স্বপ্নের
পরী।
-
সুনিকেত চৌধুরী।
স্বপ্নের মত একটা কিছু লুকিয়ে রেখেছি
অনেকদিন
মনের ভেতর কোথায় যেন কোন করবীর ডালে
রবিবারের সেই সন্ধ্যাবেলা
বইয়ের শেলফে চোখ বোলানো চুল এলানো
ঘাড় ফিরিয়ে
তুমি যখন তাকিয়েছিলে!
বুকের ভেতর জেগেছিলো একটা ইচ্ছে হঠাৎ
করে
পেয়েছিলো রেনুর পরশ গোলাপ ফোটার মতন
একটু যদি ছোঁয়া পেতাম, একটু যদি ছুঁতে
দিতে - !
অনেক দিনের অনেক মাসের অনেক বছর শেষে
আজ সকালে তাকিয়ে দেখি লুকিয়ে রাখা
ইচ্ছে আমার
স্বপ্ন হয়ে গেছে !
আর তাইতো আমি জেনে গেছি,
স্বপ্ন শেষে সাত সকালে ভাঙে যখন ঘুম
পালিয়ে যায় অচিন দেশে স্বপ্নের যত
পরী !
http://www.alokrekha.com
বাহ চমৎকারভাবে প্রকাশ
ReplyDelete