আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও এখন ফাল্গুন মাস ----------- জাহাঙ্গীর হাবিব ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    এখন ফাল্গুন মাস ----------- জাহাঙ্গীর হাবিব

     
    এখন ফাল্গুন মাস

    - জাহাঙ্গীর হাবিব



    এখন ফাল্গুন মাস ভালোবাসা উত্তপ্ত

    কাজ থেকে ছুটি চাই সকাল সকাল। 

    চৈতী পূর্ণিমার উজ্জ্বলতর সন্ধ্যার প্রস্তূতি

    পাড়া বেড়ানো পড়শী আমার জানেনাতো যাবে কোথায়

    এই সন্ধ্যায় !


    মেঠো পথ ধরে হেঁটে হেঁটে কাগমারী হাটে

    শৈশবের স্মৃতিভরা জিলিপীর দোকান খুঁজে ফেরে

    অশান্ত মন সেই কখন ইস্তফা দিয়েছে অকারণ !

    আধো ঘুম আধো জাগা, সম্বল শুধু সকলের ভালোলাগা

    ঝরে পড়া ফুলের আদল অচেনা জনপদ

    নির্বাসন নিরর্থক নেহাতই অচেনা !

    এই এখানে শিমুলের পাপড়িরা মরে যায় অবহেলায়

    বসে থাকি নদী তীরে আমি একেলা !

     http://www.alokrekha.com

    4 comments:

    1. রেহানা সুলতানাJanuary 16, 2019 at 4:13 PM

      কবি জাহাঙ্গীর হাবিব এখন ফাল্গুন মাস পরে ভালো লাগলো। পরিণত কবিতা। শব্দের সাথে বিষয়বস্তুর সামঞ্জস্য লক্ষণীয়। অনেক শুভ কামনা।

      ReplyDelete
    2. প্রশান্ত কুমার সাহাJanuary 16, 2019 at 4:39 PM

      কবি জাহাঙ্গীর হাবিব "এখন ফাল্গুন মাস " - কবিতায় তার জীবনের ফেলে আসা দিনগুলি অংকিত করেছেন। যদিও এখানে ভালোবাসার উত্তপ্ত মাস ফাল্গুনের আর চৈতী পূর্ণিমার উজ্জ্বলতর সন্ধ্যার কথাও উঠে এসেছে। সেই সাথে শৈশবের দিনগুলিকে ইস্তফা দিয়ে যেখানে শিমুলের পাপড়িরা মরে যায় অবহেলায় সেখানে বসে থাকে একা নদীতীরে। সাবলীল ভাষায় সুন্দর কবিতা। অনেক শুভেচ্ছা।

      ReplyDelete
    3. মেহতাব খানমJanuary 16, 2019 at 6:03 PM

      কবি জাহাঙ্গীর হাবিবের "এখন ফাল্গুন মাস " - কবিতা বেশ ভালো লাগলো পড়ে। কবি এখানে তার মনের ভাব ব্যক্ত করেছেন সুন্দর ভাষায় । শৈশবের দিনগুলোকে ছুটি দিয়েছেন। "এই এখানে শিমুলের পাপড়িরা মরে যায় অবহেলায় বসে থাকি নদী তীরে আমি একেলা !" এই পংতিগুলো কবিতার মুখ্য। ভালো থাকেন আরো ভালো লেখা পাবো আশায় রইলাম।

      ReplyDelete
    4. মোহিত লাল দেJanuary 16, 2019 at 7:18 PM

      কবি জাহাঙ্গীর হাবিবের "এখন ফাল্গুন মাস " - কবিতা আমার কাছে নেতিবাচক মনে হয়েছে , এখানে কবি প্রথমে ভালোবাসার কথা শোনালেও পরের দিকের কেবল হতাশা। তাই আশাব্যঞ্জক কবিতার আশায় রইলাম। জীবনে এমনিতেই এত হতাশা। কবিতা পড়ি নতুন দিনের আবাহন জানার জন্য। শুভ কামনা

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ