আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও বাউলা দ্যাশ -----------------মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    বাউলা দ্যাশ -----------------মেহরাব রহমান

    বাউলা দ্যাশ
    মেহরাব রহমান


    হে হে হে

             হো হো হো
    ঐরে আমার ল্যাংটা দ্যাশ
    উদাম শরিল
    প্যাটের জ্বালার
    কান্দন ভরা বিহান রাইত l
    উথাল পাথাল গাঙ্গের ফানি
    রঙ্গিন ফানুস 
    ও  আমার পাগলা দ্যাশ l
    অন্ধ বকের ছা
    বাউলা লোকের আউলা খোওয়াব
    বক্কিলারে কাঁচা ধইরা খা l
    বঙ্গ জমিন, আমার ফরান
    বুইড়া স্বদেশ
    বয়স তোহার ছল্লিশের ঘর l
    হায় হায় কী ফরাজয় ;
    আইজও এখন আমগো ঘরে
    খুদ ফরানে
    নিবু নিবু ছ্যারাগ জ্বলে ;
    বাত্তি  জ্বলেনা l


    দিন পোহাইলে ছাঁদ উঠে ঠিক
    চাষার ঘরে, বস্তি ঘরে
    জালনা দিয়া জোছনা ঢুকেনা l
    ওরে স্বজন
    পিরিতের দ্যাশ ;
    দ্যাখছশ তুই---
    রাজা- রাণী, বাদশা- ব্যাগম  
    উত্তরে যায়, দক্ষিণে যায়, ফশ্ছিমে যায় l
    হ্যাগো পোলা শিক্ষিত হয় ;
    কে জানে কে জানে ? হামিকি জানি বিলাত কত দূর ?
    আমগো ছাওয়াল
    বুকের ভিতর খরা নিয়া কান্দে সারাদিন  l

    হে হে হে

             হো হো  হো
    বাউলা দ্যাশ, বাংলাদ্যাশ
    তুই কী দিছশ ? লাল সবুজের পতাকা ? রঙ্গিলা এক মানচিত্র ?

    পান্থাভাতে নুন নাই
    জ্বলে জ্বলে আগুন জ্বলে
    শ্যাওলা পড়া সানকিতে
    মইধ্যরাতে মাথার ভিতর
    যন্ত্রণা আর গঞ্জনা
     
    হে হে হে  

             হো হো  হো
    পদ্মা- ম্যাঘনা-যমুনা আর
    গাংশালিখের  উড়াল দ্যাশ l
    অন্ধ বকের ছা
    যা যা যা       যা যা যা

    খা খা খা      খা খা খা
    চালবাজ সব মন্ত্রী আর আমলা ধইরা খা
    মজুদদার, মনাফেক-ধর্মনেতা,
    রাজাকারের পাঁজর খুইল্লা খা l
    ঐ ঐ ঐ ঐরে আমার
    লক্ষ্মীসোনা সোনার দ্যাশ ;
    বক্কিলারে কাঁচা ধইরা খা l



     http://www.alokrekha.com

    0 comments:

    Post a Comment

    অনেক অনেক ধন্যবাদ