM

      কবিতাটা পড়লাম। তারপর ভাবনার জগতে হারিয়ে গেলাম।
      কবিরা এই জগতে সব সময়ে বিচরণ করে।
      তাই তো এমন অসাধারণ কবিতা লেখেন।
      অনেক অভিনন্দন।

      ReplyDelete
    19. হেলাল মেহরানOctober 13, 2018 at 5:38 PM

      আজ বহুদিন আলোকরেখায় কোন নতুন লেখা পাই না। এতদিন চেষ্টার পর আজ অন্তত মন্তব্য করতে পারছি।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ