বাউলা দ্যাশ
মেহরাব রহমান
হে হে হে
হো হো হো
ঐরে আমার ল্যাংটা দ্যাশ
উদাম শরিল
প্যাটের জ্বালার
কান্দন ভরা বিহান রাইত l
উথাল পাথাল গাঙ্গের ফানি
রঙ্গিন ফানুস
ও আমার পাগলা দ্যাশ l
অন্ধ বকের ছা
বাউলা লোকের আউলা খোওয়াব
বক্কিলারে কাঁচা ধইরা খা l
বঙ্গ জমিন, আমার ফরান
বুইড়া স্বদেশ
বয়স তোহার ছল্লিশের ঘর l
হায় হায় কী ফরাজয় ;
আইজও এখন আমগো ঘরে
খুদ ফরানে
নিবু নিবু ছ্যারাগ জ্বলে ;
বাত্তি জ্বলেনা l
দিন পোহাইলে ছাঁদ উঠে ঠিক
চাষার ঘরে, বস্তি ঘরে
জালনা দিয়া জোছনা ঢুকেনা l
ওরে স্বজন
পিরিতের দ্যাশ ;
দ্যাখছশ তুই---
রাজা- রাণী, বাদশা- ব্যাগম
উত্তরে যায়, দক্ষিণে যায়, ফশ্ছিমে যায় l
হ্যাগো পোলা শিক্ষিত হয় ;
কে জানে কে জানে ? হামিকি জানি বিলাত কত দূর ?
আমগো ছাওয়াল
বুকের ভিতর খরা নিয়া কান্দে সারাদিন l
হে হে হে
হো হো হো
বাউলা দ্যাশ, বাংলাদ্যাশ
তুই কী দিছশ ? লাল সবুজের পতাকা ? রঙ্গিলা এক মানচিত্র ?
পান্থাভাতে নুন নাই
জ্বলে জ্বলে আগুন জ্বলে
শ্যাওলা পড়া সানকিতে
মইধ্যরাতে মাথার ভিতর
যন্ত্রণা আর গঞ্জনা
হে হে হে
হো হো হো
পদ্মা- ম্যাঘনা-যমুনা আর
গাংশালিখের উড়াল দ্যাশ l
অন্ধ বকের ছা
যা যা যা যা যা যা
খা খা খা খা খা খা
চালবাজ সব মন্ত্রী আর আমলা ধইরা খা
মজুদদার, মনাফেক-ধর্মনেতা,
রাজাকারের পাঁজর খুইল্লা খা l
ঐ ঐ ঐ ঐরে আমার
লক্ষ্মীসোনা সোনার দ্যাশ ;
বক্কিলারে কাঁচা ধইরা খা l
http://www.alokrekha.com
মেহরাব রহমান
হে হে হে
হো হো হো
ঐরে আমার ল্যাংটা দ্যাশ
উদাম শরিল
প্যাটের জ্বালার
কান্দন ভরা বিহান রাইত l
উথাল পাথাল গাঙ্গের ফানি
রঙ্গিন ফানুস
ও আমার পাগলা দ্যাশ l
অন্ধ বকের ছা
বাউলা লোকের আউলা খোওয়াব
বক্কিলারে কাঁচা ধইরা খা l
বঙ্গ জমিন, আমার ফরান
বুইড়া স্বদেশ
বয়স তোহার ছল্লিশের ঘর l
হায় হায় কী ফরাজয় ;
আইজও এখন আমগো ঘরে
খুদ ফরানে
নিবু নিবু ছ্যারাগ জ্বলে ;
বাত্তি জ্বলেনা l
দিন পোহাইলে ছাঁদ উঠে ঠিক
চাষার ঘরে, বস্তি ঘরে
জালনা দিয়া জোছনা ঢুকেনা l
ওরে স্বজন
পিরিতের দ্যাশ ;
দ্যাখছশ তুই---
রাজা- রাণী, বাদশা- ব্যাগম
উত্তরে যায়, দক্ষিণে যায়, ফশ্ছিমে যায় l
হ্যাগো পোলা শিক্ষিত হয় ;
কে জানে কে জানে ? হামিকি জানি বিলাত কত দূর ?
আমগো ছাওয়াল
বুকের ভিতর খরা নিয়া কান্দে সারাদিন l
হে হে হে
হো হো হো
বাউলা দ্যাশ, বাংলাদ্যাশ
তুই কী দিছশ ? লাল সবুজের পতাকা ? রঙ্গিলা এক মানচিত্র ?
পান্থাভাতে নুন নাই
জ্বলে জ্বলে আগুন জ্বলে
শ্যাওলা পড়া সানকিতে
মইধ্যরাতে মাথার ভিতর
যন্ত্রণা আর গঞ্জনা
হে হে হে
হো হো হো
পদ্মা- ম্যাঘনা-যমুনা আর
গাংশালিখের উড়াল দ্যাশ l
অন্ধ বকের ছা
যা যা যা যা যা যা
খা খা খা খা খা খা
চালবাজ সব মন্ত্রী আর আমলা ধইরা খা
মজুদদার, মনাফেক-ধর্মনেতা,
রাজাকারের পাঁজর খুইল্লা খা l
ঐ ঐ ঐ ঐরে আমার
লক্ষ্মীসোনা সোনার দ্যাশ ;
বক্কিলারে কাঁচা ধইরা খা l
http://www.alokrekha.com
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ