এখন
ফাল্গুন মাস
- জাহাঙ্গীর
হাবিব
এখন
ফাল্গুন মাস ভালোবাসা উত্তপ্ত
কাজ
থেকে ছুটি চাই সকাল সকাল।
চৈতী
পূর্ণিমার উজ্জ্বলতর সন্ধ্যার প্রস্তূতি
পাড়া
বেড়ানো পড়শী আমার জানেনাতো যাবে কোথায়
এই
সন্ধ্যায় !
মেঠো
পথ ধরে হেঁটে হেঁটে কাগমারী হাটে
শৈশবের
স্মৃতিভরা জিলিপীর দোকান খুঁজে ফেরে
অশান্ত
মন সেই কখন ইস্তফা দিয়েছে অকারণ !
আধো
ঘুম আধো জাগা, সম্বল শুধু সকলের ভালোলাগা
ঝরে
পড়া ফুলের আদল অচেনা জনপদ
নির্বাসন
নিরর্থক নেহাতই অচেনা !
এই
এখানে শিমুলের পাপড়িরা মরে যায় অবহেলায়
বসে
থাকি নদী তীরে আমি একেলা !
http://www.alokrekha.com
কবি জাহাঙ্গীর হাবিব এখন ফাল্গুন মাস পরে ভালো লাগলো। পরিণত কবিতা। শব্দের সাথে বিষয়বস্তুর সামঞ্জস্য লক্ষণীয়। অনেক শুভ কামনা।
ReplyDeleteকবি জাহাঙ্গীর হাবিব "এখন ফাল্গুন মাস " - কবিতায় তার জীবনের ফেলে আসা দিনগুলি অংকিত করেছেন। যদিও এখানে ভালোবাসার উত্তপ্ত মাস ফাল্গুনের আর চৈতী পূর্ণিমার উজ্জ্বলতর সন্ধ্যার কথাও উঠে এসেছে। সেই সাথে শৈশবের দিনগুলিকে ইস্তফা দিয়ে যেখানে শিমুলের পাপড়িরা মরে যায় অবহেলায় সেখানে বসে থাকে একা নদীতীরে। সাবলীল ভাষায় সুন্দর কবিতা। অনেক শুভেচ্ছা।
ReplyDeleteকবি জাহাঙ্গীর হাবিবের "এখন ফাল্গুন মাস " - কবিতা বেশ ভালো লাগলো পড়ে। কবি এখানে তার মনের ভাব ব্যক্ত করেছেন সুন্দর ভাষায় । শৈশবের দিনগুলোকে ছুটি দিয়েছেন। "এই এখানে শিমুলের পাপড়িরা মরে যায় অবহেলায় বসে থাকি নদী তীরে আমি একেলা !" এই পংতিগুলো কবিতার মুখ্য। ভালো থাকেন আরো ভালো লেখা পাবো আশায় রইলাম।
ReplyDeleteকবি জাহাঙ্গীর হাবিবের "এখন ফাল্গুন মাস " - কবিতা আমার কাছে নেতিবাচক মনে হয়েছে , এখানে কবি প্রথমে ভালোবাসার কথা শোনালেও পরের দিকের কেবল হতাশা। তাই আশাব্যঞ্জক কবিতার আশায় রইলাম। জীবনে এমনিতেই এত হতাশা। কবিতা পড়ি নতুন দিনের আবাহন জানার জন্য। শুভ কামনা
ReplyDelete