এই রাতে !
- সুনিকেত চৌধুরী। নিজেরই নিঃস্বাসের শব্দে জেগে ওঠা রাত গভীরে
সপ্তর্ষির চাঁদ গলে পড়া বিছানাটা
এত কথা কেন বলে?
আমার তাকিয়ে দেখা নিরাভরণ তোমার পিঠে এলোমেলো চুল
তোমার রোমকূপের গভীর থেকে উৎসারিত আমায় মাতাল করা মৌ
কেন ফিরে ফিরে আসে এই রাতে,
প্রতিরাতে?
যাবার বেলায় হেলায় খেলায়
চেয়েছিলে কেন পেছন ফিরে ?
কেন বলেছিলে "ডাকলেনা কেন?"
কেন বলেছিলে "আসলেনা কেন? "
ফিরে ফিরে আসে বারে বারে
এই রাতে, প্রতিরাতে !
http://www.alokrekha.com
এই রাতে !কবিতায় -কবি সুনিকেত চৌধুরী অপূর্ব ভাবের ও শব্দের সমন্বয়ে এক অমূল্য মালা গেঁথেছেন। আমার চেতনায় কোন কবিতা কোন কবিতার থেকে ভালো তা খুঁজে বার করা বিশেষভাবে কঠিন প্রতীয়মান হয়ে ওঠে। এই রাতে কবিতায় কবি নিজেরই নিঃস্বাসের শব্দে জেগে ওঠা রাত গভীরে সপ্তর্ষির চাঁদ গলে পড়া বিছানাটা তাকে এত কথা কেন বলে? এই প্রশ্ন করেছেন এই অনন্য কবিতার মাধ্যমে। অনেক ভালো লাগার একখানা কবিতা ,বিশেষ শুভেচ্ছা।
ReplyDeleteএই রাতে !কবিতায় -কবি সুনিকেত চৌধুরীর অপূর্ব হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো নিজেরই নিঃস্বাসের শব্দে জেগে ওঠা আবার কখনো সপ্তর্ষির চাঁদ গলে পড়া বিছানাটা
ReplyDeleteএত কথা কেন বলে?.কবির অভিমানী চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা অনেক শুভেচ্ছা কবি---
এই রাতে !কবিতায় -কবি সুনিকেত চৌধুরীর দারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDeleteএই রাতে !কবিতায় -কবি সুনিকেত চৌধুরীর অনবদ্য কবিতা।" আমার তাকিয়ে দেখা নিরাভরণ তোমার পিঠে এলোমেলো চুল
ReplyDeleteতোমার রোমকূপের গভীর থেকে উৎসারিত আমায় মাতাল করা মৌ
কেন ফিরে ফিরে আসে এই রাতে,
প্রতিরাতে?" প্রেমের নৈর্ব্যক্তিক বর্ণনা। অনেক রোমান্টিক ভাব ধারণা। প্রিয়াকে ব্যক্ত করার অপরূপ রূপ সত্যি প্রশংসনীয়।
অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
এই রাতে ! আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর অনবদ্য কবিতা।আমি অপেক্ষায় থাকি কখন কবি সুনিকেত চৌধুরীর লেখা প্রকাশিত হয়। আলোকরেখাকে অনেক ধন্যবাদ সুনিকেত চৌধুরীর নাম আলাদা একটা বিভাগ থাকায় বারবার তার লেখা পড়তে অনেক সুবিধা হয়। তার কবিতা অপরূপ রূপ সত্যি প্রশংসনীয়।
ReplyDeleteঅনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!ভালোবাসা আমার প্রাণের কবিকে।
কবি- সুনিকেত চৌধুরী ! আমরা অপেক্ষায় থাকি আপনার কবিতার জন্য। "এই রাতে ! "-এ জন্য আলোকরেখাকে সাধুবাদ জানাই। বরাবর-ই কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব,আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকবি- সুনিকেত চৌধুরী "এই রাতে ! "-এ জন্য আলোকরেখাকে সাধুবাদ জানাই।! কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন।প্রেমের কবি সুনিকেত। তার কবিতায় আমরা প্রেম ও প্রেমিকার প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই ।কবি সুনিকেত চৌধুরীর অনবদ্য কবিতা।
ReplyDelete