কবিতারা জন্ম নেয়, কবিতারা মরে যায় l
-
সুনিকেত চৌধুরী।
কবিতারা ঘোরে মাথার ভেতর উচ্চকিত ইঙ্গিতে
বলে, আমাদের করে নাও আপন - রেখোনা আর এমনি করে অন্তঃপুরে।
এই করে সারাটা সকাল সারাটা দুপুর আর সারাটা বিকেল
গড়িয়ে
সন্ধ্যা নামে আমার আঙিনায়,
ভেসে আসে বৃষ্টি ভেজা বেলী ফুলের "প্রিয়া তুমি
কই" করা সুবাস
আমার আবাস তখন পুজোর বেদী
আর করজোড়ে নতজানু সুনিকেত আকাশের দিকে চায় -
নির্মোহ অবলোকনে "IT IS" শুধু কাঁপে সর্বত্র বিরাজিত সনাতন
লহরীতে !
শিরায় প্রবাহিত রক্ত কণিকারা ধেয়ে আসে হৃৎপিণ্ডের কুঠুরীতে
ঢেলে দেয় বুক ভরা অক্সিজেন
শুষে নেয় কালিমা যত -
কর্ম সমাপনে
"আবার আসিবো ফিরে" বলে চলে যায় -
আবার ধাবিত হয় সহসাই ফিরে যাবে বলে।
কবিতারা জন্ম নেয়, কবিতারা মরে যায়lhttp://www.alokrekha.com
যারা আমরা কবিতা লেখি আমাদের মাথায় কবিতার কলি ঘুরতে থাকে। অনেক সময় আমরা এত ব্যস্ত বা উদাসীন থাকি যে সেগুলো অন্তঃপুরে আসার সুযোগ পায় না। অথচ সেই কথাগুলো উচ্চ স্বরে বলে আমাকে নাও সম্পূর্ণ করো। আর তখনি তৈরী হয় এক কবিতা। কবি সুনিকেত দারুণভাবে প্রকাশিত করেছেন। অনেক অভিনন্দন।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরী "কবিতারা ঘোরে মাথার ভেতর উচ্চকিত ইঙ্গিতে বলে, আমাদের করে নাও আপন - রেখোনা আর এমনি করে অন্তঃপুরে।" এই পংক্তি গুলোর মাধ্যমে এক কবির কথা অংকিত করেছেন।
ReplyDeleteআমি কোন বোদ্ধা নই। মন্তব্য করার ক্ষমতা আমার নেই। কিন্তু কবি সুনিকেতের কবিতা আমার ভালোলাগে। আমি পড়ি বারবার পড়ি। গানের মত গুনগুন করি।আমার মনে হয় সেটাই ভাল কবিতা যা পড়তে ভালো লাগে।অনেক ভালোবাসা ও শুভ কামনা।
ReplyDeleteআমাদের প্রিয় কবি সুনিকেতের কবিতা আমাদের উৎফুল্ল এক ধরণের ভালো লাগা দেয় যা অন্তরে দাগ কাটে। অনেক ভালোবাসা ও শুভ কামনা।
ReplyDeleteকবি সুনিকেত তার "কবিতারা জন্ম নেয়, কবিতারা মরে যায় l "কবিতায় কবির কবিতা জন্মের প্রসূত যে প্রসব বেদনা হয় তাই ফুটে উঠেছে সকাল থেকে সন্ধ্যা অবদি। কবিতারা জন্ম নেয়। তাইতো কবি লিখেছেন "আর করজোড়ে নতজানু সুনিকেত আকাশের দিকে চায় -অস্তিত্বের পরতে পরতে অনুরণিত হয় " এইতো আমি !"
ReplyDeleteবাহ্ সুনিকেত বাবু বেশ লাগলো
ReplyDeleteআপনি আমার মনের কথাটি বলেছেন
আমার প্রথম কাব্য গ্রন্থের ভূমিকায় বলেছিলাম
কবিতা পাগলাঘোড়ার মতো ছুটে আসে
ঠিক সেই মুহূর্তে তাকে ধরা না গেলে আর ইহকালে তাকে ধরা যায়না
আর কবি পাগলঘোড়া তাড়িত এমনি একজন
জীব যে তাকে দিয়ে অন্য কাজ করানো মানে বেশির ভাগই অত্যাচারের শামিল অভিনন্দন কবি আলোকরেখার কাছে অন্তহীন কৃতজ্ঞতা