সহযাত্রী
সানজিদা রুমি
"সহযাত্রী"
নামের বন্ধুরে বয়ে চলেছি কতটা কাল ধরে
রাত
দিন এক সাথে পাশাপাশি
বিরামহীন-আজ অবদি
হঠাৎ দুজনার দিকে তাকিয়ে অবাক ,বিমূঢ়
হায়
! আমাদের পক্ক কেশ।
অথচ
তুমিতো রয়েছো আগেরই মত
প্রথম
যেদিন দেখা হয়েছিল -
সেই
ভোরের সূর্যালোকে
কানে
কানে একান্ত সংগোপনে
কয়েছিলে
"কত ভালবাসি কইবো কেমনে "
কত
নিশীতরাতে ঘুম
ভেঙে পেয়েছি আবদ্ধ তব বাহুপাশে
তৃপ্তি
দেহ মনে --
অধরে
অধর মিশি দুটি দেহ এক হয়েছে নিবিড়
আলিঙ্গনে
কত
কথা কয়েছি কানে কানে বিমোহিত প্রাণে।
আজ
হোক পক্ক কেশ! বলি রেখা মুখে! রোগে ধরা দেহ -
তবুও
পুরাতন আঙিনায় প্রভাতের
সূর্যদয় হয় প্রতিদিন
দুটি
মন হয়না পুরোনো ভালবাসে অফুরন্ত অনুক্ষণ।
http://www.alokrekha.com
সহযাত্রী নামক বন্ধুরে নিয়ে বয়ে নিয়ে চলি আজীবন। তবুও পুরোনো হয় কি দুজনে দুজনের কাছে ? হোক পক্ক কেশ মুখে বলি রেখা তবুও আগের মতোই মনে হয় দুজনকে। খুব সুন্দর করে ব্যক্ত করেছে কবি। খুব দারুন অনবদ্য কবিতাখানি। অনেক ভালো লাগলো পড়ে। অনেক ভালোবাসা কবিকে।
ReplyDeleteজীবনের বাস্তব চেতনা এই কবিতায় প্রতিফলিত হয়েছে। যুগের পর যুগ দুজনে পার করি সে একই পুরোনো সহযাত্রীর সাথে তবু ভালো লাগে ,কত কথা বলি জীবনের কত চড়াই উৎরাই পার করি একসাথে। পায়ে পা মিলিয়ে এটাই তো জীবনের এক সমীকরণ। কবি খুব সুন্দর করে অংকিত করেছেন কবি সানজিদা রুমি তাঁর কবিতায়। অনেক শুভেচ্ছা।
ReplyDeleteকবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। জগতে "সহযাত্রী " বন্ধুরে লয়ে কখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় মত আঁকড়ে ধরি। কবির গহীন চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি ।
ReplyDeleteদারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!আবাহন আলোর নতুন দিনের! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDelete"আজ হোক পক্ক কেশ! বলি রেখা মুখে! রোগে ধরা দেহ -তবুও পুরাতন আঙিনায় প্রভাতের সূর্যদয় হয় প্রতিদিন দুটি মন হয়না পুরোনো ভালবাসে অফুরন্ত অনুক্ষণ।" এই দুটি লাইনে কবি দুজনের দাম্পত্যের চিত্র অঙ্কন করেছেন। অনেক শুভেচ্ছা।
ReplyDeleteবাহ্ অসাধারণ অভিব্যক্তি
ReplyDeleteবেশ লাগলো খুব সহজ সুন্দর অনুভূতির প্রকাশ