অনুর ভিতর পরমাণু
মেহরাব রহমান
হেমন্তের নবীন কুয়াশা মাড়িয়ে হাঁটি
অচেনা বৈদেশ মাটি I
হঠাৎ চমকে উঠি
ভোরের কাক ডাকে ;
কা-কা-কা কা-কা-কা
বিষাদ কণ্ঠস্বর অনেকটা খাদে ;
বুকের কিনারে জাগে ভূমিকম্প-বিস্ময় ;
ঝোড়ো হাওয়া বয় ; আগ্নেয়গিরি-কম্পন I
বিমূর্ত কালো কাকটা মূর্ত হয় মুহূর্তে
কা-কা-কা কা-কা-কা l
উড়ে যায় এক গাছ থেকে অন্য গাছে
পরদেশ থেকে
যাপিত জীবনের জাহাজ ভিড়ে
স্বদেশের বন্দরে l
আহা সেই শীতের সকাল,
ভোরের আনন্দকাক আমার পরম বন্ধু
আমার শৈশব, কৈশোর. যৌবন
সেই নন্দিত হাওয়া উড়ে উজানে l
সোনারং ধুলো উড়ে ;
তরুণ ঢাকার বুকের
উপর দিয়ে দৌড়ে চলে ঘোড়ার গাড়ি l
ঘোড়ার খুরের শব্দ
খটাং খটাং খট
খটাং খটাং খট
আজও যেকোনও নিভৃত সন্ধ্যায়
কিংবা একান্ত দিবালোকে
রোমাঞ্চ জাগায় অন্তর্মহলে l
নগরায়ন, বিশ্বায়ন কেড়ে নিয়ে গেছে সব
ঘষা কাচের ওপারে; দূরে বহু দূরে l
আমাদের পায়ে পায়ে বেড়ি l
শৃঙ্খলিত সবাই নিয়মের,
ধর্মীয় অনুশাসনের কাছে l
কতবার কারাগার ভেঙে
উড়তে চেয়েছি মুক্ত আকাশে ;
ডানা ভেঙে বারবার পড়ে গেছি ভূমিতে I
একদিন নিশ্চয়ই ভরা পূর্ণিমায়
নীলজোসনায় নীলাভ রাত্রিতে
অথবা উজ্জ্বল সূর্যদিনে
রূপবতী রুপালি আলোর ঝর্ণায়
ফিরে যাবো নতজানু হয়ে
চির চেনা উৎসে আমার ;
শূন্যে-শূন্যে-শূন্যে-মহাশূন্যে I
২১ সেপ্টেম্বর, ২০১৮
টরন্টো
কবি মেহরাব রহমানের "অনুর ভিতর পরমাণু"র প্রতিটি কবিতা নিজ গুনে অনন্য। প্রতিটির আবেদন ভিন্ন আপন মহিমায় অনবদ্য।" বিদেশের মাটিতে স্বদেশের স্বাদের আকাঙ্খা পরদেশ থেকে যাপিত জীবনের জাহাজ ভিড়ে স্বদেশের বন্দরে " এখানেই কবির সমস্ত কবিতাকে অনন্য করে তুলেছে। অভিনন্দন কবি।
ReplyDeleteঅসাধারণ এক কথায় ! পরবাসে দেশের বিমূর্ত মূর্ত্তি মুৰ্ত হয়েছে ! অনন্য উপমা কবিতাকে করেছ উচ্চ মানের ! পৃথ্থিবীর ঘনঘটা করেছে কবি হৃদয়কে করেছে উদ্বেলিত ! খুব ভাল লাগল ! অনেক অনেক ভালবাসা !
ReplyDelete" নগরায়ন, বিশ্বায়ন কেড়ে নিয়ে গেছে সব
ReplyDeleteঘষা কাচের ওপারে; দূরে বহু দূরে l
আমাদের পায়ে পায়ে বেড়ি l
শৃঙ্খলিত সবাই নিয়মের,
ধর্মীয় অনুশাসনের কাছে l
কতবার কারাগার ভেঙে
উড়তে চেয়েছি মুক্ত আকাশে ;
ডানা ভেঙে বারবার পড়ে গেছি ভূমিতে I " কবি আজকের প্রিথীবীর চলনান বা্রতা তুলে ধরেছেন
চমৎকার। মানুষের জীবনের মিল কবিতাকে এক অন্য ও নুতন মাত্রা দান করেছে। খুবই সুন্দর উচ্চমানের কবিতা । আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা””
ReplyDeleteদারুন কবিতাটি পড়তে পড়তে ভাবনা আর স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিলাম। খুবইমন ছোয়া একটি অসাধারণ কবিতা । কবিকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা
ReplyDeleteদারুন বিষয়বস্তু আর ভাব।
ReplyDeleteঅপরূপ প্রকাশ ভঙ্গি ,
পড়ে পড়ে মনটা ভোরে গেল।
লেখকে অনেক ধন্যবাদ আর
শুভেচ্ছা আরো এমন কবিতা আশা করছি।
অনেক শুভেচ্ছা রইলো।
একের পর দারুন কবিতা লিখে চলেছেন
ReplyDeleteকবি মেহরাব রহমান। কবিতাটি নিজ গুনে অনন্য।
ভিন্ন আপন মহিমায় অনবদ্য।
" কানাডায় বসে স্বদেশের স্বাদের
আকাঙ্খা পরদেশ থেকে যাপিত জীবনের
ভিড়ে স্বদেশের বন্দরে " এখানেই কবির সমস্ত
কবিতাকে অনন্য করে তুলেছে।
অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।
"একদিন নিশ্চয়ই ভরা পূর্ণিমায়
ReplyDeleteনীলজোসনায় নীলাভ রাত্রিতে
অথবা উজ্জ্বল সূর্যদিনে
রূপবতী রুপালি আলোর ঝর্ণায়
ফিরে যাবো নতজানু হয়ে
চির চেনা উৎসে আমার ;
শূন্যে-শূন্যে-শূন্যে-মহাশূন্যে"
কি দারুন কথা। মন কেড়ে নেয়।
কবি মেহরাবই পারেন এমন কথা বলতে।
অনেক ভালোবাসা আর অভিনন্দন
হেমন্তের নবীন কুয়াশা মাড়িয়ে হাঁটি
ReplyDeleteঅচেনা বৈদেশ মাটি "
কবি মেহরাব রহমানের এ কথা পড়ে
আমাদেরও মনটা কবির মতো কোথায়
যেন হারিয়ে যায়। কিন্তু আমাদের তো
কবির মতো এমন ভাষা নেই,
তাই অমন করে বলতে পারি না।
তাই কবিরা আমাদের মনের কথা বলে দেন।
কবিকে অনেক অভিনন্দন
আকাশে অনেক তারার মাঝে কবি মেহরা উজ্জল ধ্রুবো তারা।
ReplyDeleteউনার অসাধারণ কবিতা গুলো পরে বার বার এ কথাই মনে হয়।
যতই প্রশংসা করি ,কম মনে হয়।
আরো কবিতার অপেক্ষায় রইলাম।
অনেক ভালোবাসা নেবেন।
অসাধারণ আরেকটি কবিতা।
ReplyDeleteমেহরাব রহমানের কবিতাগুলো
আমার চলার পথের সাথী হয়ে
গিয়েছে। তাই তো অধীর অপেক্ষায়ে
থাকি উনার কবিতার জন্নো।
তাই আগামী কবিতা বেশি দেরি
করবেন না যেন।
ভালো থাকবেন, অনেক শুভ
কামনা কবির জন্ন
অপরূপ কবিতা ,অনেকবার পড়লাম।
ReplyDelete"শৃঙ্খলিত সবাই নিয়মের,
ধর্মীয় অনুশাসনের কাছে l
কতবার কারাগার ভেঙে
উড়তে চেয়েছি মুক্ত আকাশে ;
ডানা ভেঙে বারবার পড়ে গেছি ভূমিতে"
দারুন কথা , কিন্তু কবি , আমার তো
মনে হয় না আপনি নিয়ম বা ধর্মীয় অনুশাসনের
কাছে হার মেনেছেন।
ভালো থাকবেন ,শুভেচ্ছা রইলো
"সোনারং ধুলো উড়ে ;
ReplyDeleteতরুণ ঢাকার বুকের
উপর দিয়ে দৌড়ে চলে ঘোড়ার গাড়ি "
চমৎকার কবিতা ,দারুন ,অসাধারণ।
প্রবাসে বসে এমন কথা পড়ে
আমারও মোটা উদাস হয়ে যায় ,
ঢাকার সোনালী ধুলোর জন্ন
মনটা কেঁদে ওঠে। মনে হয়
নির্বাসনে আছি। কবি মেহরাব
রহমানের কবিতা পড়ে যেমন
তৃপ্তি পাই তেমন মন উতলা
হয়ে ওঠে। ভালো থাকবেন।
অনেক ভালোবাসা
অনুর ভিতর পরমাণু : মেহরাব রহমান
ReplyDeleteঅপরূপ ভাবনা ,অসাধারণ ভাষা , চমৎকার উপস্থাপন।
যতই বলি ,কম হবে।
আগামী লেখার আশায় থাকবো
অনেক শুভ কামনা
কবিতাটির মাঝে যেন একটা চলমান গতি খুঁজে পেলাম।
ReplyDeleteএখানেই বোধহয় উচ্চ মানের কবিদের সার্থকতা।
ভাল থাকবেন এই কামনা করি
"আমাদের পায়ে পায়ে বেড়ি l
ReplyDeleteশৃঙ্খলিত সবাই নিয়মের,
ধর্মীয় অনুশাসনের কাছে "
দারুন কবিতা।
কবে আমাদের এ বেড়ি খুলবে ?
ধর্মীয় অনুশাসনের কাছ থেকে
আমরা কবে মুক্ত হতে পারবো ?
বলতে পারেন , কবি????
সুব্রত দা
Deleteআমি সেই চেষ্টাই করে যাচ্ছি
আমি হতাশ নই
সেইদিন যেদিন আমরা আমাদের ভেতর থেকে সব আরোপিত ধর্মের উপরে উঠে প্রকৃত অর্থে মানবিক হয়ে উঠবো
"একদিন নিশ্চয়ই ভরা পূর্ণিমায়
ReplyDeleteনীলজোসনায় নীলাভ রাত্রিতে
অথবা উজ্জ্বল সূর্যদিনে
রূপবতী রুপালি আলোর ঝর্ণায়
ফিরে যাবো নতজানু হয়ে
চির চেনা উৎসে আমার ;
শূন্যে-শূন্যে-শূন্যে-মহাশূন্যে "
এটা পড়লেই মনে কেমন সপ্ন জাগে ,
কবির ভাবনার সাথে আমরাও যেন
উড়ে যাই মহাশূন্যে।
অনেক আন্তরিক অভিনন্দন
কবিতাটা পড়লাম। তারপর ভাবনার জগতে হারিয়ে গেলাম।
ReplyDeleteকবিরা এই জগতে সব সময়ে বিচরণ করে।
তাই তো এমন অসাধারণ কবিতা লেখেন।
অনেক অভিনন্দন।
আজ বহুদিন আলোকরেখায় কোন নতুন লেখা পাই না। এতদিন চেষ্টার পর আজ অন্তত মন্তব্য করতে পারছি।
ReplyDelete