আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কবিতারা জন্ম নেয়, কবিতারা মরে যায় l - সুনিকেত চৌধুরী। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কবিতারা জন্ম নেয়, কবিতারা মরে যায় l - সুনিকেত চৌধুরী।

    কবিতারা জন্ম নেয়, কবিতারা মরে  যায়
    - সুনিকেত চৌধুরী। 

    কবিতারা ঘোরে মাথার ভেতর উচ্চকিত ইঙ্গিতে
    বলে, আমাদের করে নাও আপন - রেখোনা আর এমনি করে অন্তঃপুরে। 
    এই করে সারাটা সকাল সারাটা দুপুর আর সারাটা বিকেল গড়িয়ে
    সন্ধ্যা নামে আমার আঙিনায়,
    ভেসে আসে বৃষ্টি ভেজা বেলী ফুলের "প্রিয়া তুমি কই" করা সুবাস
    আমার আবাস তখন পুজোর বেদী
    আর করজোড়ে নতজানু সুনিকেত আকাশের দিকে চায় -
    অস্তিত্বের পরতে পরতে অনুরণিত হয়  " এইতো আমি !"
    নির্মোহ অবলোকনে "IT IS" শুধু কাঁপে সর্বত্র বিরাজিত সনাতন লহরীতে !
    শিরায় প্রবাহিত রক্ত কণিকারা ধেয়ে আসে হৃৎপিণ্ডের কুঠুরীতে
    ঢেলে দেয় বুক ভরা অক্সিজেন
    শুষে নেয় কালিমা যত -
    কর্ম সমাপনে  "আবার আসিবো ফিরে" বলে চলে যায় -
    আবার ধাবিত হয় সহসাই ফিরে যাবে বলে।
    কবিতারা জন্ম নেয়, কবিতারা মরে  যায়l


     http://www.alokrekha.com

    6 comments:

    1. মোহন সিরাজীDecember 7, 2018 at 3:44 PM

      যারা আমরা কবিতা লেখি আমাদের মাথায় কবিতার কলি ঘুরতে থাকে। অনেক সময় আমরা এত ব্যস্ত বা উদাসীন থাকি যে সেগুলো অন্তঃপুরে আসার সুযোগ পায় না। অথচ সেই কথাগুলো উচ্চ স্বরে বলে আমাকে নাও সম্পূর্ণ করো। আর তখনি তৈরী হয় এক কবিতা। কবি সুনিকেত দারুণভাবে প্রকাশিত করেছেন। অনেক অভিনন্দন।

      ReplyDelete
    2. অদিতি দত্তDecember 7, 2018 at 3:50 PM

      কবি সুনিকেত চৌধুরী "কবিতারা ঘোরে মাথার ভেতর উচ্চকিত ইঙ্গিতে বলে, আমাদের করে নাও আপন - রেখোনা আর এমনি করে অন্তঃপুরে।" এই পংক্তি গুলোর মাধ্যমে এক কবির কথা অংকিত করেছেন।

      ReplyDelete
    3. মৃন্ময়ীDecember 7, 2018 at 4:03 PM

      আমি কোন বোদ্ধা নই। মন্তব্য করার ক্ষমতা আমার নেই। কিন্তু কবি সুনিকেতের কবিতা আমার ভালোলাগে। আমি পড়ি বারবার পড়ি। গানের মত গুনগুন করি।আমার মনে হয় সেটাই ভাল কবিতা যা পড়তে ভালো লাগে।অনেক ভালোবাসা ও শুভ কামনা।

      ReplyDelete
    4. কবিতা রায়December 7, 2018 at 4:08 PM

      আমাদের প্রিয় কবি সুনিকেতের কবিতা আমাদের উৎফুল্ল এক ধরণের ভালো লাগা দেয় যা অন্তরে দাগ কাটে। অনেক ভালোবাসা ও শুভ কামনা।

      ReplyDelete
    5. কবি সুনিকেত তার "কবিতারা জন্ম নেয়, কবিতারা মরে যায় l "কবিতায় কবির কবিতা জন্মের প্রসূত যে প্রসব বেদনা হয় তাই ফুটে উঠেছে সকাল থেকে সন্ধ্যা অবদি। কবিতারা জন্ম নেয়। তাইতো কবি লিখেছেন "আর করজোড়ে নতজানু সুনিকেত আকাশের দিকে চায় -অস্তিত্বের পরতে পরতে অনুরণিত হয় " এইতো আমি !"

      ReplyDelete
    6. বাহ্ সুনিকেত বাবু বেশ লাগলো
      আপনি আমার মনের কথাটি বলেছেন
      আমার প্রথম কাব্য গ্রন্থের ভূমিকায় বলেছিলাম
      কবিতা পাগলাঘোড়ার মতো ছুটে আসে
      ঠিক সেই মুহূর্তে তাকে ধরা না গেলে আর ইহকালে তাকে ধরা যায়না
      আর কবি পাগলঘোড়া তাড়িত এমনি একজন
      জীব যে তাকে দিয়ে অন্য কাজ করানো মানে বেশির ভাগই অত্যাচারের শামিল অভিনন্দন কবি আলোকরেখার কাছে অন্তহীন কৃতজ্ঞতা

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ