গতকাল - সুনিকেত চৌধুরী
অপসৃয়মান কান্তি যখন আমাদের আঙিনা জুড়ে
সন্তপ্ত হৃদয়ের কোলাহল ম্রিয়মান
কৌমার্য্যের প্রবৃদ্ধিতে নজর দেয়া তখন
তোমাদের সরকারী ব্রত হবে।
পরিষদবর্গ সিদ্ধান্ত নেবেনা গৃহকর্মের।
সনাতনী মোহময়তা মহিরূহের মতো ছায়া দেবে তখনও।
আর তোমার মুঠোফোনে বার্তা আসবে :
গতকাল কোথায় ছিলে ?http://www.alokrekha.com
দারুন কবিতা ও অভিব্যক্তি। উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। আলোকরেখাকে ও কবি সুনিকেত চৌধরী অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteআলোকরেখাকে অনেক ধন্যবাদ আমাদের প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতা প্রকাশ করে পড়ার সুযোগ করে দেবার জন্য ! কবিতা অপূর্ব কবিতা ! প্রশংসাবাদী কবিতা ! অপূর্ব। । সুন্দর ! একটা চমৎকার কবিতা ।তার সব কবিতাই দারুন ! জীবনের এমন ভাবনা, প্রতিফলন ও তার ।যেমন ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteজীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরী তার " গতকাল " কবিতায় যে সাবলীল শব্দ মালা ও অনিন্দ্য ভাব যা অন্তরে স্পর্শ করে।এতদিন জানতাম তিনি রোমান্টিক কবি। অনবদ্য তাঁর প্রেমের কবিতা। কিন্তু এই কবিতায় তাঁর ভিন্ন রূপ প্রকাশ পেয়েছে। অনেক ভালো লাগলো।"ম্রিয়মান কৌমার্য্যের প্রবৃদ্ধিতে নজর দেয়া তখন তোমাদের সরকারী ব্রত হবে। পরিষদবর্গ সিদ্ধান্ত নেবেনা গৃহকর্মের। " এখানে রাজনৈতিক প্রভাবের বিস্তার ঘটেছে। কবির জন্য শুভেচ্ছা। অনেক ভালো লাগলো কবিতাটা পড়ে।
ReplyDelete