অর্জুনের অর্জন ।
- সুনিকেত চৌধুরী
অনেক বড় অর্জন আজ অর্জুনের অযাচিত
সহসা জেগে ওঠা অন্তরাত্মার উদ্বেলিত উন্মাদনা
ছাদে দাঁড়ানো তোমায় দেখে !
এই তোমাকে ছুঁয়ে বলি
ছাদে দাঁড়িয়ে আড় চোখে
দৃষ্টি ধাঁধানো বিচ্ছুরিত তোমার এতো আলো
যায়না তাকানো, যায়না ফেরানো চোখ !
যায় যাক অন্ধ হয়ে তবুও তাকাবো অপলক
তবুও রাখবো চোখ ছাদে দাঁড়ানো নিরাভরণ তোমার
http://www.alokrekha.com
অর্জুন বীর তাঁর বীরত্ব গাঁথা আমরা মহাভারতে দেখতে পাই। আবার তাঁর প্রেম দেখা দেয় দ্রৌপদী তরে। কিন্তু আজকের এই অর্জুনের অর্জন ভিন্ন। অর্জুনের সহসা জেগে ওঠা অন্তরাত্মার উদ্বেলিত উন্মাদনা ছাদে দাঁড়ানো তাকে দেখে। হাজারো আলো বিচ্ছুরিত -চোখ ধাঁধানো। কোন বাধাই বাদ সাধতে পারবে না ওই নিভারণ মঙ্গলময় ওই চোখে অপলক তাকাতে। খুব সুন্দর কবিতা। অনেক আধুনিক বোধ খুবই ভালো লাগলো পড়ে। ভালো থাকবেন !
ReplyDeleteকবি সু্নিেকেত চৌধুরির অর্জুনের অর্জন । দারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!রোমান্টিক কবি আমাদের প্রিয় কবি সুনিকেত! তাইতো করো পরোয়া না করে জেগে ওঠে অন্তরাত্মার উদ্বেলিত উন্মাদনা ছাদে দাঁড়ানো তাকে দেখে ! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDeleteকবি সু্নিেকেত চৌধুরির অর্জুনের অর্জন । দারুন অনবদ্য কবিতা। রোমান্টিক কবি বরাবরের মতই! অনন্য উপমা! খুবই সাবলীল কবিতা শব্দের ডামাডোল নেই অপূর্ব ভাব ! হৃদয়ের কাছাকাছি ! এ জেন আমাদের সাবার জিবনে ঘটে ঘটনা প্রবাহ। অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDeleteকবি সু্নিেকেত চৌধুরীর অর্জুনের অর্জন । অনবদ্য রোমান্টিক কবিতা। কবি সু্নিেকেত চৌধুরী মনে করিয়ে দিলেন আমাদের রোমান্স। দেয় যে ঘন্টার পর ঘন্টা ছাদে দাঁড়িয়ে থাকা ওপারের ছাদে তাকিয়ে দেখা সুন্দর দুটি চোখের সাথে দৃষ্টি বিনিময়ের আশায়।
ReplyDeleteঅনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
কবি সু্নিেকেত চৌধুরীর অর্জুনের অর্জন । রোমান্টিক কবিতা। কবি সু্নিেকেত চৌধুরী তার কবিতায় অর্জুনের অর্জন বলতে পারলাম না। এখানে পাশের ছাদে বিচ্ছুরিত চোখ ঝলসে যায় যাক তবুও সরবে না। খুবই সাবলীল ও সুন্দর ভালোবাসার কবিতাটি। কিন্তু বীর অর্জুনের এখানে কি অবস্থান কি জানালে বাধিত হব। সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDelete