"কোথা তুমি "
গীতালি চক্রবর্তী
আসমুদ্র হিমাচল মরুময় ভুখন্ড ব্যাপী
তোমা তরে করেছি প্রদক্ষিণ আমি
পাইনি তোমায়!
কোথা তুমি! কোথা আছো তুমি?
যদি থেকে থাক সমুদ্রের গভীর জলজ অরন্যে
এবার বাসুকী নয়,করিব মন্থন আমি প্রেমের রশিতে।
অমৃতের পাত্র হাতে উঠিবে আবার,
আমার বাসনা লক্ষী।
সে অমৃত পান করি পরে
হইবে পুনর্জন্ম মম ভালবাসার তরে।
অমর করিয়া তব রাখিব যতনে
চলে এসো,এসো,চলি সেথা ,
যেথা দাঁড়ায়ে রয়েছি আমি নিঃসঙ্গের ভারে।
যদি থেকে থাক,হিমাদ্রির শিখর চূড়ায়,
এক খন্ড হীম শীতল হিমানীর রূপে
প্রেমের প্রখর তাপে নির্ঝরণী করিব তোমায়
বয়ে যাবে মম বক্ষপুরী।
জুড়াব সকল জ্বালা তোমার বাহিত স্রোতে।
যদি থেকে থাক,ভূ-গর্ভের গহীন অন্তরে
জনক রাজের রূপে ধরিব লাঙল।
উদ্ধারিব ভূগর্ভ হতে আমার সীতারে
তারপর
বাঁধিব অমর প্রেমে হৃদয় মন্দিরে।
কোথা তুমি ! কোথা আছো তুমি ?
ফিরে এসো,এসো ফিরি
সাঙ্গ করি লুকোচুরি খেলা
বহিব অমৃত্যু মোরা -
প্রেমভারে উপচে পড়া পশরার ডালা।http://www.alokrekha.com
কবি গীতালি চক্রবর্তী'র মনের গভীর অনুভূতি দিয়ে অংকিত এই কবিতা "কোথা তুমি ".আসমুদ্র হিমাচল মরুময় ভুখন্ড ব্যাপী তোমা তরে করেছি প্রদক্ষিণ আমি পাইনি তোমায়!
ReplyDeleteকোথা তুমি! কোথা আছো তুমি?" এই কোথায় কবির তাকে খুঁজে বেড়ানোর আশনা প্রকাশ পেয়েছে। দারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় খুঁজে বেড়ানোর চেতনার অভিব্যক্তির নিদারুন অনিন্দ্য একটা কবিতা। কবি গীতালি চক্রবর্তী'র হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।
ReplyDeleteমনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
জীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকি বিষয় বস্তু, কি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে গীতালি চক্রবর্তীর অনবদ্য কবিতা "কোথা তুমি ",কবি খুঁজে ফেরে আসমুদ্র হিমাচল মরুময় ভুখন্ড ব্যাপী প্রদক্ষিণ করেও কোথাও পাইনি তারে। কোথা আছে সে ? যদি থেকে থাকে সমুদ্রের জলজ অরণ্যে বাসুকি নয় নিজেই সমুদ্র মন্থন করে কবি খুঁজে আনবে তাকে। কউকে পাবার অনন্য এক ভাব প্রকাশ করেছেন কবি এই কবিতায়। অনেক ভালো বাসা কবি।
ReplyDeleteসঙ্গহীনতাকে রূপ মুগ্ধ করলে শব্দ চয়নে , ভাবনার প্রকাশে...
ReplyDeleteপূর্ণতা পাক , অনুভবে জেগে থাক অন্বেষন..
কৃতজ্ঞতা জমা হোক "আলোক রেখা" র পাতায় পাতায়
অসাধারণ এক কবিতা।আমি হতবাগ।আমি মুগ্ধ।আমি আপ্লুত শব্দ বিন্যাসে।প্রেমের এই দুর্বার আকুতি শব্দ চয়নে, ভাব বিন্যাসে আমার মনকে ছুঁয়ে গেল কাশ ফুলের স্পর্শের মত। ধন্যবাদ কবি এবং আলোকরেখাকে
ReplyDelete